ওয়েবসাইটে তথ্য নেই, ইন্দিরা আবাস জট সবংয়ে
জেলার ২৮টি ব্লক থেকে অনলাইনে প্রাপক তালিকা নথিভুক্ত হয়েছে। হয়নি শুধু সবংয়ে। আর তার জেরে ইন্দিরা আবাস যোজনার প্রাপ্য থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কা দেখা গিয়েছে এই ব্লকে। এই ঘটনায় কংগ্রেস পরিচালিত পঞ্চায়েত সমিতির বিরুদ্ধে অভিযোগ তুলেছে তৃণমূল। ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত অতিরিক্ত সময়সীমা দিলেও সবংয়ে অনলাইনে নথিভুক্তির কাজ একাংশও হয়নি বলে জানা গিয়েছে। এ কথা স্বীকার করেছে সংশ্লিষ্ট পঞ্চায়েত সমিতি। সময়সীমা পেরিয়ে যাওয়ায় আগামী সপ্তাহে এ ব্যাপারে পদক্ষেপ করা হবে বলে জানিয়েছে জেলা পরিষদ।
নিয়মানুযায়ী ব্লকের বিপিএল তালিকা থেকে ইন্দিরা আবাস যোজনায় প্রাপকদের নাম বাছাই করে ওয়েবসাইটে আপলোড করার কথা ছিল সংশ্লিষ্ট পঞ্চায়েত সমিতির। এ ক্ষেত্রে নজরদারির দায়িত্ব ব্লক প্রশাসনিক আধিকারিকের। তারপর তালিকা যাচাই করার কথা নির্বাহী আধিকারিকের। সেই মতো আগামী মার্চের মধ্যে ৫১১ জন প্রাপকের নাম সবং ব্লক থেকে নথিভুক্ত করার কথা। প্রাপকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টও খোলাও বাধ্যতামূলক। তবে কাজের সিংহভাগই এখনও হয়নি বলে ব্লক সূত্রে খবর। জেলা পরিষদের দাবি, সবং বাদে বাকি ২৮টি ব্লক এই প্রক্রিয়া সমাপ্ত করে ফেলেছে। প্রথম পর্যায়ে জানুয়ারি পর্যন্ত সময়সীমা থাকলেও অনেক ব্লকই তার মধ্যে কাজ গুছিয়ে উঠতে না পারায় ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত সময়সীমা বাড়ানো হয়েছিল। তারপরেও জেলা পরিষদের হিসেব বলছে, সবংয়ে এখনও পর্যন্ত প্রায় ৬১ জনের তালিকা নথিভুক্ত হয়েছে।
জেলায় এই মুহূর্তে একমাত্র সবং পঞ্চায়েত সমিতিই রয়েছে বিরোধীদের দখলে। ফলে, এই ঘটনায় রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। সবং থেকে নির্বাচিত জেলা পরিষদ কর্মাধ্যক্ষ তৃণমূলের অমূল্য মাইতির অভিযোগ, “বারবার সময়সীমা বাড়ালেও সবং পঞ্চায়েত সমিতির গাফিলতিতে প্রাপকদের তালিকা এখনও আপলোড করা হয়নি। শুধু ইন্দিরা আবাস নয়, বিধবা, বার্ধক্য, প্রতিবন্ধী ভাতার ক্ষেত্রেও সময়সীমার মধ্যে তা আপলোড করা হয়নি। এর ফলে সবংয়ের গরিব মানুষ বঞ্চিত হবেন।”
কেন সময়সীমা বাড়ানোর পরেও কাজ করা গেল না?
সবং পঞ্চায়েত সমিতির সভাপতি কংগ্রেসের অমল পণ্ডা জানান, ২০১০ সালের বিপিএল তালিকা নিয়ে একমাত্র সবংয়ে অভিযোগ উঠেছিল। সেই তালিকা পর্যালোচনার পরে সংশোধিত হয়ে ২০১৩ সালের শেষ দিকে গৃহীত হয়। ফলে অন্য ব্লকের সঙ্গে সবংয়ের এ ক্ষেত্রে ফারাক হবেই। তাই এই দু’মাসের মধ্যে তালিকা আপলোডের সময় পাওয়া যায়নি। এখনও পর্যন্ত অনলাইনে তালিকা আপলোড না হওয়ার কথা স্বীকার করে সবংয়ের বিডিও বিকাশ মজুমদার বলেন, “কিছু সমস্যায় আমরা করে উঠতে পারিনি। ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা, বাড়ির ছবি তোলার জটিলতা রয়েছে। আশা করছি কিছুদিন সময় পেলে অনেকটা এগিয়ে যাব।”
ফের কি সময়সীমা বাড়ানো হবে?
জেলা পরিষদের সভাধিপতি উত্তরা সিংহ জানান, কিছু ব্লকে সমস্যা থাকায় ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত সময়সীমা বাড়ানো হয়েছিল। তা-ও সবং পঞ্চায়েত সমিতি তালিকা আপলোড করেনি। এই পরিস্থিতিতে সোমবার ওই ব্লকে বিজ্ঞপ্তি দিয়ে পদক্ষেপ করা হবে বলে সভাধিপতি জানিয়েছেন।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.