ঘরের মাঠে হারের রেশ কাটেনি এখনও আর্সেনাল শিবিরে। এর মধ্যেই আবার বিতর্কের ছোঁয়া লেগে গেল বুধবারের মেগা ম্যাচে।
ফুটবল বিশেষজ্ঞদের মতে ম্যাচটা সবাই মনে রাখবে পেপ গুয়ার্দিওলার মাস্টারস্ট্রোক হিসাবে। কিন্তু ব্রিটিশ প্রচারমাধ্যমের খবর অনুযায়ী, আরও অনেক কারণ উঠে আসল ম্যাচটা স্মরণীয় হয়ে থাকার জন্য।
প্রথমত ম্যাচ শেষেই বায়ার্ন মিউনিখের তারকা আর্জেন রবেনকে কাঠগড়ায় দাঁড় করালেন আর্সেনাল কোচ আর্সেন ওয়েঙ্গার। কারণটা কী? প্রথমার্ধের শেষে আর্সেনাল গোলকিপার ওয়াজনিয়াক সেজনি পেনাল্টি বক্সে ট্যাকল করেন রবেনকে। যার পরেই শাস্তি হিসাবে পেনাল্টি ছাড়াও সেজনিকে লাল কার্ড দেখান ম্যাচ রেফারি নিকোলা রিজ্জোলি। যার পরেই বিতর্ক উস্কে দিয়ে বায়ার্ন তারকাকে ‘ডাইভার’ তকমা দিলেন ওয়েঙ্গার। অর্থাৎ পেনাল্টি বক্সে ইচ্ছাকৃতই নাকি পড়ে য়ান রবেন। “রবেনের ভালই অভিজ্ঞতা আছে ছোট জিনিসকে বড় করে দেওয়ার। বায়ার্ন ফুটবলাররা একটু ছোঁয়াতেই পড়ে যাওয়ায় অভ্যস্ত। ইংল্যান্ডে এ রকম কোনও রীতি নেই।” সঙ্গে তিনি যোগ করেন, “গোলকিপারকে লাল কার্ড দেখানোর জন্য পুরো ম্যাচটাই শেষ হয়ে গেল। দারুণ খেলা হচ্ছিল কিন্তু দ্বিতীয়ার্ধে পুরো এক তরফা লড়াইয়ে পরিণত হয়।” রেফারির বিরুদ্ধে আরও তোপ দেগে ওয়েঙ্গার যোগ করেন, “খারাপ লাগছে যে সিদ্ধান্তটা রেফারি নিল। গোলকিপার লাল কার্ড দেখার পর আমার কাছে পরিবর্ত ফুটবলার আনারও উপায় ছিল না। আমার সব প্ল্যান নষ্ট হয়ে গেল।” |
এই সেই মুহূর্ত। এর পরেই রেফারি লাল-কার্ড দেখান আর্সেনাল
গোলকিপার সেজনিকে। পেনাল্টি পায় বায়ার্ন। ছবি: এএফপি। |
শুধু মাত্র ইচ্ছাকৃত ভাবে বক্সে পড়ে যাওয়ার জন্য নয়। চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাব চেলসির প্রাক্তন তারকা রবেনের বিরুদ্ধে আবার থুতু ফেলার অভিযোগ আনা হল। ম্যাচের পরেই পুরো টুইটার জুড়ে ভিডিওটা ছড়িয়ে পড়ে। যেখানে দেখা যায় আর্সেনাল রাইট ব্যাক বাকারি সায়নার মাথায় থুতু ফেলছেন রবেন। ক্ষোভ উগরে দিয়ে টুইটারে আর্সেনাল সমর্থকরা বলতে থাকে, “বায়ার্ন ফুটবলাররা এতটা অসভ্যতা কী করে করতে পারে।” আবার কেউ বলে, “উয়েফার কিছু কড়া পদক্ষেপ নেওয়া উচিত যদি এরকম হয়ে থাকে।” যদিও বিতর্ক উড়িয়ে রবেন বলেছেন যে থুতু নয় ঘাম ঝড়ে পড়ছিল। “আমার মাথায় বেশি চুল নেই। ওখান থেকে ঘাম পড়েছে। আমি পরিষ্কার বলতে পারি যে থুতু ফেলিনি। যদি এ রকম করি কোনওদিন তবে পরিবারের কাছে মুখ দেখাতে পারব না,” বলেন রবেন।
পাশাপাশি বিতর্কের তালিকায় চলে এলেন আর্সেনালের লাল কার্ড দেখা গোলকিপারও। রেফারির সিদ্ধান্তে রাগ দেখিয়ে মাঠ ছাড়ার আগে অশালীন ইঙ্গিত করেন সেজনি। উয়েফা তদন্তকারী কমিটি ভিডিওটা খুটিয়ে দেখছে। লাল কার্ড দেখে এমনিতেই এক ম্যাচ সাসপেন্ড থাকবেন সেজনি। কিন্তু শাস্তি হিসাবে আরও বেশি ম্যাচও সাইডলাইনে কাটাতে হতে পারে আর্সেনাল গোলকিপারকে। |