জমে উঠেছে পাঁচরোল মেলা
মাঘী পূর্ণিমা উপলক্ষে এগরার পাঁচরোল স্কুল ময়দানে শুরু হয়েছে পাঁচরোল গ্রামীণ মেলা-২০১৪। মঙ্গলবার রাত থেকে দেড়শ বছরের প্রাচীন গোবিন্দ জিউর মন্দিরের পাশে এই মেলা শুরু হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন পূর্ব মেদিনীপুর জেলার সভাধিপতি মধুরিমা মণ্ডল। অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন এগরা থানার ওসি মদনমোহন রায়ও। প্রধান ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণীসম্পদ কর্মাধ্যক্ষ দেবব্রত দাস, এগরা-১ পঞ্চায়েত সমিতির সভাপতি অমিয় রাজ, জেলা পরিষদ সদস্য রাধানাথ মিশ্র, বিজন সাউ, পাঁচরোল গ্রাম পঞ্চায়েত প্রধান আব্দুল গফফর কাজী, এগরা থানার ওসি মদনমোহন রায় প্রমুখ।
এগরার পাঁচরোল স্কুল ময়দানে চলছে মেলা। ছবি: সোহম গুহ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, চলতি বছরে একুশ বছরে পা দিল পাঁচরোলের এই মেলা। বদলে গিয়েছে সময়, তার সঙ্গে বদলে গিয়েছে মেলার রূপও। সময়ের পরিবতর্নের সঙ্গে সঙ্গে তাল মিলিয়ে পুরনো এই গ্রামীণ মেলা আজ গ্রাম আর আধুনিকতার মেলবন্ধনে আধুনিক মিলন মেলায় পরিণত হয়েছে। অতীতের গ্যাসবাতি আর হ্যাজাক লাইটের জায়গায় আজ স্থান পেয়েছে হাজার হাজার ওয়াটের অতি আধুনিক বৈদ্যুতিক আলো। এজন্য তরুণ মেলা উদ্যোক্তাদের অক্লান্ত পরিশ্রম আর ঐকান্তিক প্রচেষ্টার প্রশংসা করেন বক্তব্য রাখেন উদ্বোধক থেকে উপস্থিত আমন্ত্রিত অতিথির সকলেই।
মণ্ডপ আর তোরণের পাশাপাশি বসেছে মেলার আসর। যেখানে পাশাপাশি শোভা পাচ্ছে সুদৃশ্য কারুকার্যয় কুটির ও হস্তশিল্পের সম্ভারখাদি আর তাঁতের কাপড় থেকে আধুনিক ফ্যাশনের শাড়িও। সঙ্গে রয়েছে কাঁসা-পিতলের বাসন, পাঁচরোলের ঐতিহ্যমণ্ডিত শাঁখাশিল্পের সম্ভার, ঘর সাজানোর বেতের সামগ্রী, এমনকী রূপচর্চার নানা উপকরণও। তবে এই সব জিনিসের সঙ্গেই পাল্লা দিয়ে রয়েছে তেলেভাজা, তালপাতার ভেঁপু থেকে হরেক রকমের মাটির পুতুলের পসরা। এগরোল, চাউমিনের দোকানে খুদেদের সঙ্গে ভিড় জমিয়েছেন বড় খাদ্যরসিকরাও। সংস্কৃতি বিকাশের জন্য প্রতিদিনেই আয়োজন করা হয়েছে বহিরাগত ও স্থানীয় শিল্পীদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের। দুপুর থেকে রাত পযর্ন্ত চলা এই মেলায় মিশে গিয়েছেন হাল ফ্যাশনের আধুনিক নব্য যুবক থেকে ঘোমটা টানা গাঁয়ের বধূও। এই কারণেই হয়তো মেলার আর এক নাম মিলন।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.