টুকরো খবর
ভাঙচুরের অভিযোগ
পরিষেবা নিয়ে বচসায় ইন্টারনেট সরবরাহকারী একটি সংস্থার দফতরের ভাঙচুর চালানোর অভিযোগ উঠেছে মালদহ মেডিক্যাল কলেজের কিছু ছাত্রের বিরুদ্ধে। বুধবার ইংরেজবাজার থানার কাছে মহিলা মহাবিদ্যালয় রোডে ঘটনাটি ঘটে। ছাত্ররা ওই সংস্থার একাধিক ল্যাপটপ ও সমস্ত আসবাব ভেঙে গুড়িয়ে দিয়েছে বলে অভিযোগ। সংস্থার তরফে মেডিক্যাল কলেজের ছাত্রদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। পাল্টা ওই ছাত্ররাও ওই নেট সংস্থার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। জেলা পুলিশ সুপার রাজেশ যাদব বলেন, “দুইটি অভিযোগই পুলিশ তদন্ত করে দেখছে।” পুলিশ সূত্রে জানা গিয়েছে, মালদহ মেডিক্যাল কলেজের কিছু ছাত্র ওই সংস্থার সংযোগ নিয়েছিলেন। ছাত্রদের অভিযোগ, সংযোগ নেওয়ার পর থেকেই পরিষেবা ঠিক ছিল না। এ দিন দ্বিতীয় বর্ষের চার জন ছাত্র অভিযোগ জানাতে গেলে তাঁদের গালিগালাজ করে ধাক্কা দিয়ে দফতর থেকে বার করে দেওয়া হয়। এর পরে হস্টেলের ছাত্ররা গিয়ে সেখানে প্রতিবাদ জানিয়েছেন। কেউ ভাঙচুর করেননি। ওই সংস্থার পক্ষে হেমাঙ্গ বিশ্বাস জানান, কলেজের এক জন ছাত্র নেটের লাইন নিচ্ছে। সেই লাইন থেকে অন্যদের ঘরে সংযোগ নেওয়া হচ্ছে। এতে ইন্টেরনেটের গতি কমে যাচ্ছে। ছাত্ররা দফতরের কর্মীদের গালাগাল করছেন। সংযোগ কাটলে ছাত্রদের দফতরে হামলা চালায়।

অর্থের সমস্যায় ‘মিস্টার ইন্ডিয়া’
‘মিস্টার ইউনিভার্স’ প্রতিযোগিতায় ডাক পেয়েও দক্ষিণ কোরিয়ায় যাওয়া নিয়ে দুশ্চিন্তায় দিনহাটার অয়ন দত্ত। ২১ জুন দক্ষিণ কোরিয়ার সিওলে প্রতিযোগিতার আসর বসবে। সম্প্রতি অয়নবাবুকে ন্যাশনাল অ্যামেচার বডি বিল্ডার্স অ্যাসোসিয়েশন অ্যান্ড ওয়ার্ল্ড ফিটনেস ফেডারেশন অব ইন্ডিয়া -র সভাপতি ধীরাজমোহন দাস এক চিঠি দিয়ে বিষয়টি জানিয়েছেন। ৩১ মার্চের মধ্যে অয়নকে যাওয়ায় বিষয় নিশ্চিত করতে বলা হয়েছে। কিন্তু তাঁর যাতায়াতের বিমান ভাড়ার খরচ ও প্রস্তুতি মিলিয়ে এ জন্য ৫ লক্ষ টাকা দরকার। ওই টাকার সংস্থান করা না গেলে কিভাবে ওই প্রতিযোগিতায় যাবেন তা ভেবে কূলকিনারা পাচ্ছেন না পেশায় প্রাথমিক শিক্ষক অয়নবাবু। কোচবিহারের জেলাশাসক মোহন গাঁধী বলেন, “ক্রীড়া দফতরের সঙ্গে যোগাযোগ করে সাহায্যের উদ্যোগ নিচ্ছি।” অয়নবাবুর বাড়ি দিনহাটার কলেজপাড়ায়, সিতাইয়ের কায়েতের বাড়ি প্রাথমিক স্কুলের শিক্ষক। অয়ন ২০০০ সাল থেকে দেহসৌষ্ঠব চর্চা শুরু করেন। গত বছর নভেম্বর মাসে গুয়াহাটিতে দেহসৌষ্ঠব প্রতিযোগিতায় ‘মিস্টার ইন্ডিয়া’ খেতাব জিতে নজরে পড়েন। ওই সূত্র ধরেই তিনি এবার ‘মিস্টার ইউনিভার্স’ প্রতিযোগিতায় ডাক পেয়েছেন। অয়ন বলেন, “৭ জুন আয়ার্ল্যান্ডের বেলফাস্টে মিস্টার ওয়ার্ল্ড ও ২১ জুন দক্ষিণ কোরিয়ার সিওলে মিস্টার ইউনিভার্স-এ ডাক পেয়েছি। সাহায্য না পেলে সেখানে অংশগ্রহণ করা সম্ভব হবে না।”

দলবদল কোচবিহারে
দলে যোগদান করা বাম কাউন্সিলরকে নিয়ে আবির খেললেন তৃণমূল সমর্থকরা। বুধবার দুপুরে মেখলিগঞ্জের বাম কাউন্সিলরদের তথা পুরসভার ভাইস চেয়ারম্যান অমিতাভ রায় কলকাতা থেকে মেখলিগঞ্জে ফেরেন। এর পরেই তাঁকে নিয়ে উল্লাসে মেতে উঠেন তৃণমূল কংগ্রেস সমর্থকেরা। বাজার এলাকায় মিছিল, পথসভাও হয়। মেখলিগঞ্জ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি লক্ষ্মীকান্ত সরকার জানান, “আমাদের দলে যোগ দেওয়া চার জন কাউন্সিলর বৃহস্পতিবার মেখলিগঞ্জে ফিরবেন। সবাইকে সংবর্ধনা দেওয়া হবে।” গত সোমবার কলকাতার তৃণমূল ভবনে মেখলিগঞ্জ পুরসভার ৫ জন কাউন্সিলর তৃণমূলে যোগ দেন। এদের মধ্যে সিপিএমের ২ জন, ফরওয়ার্ড ব্লকের ২ জন ও কংগ্রেসের ১ জন রয়েছেন। পাঁচ কাউন্সিলরকে দলে টেনে পুরসভা দখলের লক্ষ্যে এগোচ্ছে তৃণমূল। এ দিন ফরওয়ার্ড ব্লকের পক্ষ থেকে মেখলিগঞ্জ বাজারে পথসভা হয়। মেখলিগঞ্জের ফরওয়ার্ড ব্লক বিধায়ক পরেশ অধিকারী বলেন, “টাকা ও চাকরির টোপ দেখিয়ে কাউন্সিরদের ভাঙানো হয়েছে।”

এগিয়ে মেয়েরা
ছেলেদের ফেলে এগিয়ে গেল মেয়েরা। এবারের মাধ্যমিক পরীক্ষায় কোচবিহার জেলায় অংশ নেবে ৪৩ হাজার ১৯৫ জন পরীক্ষার্থী। এদের মধ্যে ছাত্রীর সংখ্যা ২৪ হাজার ৪২০ জন। ছাত্রের সংখ্যা ১৮ হাজার ৭৭৫ জন। ছেলেদের তুলনায় ৫ হাজার ৬৪৫ জন মেয়ে বেশি। আগামী ২৪ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু হবে। পরীক্ষা শেষ হবে ৬ মার্চ। মধ্যশিক্ষা পর্ষদের কোচবিহার জেলা মনিটরিং কমিটির আহ্বায়ক পার্থপ্রতিম রায় বলেন, “নতুন সরকার ক্ষমতায় আসার পর থেকে মেয়েদের শিক্ষার ব্যাপারে উদ্যোগী হয়েছে। মেয়েরা বেশি সংখায় শিক্ষার ক্ষেত্রে এগিয়ে এসেছে। এ জন্য মুখ্যমন্ত্রীর কন্যাশ্রী সহ নানা প্রকল্পের ভূমিকা আছে।”

স্পেশাল ট্রেন না চালানোয় ক্ষোভ হলদিবাড়িতে
হুজুর সাহেবের মেলা উপলক্ষে রেল স্পেশাল ট্রেন না চালানোয় ক্ষোভ দেখা দিয়েছে হলদিবাড়িতে। বাসিন্দারা জানান, গতবার রেল এনজেপি এবং হলদিবাড়ির মধ্যে একাধিক স্পেশাল ট্রেন চালিয়েছিল। এ বার তা না হওয়ায় বুধবার বিকেলে এনজেপি যাওয়ার প্যাসেঞ্জার ট্রেনে প্রচুর ভিড় হয়। হলদিবাড়ি স্টেশনে ট্রেনটি আসার আগেই অনেকে বিপজ্জনকভাবে লাইনের পাশে দাঁড়িয়ে পড়েন। ছবি তুলেছেন রাজা বন্দ্যোপাধ্যায়।

যান নিয়ন্ত্রণের দাবি
যান নিয়ন্ত্রণে ইসলামপুর শহরের ৩১ নম্বর জাতীয় সড়কের উপর রয়েছে আধুনিক ট্রাফিক সিগন্যাল ব্যবস্থা। তবে বিধি না মেনেই বেশির ভাগ এলাকায় অবাধে গাড়ি চলাচল করছে বলে অভিযোগ। সেই সঙ্গে জোরে গাড়ি চালানো ও ওভারটেকিং-এর জেরে প্রায় ঘটছে দুর্ঘটনা। বাসিন্দাদের অভিযোগ, শহরের মধ্যে দিয়ে জাতীয় সড়ক। অধিকাংশ স্কুল ও কলেজ এই সড়কের দুই পাশেই। অথচ যান চলাচলের নির্দেশিকা, ডিভাইডার নেই। পুর চেয়ারম্যান কানাইয়ালাল অগ্রবাল বলেন, “শহরে যান চলাচল নিয়ন্ত্রণ জরুরি। বিষয়টি নিয়ে পুলিশ প্রশাসনের সঙ্গে আলোচনায় বসতে হবে।”





First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.