টুকরো খবর
মারাই গেল ওন্দার সেই অগ্নিদগ্ধ নাবালিকা
আট দিনের লড়াই শেষ। মৃত্যুর কাছে হার মানল ওন্দার সেই অগ্নিদগ্ধ নাবালিকা। একদিকে বাড়ির লোকেদের বিয়ের চাপ, অন্যদিকে নাবালিকা হওয়ায় বিয়েতে প্রেমিকের আপত্তি-- দু’তরফের এই টানাপোড়েনের মধ্যে পড়ে ভ্যালেন্টাইনস ডে-র দু’দিন আগে গায়ে আগুন দেয় ওন্দার এই একাদশ শ্রেণির ছাত্রী। শরীরের ৯০ শতাংশ পুড়ে গিয়েছিল তার। বাঁকুড়া মেডিক্যাল কলেজে চিকিত্‌সাধীন থাকাকালীন বুধবার রাতে তার মৃত্যু হয়। মেয়েটি গায়ে আগুন দেওয়ার পরের দিনই তার প্রেমিকের বিরুদ্ধে সহবাস এবং তার সঙ্গে মা, বাবা ও মামার বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ দায়ের করেন মেয়েরটির বাবা। পুলিশ সেই কলেজের প্রথম বর্ষের পড়ুয়া প্রেমিক, তার মা ও মামাকে গ্রেফতার করে। বর্তমানে তিনজনই জেল হাজতে রয়েছেন। পুলিশের একটি বিশেষ সূত্রে জানা গিয়েছে, মেয়েটি তাদের কাছে জবানবন্দিতে সহবাসের অভিযোগ উড়িয়ে দিলেও প্রেমিক বিয়ে করতে না চাওয়ায় সে গায়ে আগুন দিয়েছে বলে দাবি করেছে। বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটায় মেয়েটির দেহ তার বাড়িতে নিয়ে আসা হয়। দেহটিকে ঘিরে কান্নায় ভেঙে পড়েন মেয়েটির পরিবারের লোকজন। মেয়েটির বাবা এ দিনও দাবি করেন, “ওই ছেলেই আমার মেয়ের মৃত্যুর জন্য দায়ী। প্রেম করেও বিয়ে করবে বলে নিশ্চয়তা দিতে পারেনি বলেই লোকলজ্জার ভয়ে আমার মেয়ে গায়ে আগুন দিয়ে মারা গেল।” ছেলেটির এক সম্পর্কের দাদা বলেন, “দিন রাত প্রার্থনা করতাম মেয়েটি যেন সুস্থ হয়ে বাড়ি ফেরে। কিন্তু তা হল না। মেয়েটির বাড়ির লোকজন এখনই বিয়ের জন্য না চাপ দিলে মেয়েটি এই কাজ করত না।”

পুরুলিয়ায় ক্রিকেট
মানভূম ক্রীড়া সংস্থার প্রথম ডিভিশনের ক্রিকেট লিগে চ্যাম্পিয়ন হয়েছে এমএসএ ক্রিকেট অ্যাকাডেমি। ফাইনালে তারা হারায় পুরুলিয়া শহরের ইয়ুথ ইউনাইটেডকে। বৃহস্পতিবার হিলভিউ মাঠে এমএসএ নির্ধারিত ৩৫ ওভারে ১৯৫ রান করে। শতরান করে সৌরভ মাহাতো। নির্ধারিত ওভারে ১৭৮ রান করে ইয়ুথ ইউনাইটেড। অন্য দিকে, ইঞ্জিনিয়ারিং গ্রাউন্ডে এ দিন টি-টোয়েন্টি ক্রিকেট প্রতিযোগিতার উদ্বোধন করেন আদ্রার এডিআরএম ভিপিশরাফ। যোগ দিয়েছেকুড়িটিদল।প্রতিযোগিতার ফাইনাল ম্যাচ রয়েছে ২ মার্চ।

জেল হাজতে স্বামী
স্ত্রীকে আগুনে পুড়িয়ে মারার অভিযোগে গ্রেফতার হলেন স্বামী। সারেঙ্গা থানার কৃষ্ণপুর গ্রামের ঘটনা। মৃতার নাম চুমকি দুলে (২৩)। গত শনিবার মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে তাঁর মৃত্যু হয়। তাঁর বাবা বাবলু চালক বুধবার থানায় জামাই-সহ চারজনের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করেন। রাতে পুলিশ মৃতার স্বামী দিলীপ দুলেকে গ্রেফতার করেছে। পুলিশের এক আধিকারিক বৃহস্পতিবার ধৃতকে খাতড়া আদালত ১৪ দিন জেল হাজতে রাখার নির্দেশ দেয়।

গ্রামীণ মেলা
সারেঙ্গার বড়দি পাহাড়ের নীচে বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে সারেঙ্গা গ্রামীণ মেলা। মেলার উদ্বোধন করেন বাঁকুড়া জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ শ্যামল সরকার। সারেঙ্গার বিডিও হীরকজ্যোতি মজুমদার জানান তিন দিন ধরে মেলা চলবে। এলাকার বিভিন্ন আদিবাসী সাংস্কৃতিক দল নৃত্যানুষ্ঠান পরিবেশন করবে। এ ছাড়াও মেলায় বিভিন্ন দফতরের স্টল থাকছে। শ্যামলবাবু বলেন, “আগামী দিনে পর্যটকদের কাছে বড়দি পাহাড়কে আরও আকর্ষণীয় করে তুলতে আমরা নানা পরিকল্পনা নিচ্ছি।”



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.