আম আদমি পার্টির আর্থিক নীতি নিয়ে তোপ কারাটের
‘পুঁজিবাদের বিরুদ্ধে নই’ বলার পরে দু’দিনও কাটল না। অরবিন্দ কেজরীবালের বিরুদ্ধে মাঠে নেমে পড়লেন প্রকাশ কারাট। আম আদমি পার্টির মতাদর্শকে আক্রমণ করে কারাটের বক্তব্য, কংগ্রেস ও বিজেপি যে নয়া উদারবাদী নীতি মেনে চলে, কেজরীবালদের নীতি তার থেকে আলাদা নয়।
সোমবার বণিকসভা সিআইআই-এর সম্মেলনে গিয়ে অরবিন্দ কেজরীবাল জানান, তাঁর দল পুঁজিবাদের বিরোধী নয়। দিল্লির মুখ্যমন্ত্রী অম্বানী ভাইদের সঙ্গে সংঘাতে জড়িয়েছিলেন কেজরীবাল। তখন শিল্পমহলে প্রশ্ন উঠেছিল, তিনি কি পুঁজিবাদের বিরুদ্ধে? কেজরীবাল বলেন, তিনি শুধু মুনাফাখোর পুঁজিবাদের বিরুদ্ধে। ওই সম্মেলনে আম আদমি পার্টির আর্থিক নীতিও ব্যাখ্যা করেছিলেন তিনি। সেই আর্থিক নীতি নিয়েই আজ প্রশ্ন তুলেছেন সিপিএমের সাধারণ সম্পাদক। তাঁর বক্তব্য, কংগ্রেস ও বিজেপি-র বাইরে কোনও বিকল্প নীতিরই সন্ধান দিতে পারছে না আম আদমি পার্টি।
লোকসভা নির্বাচনের আগে ধর্মনিরপেক্ষ আঞ্চলিক দলগুলিকে নিয়ে ফের অ-কংগ্রেসি, অ-বিজেপি জোট খাড়া করার চেষ্টা করছে সিপিএম নেতৃত্ব। সেই জোটে আম আদমি পার্টির স্থান হবে কি না, তা নিয়ে সিপিএম নেতারা বরাবর বলে এসেছেন, আপের নীতিটা কী, জানা দরকার। আর আম আদমি পার্টির ঘোষিত অবস্থান, নির্দিষ্ট কোনও মতাদর্শের বদলে যে পথে আমজনতার সমস্যার সমাধান হবে, তাঁরা সেটাই বেছে নেবেন। আজ কারাট এই নীতির বিরুদ্ধেই কলম ধরেছেন। দলীয় ইংরেজি মুখপত্রের আগামী সংখ্যায় প্রকাশিতব্য এক নিবন্ধে কারাট লিখেছেন, “এই তথাকথিক মতাদর্শহীন অবস্থান আসলে নানা নীতির মিশেলের উপর আপ-এর ঢাকনা। যা উদারবাদী নীতির থেকে আলাদা নয়।”
কারাটের এই আক্রমণকে অবশ্য রাজনীতির কারবারিরা ‘আঙুর ফল টক’-এর নমুনা হিসেবেও দেখছেন। কারণ সিপিএম যেখানে আম আদমি পার্টিকে সঙ্গে নেওয়ার বিষয়ে নানা প্রশ্ন তুলছে, সেখানে আপ-এর নেতারাই বলছেন, তাঁরা সিপিএমের সঙ্গে যাবেন না। আপ-এর তাত্ত্বিক নেতা যোগেন্দ্র যাদবও জানিয়ে দিয়েছেন, বামেদের তৈরি অ-কংগ্রেসি, অ-বিজেপি জোটে যোগ দেওয়ার কোনও ইচ্ছেই তাঁদের নেই। এতেই কারাট চটেছেন বলে রাজনীতির কারবারিদের মত।
কারাট তাঁর নিবন্ধে অভিযোগ তুলেছেন, কেজরীবাল তথা আপ-এর অবস্থান পরস্পরবিরোধী। কেজরীবাল সিআইআই-সম্মেলনে জানান, তিনি ব্যবসায় সরকারের নাক গলানোর পক্ষে নন। কারাটের বক্তব্য, বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থার বেসরকারিকরণের বিরুদ্ধে ছিল আপ। অথচ কেজরীবাল বলছেন, তিনি সরকারের ব্যবসায় নাক গলানোর বিরুদ্ধে।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.