তথ্য সংগ্রহে পথে নামবে পুর-প্রশাসন
বালুরঘাটের ভাড়া বাড়ি, মেস বাড়ির বাসিন্দাদের পরিচয় ও তথ্য সংগ্রহের সিদ্ধান্ত নিয়েছে পুলিশ ও পুরসভা। সীমান্তবর্তী এ জেলা শহরের নিরাপত্তা বাড়ানোর পাশাপাশি অপরাধ রোধে ওই উদ্যোগ নেওয়া হয় বলে বুধবার পুলিশ সুপার প্রসূন বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন। তিনি বলেন, “বড় শহরে মেস বা ভাড়াবাড়িতে বসবাস করা বহিরাগতদের সম্পর্কে পুলিশের কাছে তথ্য থাকে। বালুরঘাটে এ সম্পর্কে পুলিশ পুরো অন্ধকারে। ফলে প্রতিটি বাড়ি ও মেসবাড়ির মালিককে নির্দিষ্ট ফর্মে ভাড়াটিয়ার পরিচয় ও তথ্য পুরসভাকে জানাতে হবে। পুলিশের কাছে ওই তথ্য থাকবে।”
পুলিশ জানায়, সম্প্রতি বালুরঘাট শহরে প্রতারণা ও মহিলা ঘটিত বেশ কয়েকটি অপরাধে পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করে। তদন্তে এমন বহিরাগতদের জড়িত থাকার তথ্য পায় পুলিশ। যারা নাম ও পরিচয় ভাড়িয়ে শহরে ভাড়া বাড়িতে থেকে দিনের পর দিন থেকে অসামাজিক কাজকর্ম করছিলেন বলে অভিযোগ। সেইসঙ্গে চাকরি কিংবা ভাল কাজ দেওয়ার নাম গ্রামগঞ্জের যুবতী ও মহিলাদের ফুঁসলে দেহ ব্যবসার মত চক্রও শহরে সক্রিয় হয়ে উঠেছে। বালুরঘাট থানা সূত্রের খবর, কয়েকদিন আগে শহরের একটি লজে হানা দিয়ে দুই যুবককে পুলিশ ধরে তাদের কাছ থেকে বেশকিছু সরকারি ও বেসরকারি সংস্থায় ভুয়ো চাকরির নিয়োগপত্র উদ্ধার হয়। তদন্তে নেমে দমদম বিমানবন্দরের এক কর্মীকে ধরা হয়। গত সপ্তাহে বালুরঘাট রেলস্টেশনের রাস্তায় পার্কিং করে রাখা গাড়ির মধ্যে থেকে অশালীন কাজের অভিযোগে শহরের ৩ যুবক সহ পুলিশ দক্ষিণ ২৪ পরগণার এক যুবতীকে গ্রেফতার করে। তার আগে ভিন রাজ্যের বাসিন্দা এক অপরাধীকে ভাড়া বাড়িতে রেখে শহরে দীর্ঘদিন ধরে তোলাবাজি চালানোর অভিযোগও পুলিশ পায়। শহরে মঙ্গলপুর এলাকায় এক স্বেচ্ছাসেবী সংস্থার কর্মকর্তা বলে এক মহিলাকে সামনে রেখে কাজের প্রলোভন দিয়ে লোক ঠকানোর অভিযোগও পুলিশ পায়। অভিযুক্ত দুই বহিরাগত দম্পতি পালিয়ে যান। বাড়ি ভাড়া নিয়ে ওই সব কার্যকলাপ হলেও বাড়ির মালিকের কাছে ভাড়াটিয়া সম্পর্কে কোনও তথ্য ছিল না।
বালুরঘাট পুরসভার অধীন ২৫টি ওয়ার্ডে শহরের লোকসংখ্যা প্রায় দেড় লক্ষ। পুরসভা চেয়ারম্যান ইন কাউন্সিল দেবজিৎ রুদ্র জানিয়েছেন, শহর জুড়ে বাড়ির সংখ্যা ১৮ হাজারের বেশি। এর মধ্যে কত বাড়িতে ভাড়া রয়েছে, মেস বাড়ি কত, তার বাসিন্দাদের নাম পরিচয় সহ প্রয়োজনীয় তথ্য বাড়ির মালিকদের জানাতে হবে। প্রথম দফায় প্রচার চলবে। এর পর পুরসভা থেকে টিম করে ওয়ার্ডে ঘুরে ওই তথ্য সংগ্রহ করা হবে। আজ বৃহস্পতিবার পুলিশকে নিয়ে বৈঠক হবে। বৈঠকে শহরের নাগরিকদেরও ডাকা হয়েছে। ২২ ও ২৩ ফেব্রুয়ারি বিষয়টি নিয়ে বালুরঘাট পুরসভা শহরে মাইক প্রচার করবে।





First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.