ভাইকে খুনের অভিযোগ
নিজস্ব সংবাদদাতা • কাটোয়া |
ভাইকে খুনের অভিযোগ উঠল দাদার বিরুদ্ধে। বুধবার রাত ১১টা নাগাদ কাটোয়া শহরের কেশিয়া এলাকায় ঘটনাটি ঘটে। মৃত যুবকের নাম বাপন শেখ (২১)। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বেশ কিছু দিন ধরেই কেশিয়ার গড়পাড়ায় বাপন শেখ ও তাঁর দাদা রিপনের মধ্যে পারিবারিক দ্বন্দ্ব চলছিল। এ দিন দুপুরেও দু’জনের হাতাহাতি বাধে। বাপনের মাথাও ফেটে যায়। রাতে কাজ সেরে ফেরার পরে আবার বচসা শুরু হয়। |
শোকার্ত বাপন শেখের স্ত্রী ও ছেলে।—নিজস্ব চিত্র। |
রিপন বাপনের বুকে ছুরি দিয়ে আঘাত করে বলে অভিযোগ। তাকে আটকাতে গিয়ে হাতে চোট পায় বাপনের স্ত্রী স্বপ্না। ওই অবস্থাতেই ভ্যানে চাপিয়ে কাটোয়া মহকুমা হাসপাতালে আনা হয় বাপন শেখকে। তবে জরুরি বিভাগের চিকিৎসক জানান, তাঁর মৃত্যু হয়েছে। পরে বাপন শেখের মা আনারকলি বিবি কাটোয়া থানায় রিপনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। পুলিশ জানিয়েছে, ঘটনার পর থেকেই পুলিশ এলাকাছাড়া। তাঁর খোঁজ চলছে।
|
ঝুলন্ত দেহ
নিজস্ব সংবাদদাতা • পূর্বস্থলী |
অস্বাভাবিক মৃত্যু হয়েছে এক যুবকের। বুধবার পূর্বস্থলীর জাহান্নগর পঞ্চায়েতের বেতপুকুর গ্রামের ঘটনা। মৃতের নাম কানাইলাল দেবনাথ (৪৫)। স্থানীয় এক লগ্নি সংস্থার এজেন্ট তিনি। পুলিশ জানায়, বেতপুকুর মোড়ে একটি দর্জির দোকান রয়েছে কানাইবাবুর। তার ফাঁকেই গত পাঁচ বছর ধরে একটি লগ্নি সংস্থার হয়ে কাজ করতেন। তাঁর পরিবারের দাবি, সারদা-কাণ্ডের পরে লগ্নি সংস্থায় টাকা দিতে অনেকেই ইতস্তত করতেন। টাকা তুলে নেওয়ার জন্যও চাপ দিতে থাকেন অনেকে। ফলে মানসিক অশান্তিতে ছিলেন কানাইবাবু। এ দিন বিকেলে সাড়া না পেয়ে বাড়ির লোকজনেরা ডাকাডাকি শুরু করেন। পরে জানালা খুলে তাঁর ঝুলন্ত দেহ দেখতে পান তাঁরা। |