পয়লা মার্চ ডার্বিতে লড়াই ইচে বনাম মোগার।
তার আট দিন আগে আরও এক ডার্বি হাজির ময়দানেঅনূর্ধ্ব ১৯ আই লিগে আজ শুক্রবার মুখোমুখি বাগান আর বেঙ্গল।
জুনিয়ার ডার্বি হলেও উত্তেজনা কিন্তু কোনও অংশে কম নেই এই ম্যাচেও। উত্তেজক ধুন্ধুমার লড়াইয়ের সঙ্গে ঝামেলা, মারামারিও হয় মাঝেমধ্যে। সবই হয় বড়দের মতো!
শুক্রবারের লাল-হলুদ বনাম সবুজ-মেরুন যুদ্ধের আগে দুই সিনিয়র দলের কোচই বেশ উত্তেজিত। ইচে-কাতসুমিদের কোচ করিম বেঞ্চারিফা তো বলেই দিলেন, “পয়লা মার্চ ডার্বির আগে যদি ছোটরা জেতে, তা হলে ভাল লাগবে। সিনিয়র টিমের জন্যও এটা অনুপ্রেরণার কাজ করবে।” আর লাল-হলুদ কোচ আর্মান্দো কোলাসোর মন্তব্য, “ভবানীপুরের বিরুদ্ধে জুনিয়র টিমের খেলা দেখেছি। খুব ভাল দল। ওই টিমে বেশ কয়েকজন ফুটবলার রয়েছে যারা পরের বার সিনিয়র টিমেও খেলতে পারে। আমাদের ডার্বির আগে ছোটরা যাতে মোহনবাগানকে হারাতে পারে তার জন্য শুভেচ্ছা রইল।”
জুনিয়র আই লিগের পরের পর্বে যাওয়ার জন্য ডার্বি জেতাটা দু’দলের কাছেই সমান গুরুত্বপূর্ণ। লিগ তালিকার অঙ্ক বলছে, ইস্টবেঙ্গল এবং মোহনবাগান—দু’ দলই ৩টি করে ম্যাচ খেলে ৭ পয়েন্ট পেয়েছে। কিন্তু গোল পার্থক্যে এগিয়ে রয়েছে বাগান। প্রত্যেকটি গ্রুপ থেকে যেহেতু একটি করে টিম পরের রাউন্ডে যাবে, তাই ডার্বি যারা জিতবে তাদের পথ অনেকটাই মসৃণ হয়ে যাবে। ড্র করলে অবশ্য সুবিধে পেয়ে যাবে ইউনাইটেড স্পোর্টস। কারণ তিন ম্যাচ খেলে ইউনাইটেডের পয়েন্টও ৭। গোল পার্থক্যে ইস্টবেঙ্গলের থেকে এগিয়ে দুইয়ে রয়েছে বেগুনি ব্রিগেড।
মোহনবাগানের জুনিয়র টিমটি মূলত দুর্গাপুর অ্যাকাডেমির ছেলেদের নিয়েই তৈরি। এ পর্যন্ত তাই বেশ সংঘবদ্ধ ফুটবল খেলতে দেখা গেছে মোহন-জুনিয়রদের। তবে ডার্বিতে দলের সেরা স্ট্রাইকার মিজোরামের লালরেনরুয়াকাকে চোটের জন্য পাওয়া যাবে না। কার্ড সমস্যায় নেই রাইট ব্যাক অনির্বাণ মান্নাও। অধিনায়ক প্রহ্লাদ রায় এবং চণ্ডীগড়ের রবিন ছেত্রীকে সামনে রেখে দল সাজাচ্ছেন মোহন কোচ দীপক বেরা। বৃহস্পতিবার সকালে অনুশীলন করিয়ে ফিরে বললেন, “একে তো ডার্বি। তার ওপর আই লিগের পরের পর্বে যাওয়ার জন্য ম্যাচটা খুবই গুরুত্বপূর্ণ।”
ইস্টবেঙ্গল কোচ তরুণ দে আবার ডার্বির নানা ঘটনা, নিজের অভিজ্ঞতার গল্প বলে ফুটবলারদের তাতাচ্ছেন। যদিও আই লিগের আগে ইতিমধ্যেই দু’টি টুর্নামেন্ট খেলে ফেলেছে ইস্টবেঙ্গল। যে জন্য লাল-হলুদ কোচের দাবি, “ফুটবলাররা ক্লান্ত। পাশাপাশি চোটের জন্যও বেশ কয়েকজনকে পাওয়া যাবে না। তবে ডার্বি আমাদের জিততেই হবে।” |