সব জল্পনার অবসান ঘটল। দোষী সাব্যস্ত হল বার্সেলোনা। মাদ্রিদের এক কোর্টের প্রধান বিচারক পাবলু রুজ সরকারী ভাবে বলেন যে নেইমারকে সই করিয়ে কর ফাঁকি দিয়েছে বার্সা। কোর্টের তরফ থেকে সরকারি বিবৃতিতে বলা হয়, “প্রমাণের ভিত্তিতে দোষী সাব্যস্ত হয়েছে বার্সেলোনা। বিচারপতি পাবলু রুজ রায় দিয়েছেন, ব্রাজিলীয় ফুটবলারকে(নেইমার) সই করতে গিয়ে কর ফাঁকি দিয়েছে বার্সেলোনা।”
ঘটনাটা কী? নেইমারকে ৫৭ মিলিয়ন ইউরো দিয়ে সই করালেও, বার্সেলোনা সদস্য ইয়র্দি কেসের অভিযোগের ভিত্তিতে ৫৭ মিলিয়ন ইউরোর থেকে বেশি দাম দেওয়া হয় নেইমারকে সই করানোর জন্য। স্প্যানিশ প্রচারমাধ্যমের খবর অনুযায়ী ৫৭ মিলিয়ন ইউরোর মধ্যে প্রায় ৪০ মিলিয়ন পায় নেইমারের বাবার ইমেজ ম্যানেজমেন্ট কোম্পানি ‘এন অ্যান্ড এন।’ যার কোনও লিখিত প্রমাণ পাওয়া যায় না। |
নেইমার: বিতর্কের কেন্দ্রবিন্দুতে। |
জল্পনা মতে নেইমারকে সই করানোর জন্য নাকী কয়েক বছর আগের থেকেই নেইমারের পরিবারকে টাকা দিতে শুরু করে বার্সেলোনা। সব মিলিয়ে যার অঙ্ক ছিল প্রায় ৫১ মিলিয়ন ইউরো। এমনকী ব্রিটিশ দৈনিক অনুযায়ী সব কাগজপত্র পাওয়া গেলে হয়তো ফুটবলের ইতিহাসে নেইমার সবচেয়ে দামি ফুটবলার হতেন। বিতর্কের জেরে বার্সা প্রেসিডেন্ট পদ থেকে ইস্তফা দেন সান্দ্রো রোসেল।
এ দিন আবার কোর্ট ক্লাবকে দোষী সাব্যস্ত করলেও, বার্সেলোনা কর্তারা মানতে নারাজ যে কর ফাঁকি দিয়েছে ক্লাব। বার্সা থেকে সরকারি ভাবেই জানানো হয় যে, “আমরা আবার বলছি যে সব নিয়ম মেনেই নেইমারকে সই করানো হয়।” পরের কয়েক দিনে কোর্টে ক্লাবের তরফ থেকে আইনজীবী পাঠানো হবে প্রমাণ করার জন্য যে বার্সা নির্দোষ।
নেইমার বিতর্ক উড়িয়ে আগামী ম্যাচগুলোয় মন দেওয়া উচিত, সেই কথাই জানালেন দলের মাঝমাঠ তারকা সের্জিও বুস্কেতস। বলেন, “আমরা এমন সব জিনিসের সম্বন্ধে শুনছি যা অজানা। ক্লাবের তরফ থেকে যা বলা হচ্ছে তার উপরেই ভরসা আছে। আমাদের কাজ ম্যাচে ভাল করে খেলা।” |