চুরির ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ যাঁদের আটক করেছে তাঁরা আসলে দোষি নয়, এই দাবিতে বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে কালনা ১ ব্লকের বুলবুলিতলা ফাঁড়ির সামনে পথ অবরোধ করলেন স্থানীয় বাসিন্দারা। ঘণ্টা দেড়েক অবরোধ চলে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুলবুলিতলা বাজার ও লাগোয়া এলাকায় মাস দু’য়েক ধরেই একের পর এক চুরির ঘটনা ঘটছে। সপ্তাহ দুয়েক আগেই দুই দোকানের দরজা ভেঙে আলুর বস্তা, টিভি থেকে নানা সরঞ্জাম নিয়ে পালায় দুষ্কৃতীরা। বাজার সমিতির তরফে ক্ষোভ প্রকাশ করাও হয় এই ঘটনায়। স্থানীয়রা জানান, বুধবার রাতে ফের মোসলেম শেখ নামে এক ব্যবসায়ীর গুদাম থেকে বেশ কয়েক হাজার আলুর বস্তা নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। |
চলছে বিক্ষোভ। —নিজস্ব চিত্র। |
বৃহস্পতিবার সকালে ঘটনাটি পাশের বুলবুলিতলা ফাঁড়িতে জানানো হয়। পুলিশ তদন্তে নেমে স্থানীয় উৎরা গ্রাম থেকে সন্দেদের বশে দু’জনকে আটক করে। তারপরেই তাঁদের ছেড়ে দেওয়ার দাবিতে ফাঁড়ির সামনে পথ অবরোধ করেন স্থানীয় মানুষ। দুপুর দেড়টা নাগাদ পুলিশের হস্তক্ষেপে অরবোধ ওঠে। পরে অবশ্য ওই দু’জনকে গ্রেফতারও করে পুলিশ। ধৃতদের নাম, বিধান সর্দার ও খোকন শেখ। সুলতানপুর পঞ্চায়েতের প্রধান সুকুর শেখ বলেন, “কারা অবরোধ করেছেন জানি না। তবে আমরা পুলিশের কাজে হস্তক্ষেপের পক্ষপাতি নই। পুলিশকে দ্রুত দোষিদের গ্রেফতার ও খোওয়া যাওয়া সামগ্রী উদ্ধার করতে বলা হয়েছে।” কালনার এসডিপিও ইন্দ্রজিৎ সরকার জানান, বুলবুলিতলার চুরির ঘটনায় দু’ জনকে গ্রেফতার করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে। |