দুর্ঘটনায় শিক্ষিকার মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • বসিরহাট |
রাস্তার হাম্পে ধাক্কা লেগে ছেলের মোটরবাইক থেকে পড়ে গিয়ে মৃত্যু হল বিশপুর পূর্বপল্লি প্রাথমিক স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষিকার। মৃতার নাম সর্বজয়া পাণ্ডা (৩০)। বাড়ি হাসনাবাদের বিশপুর গ্রামে। মঙ্গলবার বিকেলে হিঙ্গলগঞ্জের উত্তর বোলতলার কাছে দুর্ঘটনাটি ঘটে। শিক্ষিকাকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হলে বুধবার বিকেলে তাঁর মৃত্যু হয়। দুর্ঘটনার পরে রাস্তার হাম্প তুলে দেওয়ার দাবিতে বিক্ষোভ দেখায় এলাকার মানুষ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই দিন ছেলের মোটরবাইকের পিছনে বসে হিঙ্গলগঞ্জ স্কুল পরিদর্শকের দফতরে পেনশনের কাগজপত্র আনতে গিয়েছিলেন তিনি। বাড়ি ফেরার পথে ওই রাস্তায় পড়ে গিয়ে মাথায় আঘাত পান তিনি। সম্প্রতি পার হাসনাবাদ থেকে নেবুখালি পর্যন্ত ২৮ কিলোমিটার নতুন রাস্তার মেরামতির কাজ হয়েছে। বাসিন্দাদের অভিযোগ, সংশ্লিষ্ট ঠিকাদার সংস্থা ওই রাস্তায় বড় বড় ৬৪টি হাম্প তৈরি করায় গাড়ি চলাচলে অত্যন্ত অসুবিধা হচ্ছে।
|
আগ্নেয়াস্ত্র নিয়ে হুমকি, অভিযুক্ত তৃণমূল
নিজস্ব সংবাদদাতা • কুলপি |
বিডিওর সামনেই সিপিএমের এক পঞ্চায়েত সদস্যকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে পদত্যাগ করতে বাধ্য করার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। বুধবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে কুলপি ব্লক অফিসে। তৃণমূল পরিচালিত রামনগর-গাজিপুর পঞ্চায়েতের সদস্য শিখা হালদারের দাবি, মিড ডে মিল সংক্রান্ত কিছু বিবাদ মেটাতে বিডিও সেবানন্দ পণ্ডা ডেকে পাঠিয়েছিলেন তাঁকে। শিখাদেবী ব্লক অফিসে পৌঁছনোর পরে সে সময়ে ছিলেন না বিডিও। পঞ্চায়েত সমিতির ঘর থেকে কয়েক জন তাঁকে ডেকে পাঠিয়ে বিবাদ মেটানোর প্রস্তাব দেয়। শিখাদেবীর অভিযোগ, ওই ঘরে গেলে পঞ্চায়েত সমিতির সহ সভাপতি তৃণমূলের প্রদ্যুৎ হালদারের মদতে কয়েক জন তাঁকে মারধর করে। আগ্নেয়াস্ত্র দেখিয়ে সাদা কাগজে সই করতে বলা হয়। শিখাদেবীকে দল ছেড়ে তৃণমূলে যোগ দিতে হুমকি দেন ওই দলের নেতারা। এরপরে তিনি বিডিওর কাছে যান। অভিযোগ, বিডিওর সামনেই শিখাদেবীকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে পদত্যাগপত্র লিখতে বাধ্য করে তৃণমূলের লোকজন।
|
বাবার বিরুদ্ধে নির্যাতনের নালিশ
নিজস্ব সংবাদদাতা • বসিরহাট |
বাবার বিরুদ্ধে মা ও তাঁকে মানসিক নির্যাতন ও খুনের চেষ্টার অভিযোগ করলেন মেয়ে। বৃহস্পতিবার পেশায় আইনজীবী, তনিমা বিশ্বাস বসিরহাট থানায় এসে জানান, তাঁর বাবা কৃষ্ণপদ বিশ্বাস তাঁকে ও তাঁর মাকে মারধর ও গায়ে কেরোসিন ঢেলে খুনের চেষ্টা করেছেন। কৃষ্ণপদবাবু প্রাক্তন পুলিশ অফিসার। বসিরহাট থানা সূত্রে জানা গিয়েছে, কৃষ্ণপদবাবুর বাড়ি যাওয়া হয়েছিল। কিন্তু সেখানে তালা ঝুলতে দেখা যায়। কৃষ্ণপদবাবুকে পাওয়া যায়নি।
|
ধৃত পুলিশি হেফাজতে
নিজস্ব সংবাদদাতা • বসিরহাট |
বাংলাদেশে রফতানির চাল চুরির অভিযোগে ধৃত ব্যবসায়ী অনুপ বিশ্বাসের কাছ থেকে ২০০ বস্তা চাল উদ্ধার হয়েছে। আগে ধৃত আইজুল বিশ্বাসের কাছ থেকে ৯ বস্তা চাল ও ট্রাকচালক মহম্মদ আজাদ আলির কাছ থেকে ১৫ বস্তা চাল উদ্ধার হয়। |