রজার ফেডেরার মন কেড়েছেন পিট সাম্প্রাসের! আর তা এতটাই যে সাংবাদিকদের সামনে ফেডেরারের সম্পর্কে বলতে গিয়ে উচ্ছ্বসিত এই প্রাক্তন মার্কিন টেনিস তারকা। ফেডেরার সম্পর্কে সাম্প্রাসের শংসাপত্র, “রজারকে যত দেখি তত অবাক হই। টেনিসের জন্য ওর প্রাণশক্তিটাই চোখ টানে। আশা রাখি আগামী চার বছর খেলার পাশাপাশি আরও অনেক খেতাব ঢুকবে ওর ঝুলিতে।”
এই মুহূর্তে একদা সতীর্থ আন্দ্রে আগাসির সঙ্গে একটি প্রদর্শনী ম্যাচের জন্য প্রস্তুতিতে ব্যস্ত সাম্প্রাস। ৩ মার্চ লন্ডনে সেই ম্যাচ হওয়ার কথা। তারই সাংবাদিক সম্মেলনে সাম্প্রাস বলেন, “এখনও অনেকদিন টেনিস খেলবে ফেডেরার। ও হল টেনিসের একজন বাধ্য ছাত্র। কোর্টে নিজেকে নিংড়ে দেয় সব সময়।”
প্রসঙ্গত, গত বছর গোটা মরসুম ফেডেরার ভুগেছেন পিঠের চোট নিয়ে। কিন্তু চলতি বছরের শুরু থেকেই ছন্দে রয়েছেন এই সুইস তারকা। আর কোচ হিসেবে স্টেফান এডবার্গকে পাশে পাওয়াটাও ফেডেরারের ফর্ম ফের ঝলমলে করেছে বলে অভিমত টেনিস দুনিয়ার। বছরের শুরুতেই অস্ট্রেলিয়ান ওপেনে সেমিফাইনালে খেলা দেখার পর ফেডেরারকে নিয়ে আশাবাদী সাম্প্রাস।
|
খেলোয়াড় জীবনে ১৪ টি গ্র্যান্ড স্ল্যাম খেতাবের মালিক স্যাম্প্রাস এ দিন তুলেছেন নাদাল-ফেডেরারের তুল্যমূল্য বিচারের বিষয়টিও। বলেছেন, “কোর্টে রাফার সামনে পড়ার অর্থ একটা পাহাড়ের সামনে গিয়ে পড়ার মতো। তবে রজারও এ ব্যাপারে কোনও অংশে কম যায় না।” এখানেই না থেমে তিনি আরও বলেন, “চলতি মরসুমে রজার ফর্মে রয়েছে। সুতরাং ওর ঝুলিতে আরও কিছু খেতাব আসতেই পারে।” |