আবার কাঠগড়ায় ছাত্রভোট! সমস্যা এ বার ধূপগুড়ির সুকান্ত মহাবিদ্যালয়ের ছাত্র সংসদের নির্বাচন নিয়ে। সেখানকার মামলায় বিশ্ববিদ্যালয়ের কোনও প্রতিনিধি হাজির না-হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছে কলকাতা হাইকোর্ট।
তৃণমূল ছাত্র পরিষদ বা টিএমসিপি-র হুমকি এবং হিংসার জেরে অন্য কোনও ছাত্র সংগঠনের সমর্থক পড়ুয়ারা মনোনয়নপত্র জমা দিতে পারেননি বলে অভিযোগ তুলে ওই কলেজের দুই ছাত্র কলকাতা হাইকোর্টে মামলা করেন। আবেদনকারীদের অভিযোগ, ঘটনার সময় পুলিশ দাঁড়িয়ে থাকলেও পুরোপুরি নিষ্ক্রিয় ছিল। গত ১৭ জানুয়ারি ভোট হয়। বিষয়টি জানানো হয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে। আবেদনকারীদের আইনজীবী সায়ন দে বলেন, উপাচার্য ওই ছাত্রদের কোনও উত্তর দেননি। পুলিশকে বলেও কিছু কাজ হয়নি। তাই পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ জানিয়ে মামলা করেন ওই ছাত্রেরা।
কলেজটি উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধীন। অথচ এই মামলার শুনানিতে বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি কেন এক দিনও হাজির থাকছেন না, বৃহস্পতিবার সেই প্রশ্ন তুলে ক্ষোভ প্রকাশ করেন বিচারপতি দীপঙ্কর দত্ত।
বুধবারেই নদিয়ার সুধীররঞ্জন লাহিড়ী মহাবিদ্যালয় (মাজদিয়া কলেজ)-এর ছাত্র সংসদের নির্বাচন বাতিল করে দিয়েছে হাইকোর্ট। ফের নির্বাচনের দিন ঠিক করতে নির্দেশ দেওয়া হয়েছে কলেজ-কর্তৃপক্ষকে। সে-দিন জেলাশাসক এবং পুলিশ সুপারকে কলেজে হাজির থাকতে হবে বলেও নির্দেশ দিয়েছে হাইকোর্ট। আদালতের নির্দেশ কলেজ-কর্তৃপক্ষ এবং শাসক দলের ছাত্র সংগঠনকে বিড়ম্বনায় ফেলে দিয়েছে। সেই নির্দেশের ২৪ ঘণ্টার মধ্যেই ছাত্র সংসদের নির্বাচন নিয়ে আরও একটি মামলায় ফের বিরক্তির সুর শোনা গেল বিচারপতির গলায়।
বিচারপতি দীপঙ্কর দত্তের আদালতে সুকান্ত মহাবিদ্যালয়ের মামলার শুনানিতে এক দিনও উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের কোনও প্রতিনিধি হাজির হননি। এই নিয়ে ক্ষোভ প্রকাশ করে বিচারপতি বুধবার সাময়িক ভাবে ওই মামলার শুনানি বন্ধ করে দেন। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি কে এবং কবে তিনি হাজির থাকবেন, এ দিনই বেলা ২টোয় তা জানাতে জিপি অশোক বন্দ্যোপাধ্যায়কে নির্দেশ দেন বিচারপতি। জিপি এক আইনজীবীকে আদালতে হাজির করিয়ে জানান, উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের তরফে তিনিই কথা বলবেন। বিচারপতি তাতে সন্তুষ্ট হননি। তিনি জানান, আগামী মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের কোনও প্রতিনিধিকে হাইকোর্টে হাজির হয়ে জানাতে হবে, কেন ছাত্রদের অভিযোগের জবাব দেওয়া হয়নি। মামলার শুনানিতে এত দিন কোনও প্রতিনিধি পাঠানো হয়নি কেন, জানাতে হবে তা-ও। |