টুকরো খবর
কেকেআরে না থাকতে পেরে বিমর্ষ শামি
কলকাতা নাইট রাইডার্সসের সংসারে তিনি এত দিন থাকলেও সে ভাবে সুযোগ পেতেন না। বর্তমানে তিনি ভারতীয় দলের পেস ব্যাটারির প্রধান অস্ত্র, অথচ আইপিএল সেভেনে কেকেআরের জার্সিতে দেখা যাবে না তাঁকে। কেকেআর তাঁকে নিতে পারেনি। লক্ষ্মী-মনোজদের সঙ্গে তিনিও দিল্লি ডেয়ারডেভিলসে। যা নিয়ে মহম্মদ শামির আফসোস আছে। কিন্তু সঙ্গে এটাও জানিয়ে দিচ্ছেন, দিল্লির হয়েও তিনি নিজের সর্বস্ব দেবেন যেহেতু তিনি পেশাদার। সদ্য নিউজিল্যান্ড সফর শেষে দেশে ফিরেছেন শামি। বলছিলেন, “কেকেআরকে মিস করব। কিন্তু আমি তো নিজে নিজেকে নিতে পারি না। না নিলে কী করব?” পাশাপাশি বাংলার তথা ভারতের এক নম্বর পেসার জানিয়ে দিচ্ছেন, কেকেআরে না থাকলেও ওয়াসিম আক্রমের (যিনি নাইটেদর বোলিং পরামর্শদাতা) টিপস তিনি পাবেন। বলে দিচ্ছেন, “ওয়াসিম ভাইয়ের হাত ধরেই আমার উঠে আসা। ওয়াসিম ভাইকেও মিস করব। কিন্তু কেকেআরে না থাকলেও ওঁর টিপস পাব।” তবে তাঁর প্রধান লক্ষ্যবস্তু যে আইপিএল নয়, এশিয়া কাপ সেটা বলে দিলেন শামি। বললেন, “আইপিএল কোথায় হবে না হবে, তা নিয়ে ভাবতে চাই না। আমি কোনও দিনই কোথায় খেলা হচ্ছে, সে সব নিয়ে ভাবি না। আর আইপিএল নিয়ে এখন ভাবছিও না। আগে এশিয়া কাপ আছে।” যিনি কিছুটা বিমর্ষ নিউজিল্যান্ডে টিম ইন্ডিয়ার পারফরম্যান্স নিয়ে। বলে দিলেন, “দু’টো টেস্টেই হাড্ডাহাড্ডি লড়াই হয়েছিল। পারিনি, কী আর করা যাবে।”

বাংলার দলে নতুন আট
সন্তোষ ট্রফির মূলপর্বের দলে নেওয়া হল আরও আট নতুন ফুটবলার। যার মধ্যে রয়েছেন ভবানীপুরের পাঁচ ফুটবলার- নবিন হেলা, দীপক সিংহ, জনি রাউত, স্নেহাশিস দত্ত ও গোলকিপার দেবজিৎ মজুমদার। এ ছাড়াও শিলিগুড়ির মূলপর্বের দলে ঢুকলেন সুপ্রিয় ভগত, গৌরাঙ্গ বিশ্বাস ও অভিষেক আইচ। চোটের জন্য বাদ পড়লেন ইউনাইটেড সিকিম গোলকিপার দিব্যেন্দু সরকার। বাংলা কোচ শিশির বললেন, “যারা বাদ পড়ল তাদের জন্য খারাপ লাগছে। আগের থেকে দল আরও ভাল হল। শক্ত গ্রুপে আছি। ভাল করে খেলতে হবে।” শনিবার শিলিগুড়ির উদ্দেশে রওনা হচ্ছে বাংলার সন্তোষ ট্রফির দল।

এম সি সি-র নেতৃত্বে সহবাগ

২০ ফেব্রুয়ারি
ভারতীয় টেস্টে দলে সুযোগ না আসলেও ঐতিহ্যবাহী মেরিলিবোন ক্রিকেট ক্লাব (এমসিসি)-কে নেতৃত্ব দেওয়ার সুযোগ পেয়ে গেলেন বীরেন্দ্র সহবাগ। আগামী ২৩ মার্চ আবুধাবিতে ডারহামের বিরুদ্ধে চার দিনের ওই ম্যাচে সহবাগ ছাড়াও খেলবেন মুরলিধরনও। বৃহস্পতিবার এমসিসি-র তরফে এক বিবৃতিতে এই খবর জানানো হয়েছে। দলে রয়েছেন ইংল্যান্ড অফ স্পিনার মন্টি পানেসর, শ্রীলঙ্কান উইকেটকিপার-ব্যাটসম্যান জয়বর্ধনেও। এমসিসি-র অধিনায়কত্ব পেয়ে স্বভাবতই উচ্ছ্বসিত সহবাগ। বলছেন, “এমসিসি-র অধিনায়কত্ব করার প্রস্তাব জীবনের অন্যতম সেরা মুহূর্ত। নিজেকে ভাগ্যবান মনে হচ্ছে।” আবুধাবিতে ডারহামের বিরুদ্ধে ওই ম্যাচে গোলাপী বলে ম্যাচ হবে বলে খবর। যে প্রসঙ্গে সহবাগ বলছেন, “রাতের আলোয় গোলাপী বলে খেলার জন্য মুখিয়ে রয়েছি। আমাদের দলও বেশ শক্তিশালী। সুতরাং হাড্ডাহাড্ডি লড়াই হবে।” জুলাইতে অনুষ্ঠিত হতে চলা লর্ডসের দ্বিশতবার্ষিকী ম্যাচেও খেলার কথা সহবাগের। ৫ জুলাই ওই ম্যাচে মুখোমুখি হবে এমসিসি বনাম অবশিষ্ট বিশ্ব একাদশ।

লিগ ম্যাচে হাতাহাতি
ম্যাচ পরিত্যক্ত হওয়ার পর স্কোরারের সঙ্গে বচসা এক ক্লাব কর্তার। এই ঘটনার জেরে বৃহস্পতিবার অশান্ত হয়ে উঠল ভবানীপুর মাঠ। প্রথম ডিভিশনে জর্জ টেলিগ্রাফ-কাস্টমস ক্লাব পরিত্যক্ত ম্যাচে পয়েন্ট ভাগাভাগি হওয়ায় জর্জ অবনমনের আওতায় চলে এল। কিন্তু তাদের হোম ভেনু হিসেবে পরিচিত ভবানীপুর মাঠ এদিন খেলার উপযোগী করে তুলতে পারেনি বলে তাদের বিরুদ্ধে অভিযোগ ওঠে। খেলা পরিত্যক্ত ঘোষণার পর জর্জের এক কর্তা স্কোরারের কাছে টিম লিস্ট চাইতে গেলে তাঁর সঙ্গে হাতাহাতি শুরু হয়ে যায় বলে প্রত্যক্ষদর্শীদের বক্তব্য। পরে অবশ্য জর্জের ওই কর্তা সিএবি-তে এসে স্কোরারের সঙ্গে ঝামেলা মিটিয়ে নেন।




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.