টুকরো খবর
প্রতারণার অভিযোগে ধৃত
ইস্পাত কারখানায় চাকরি করে দেওয়ার নাম করে প্রতারণার অভিযোগে কলকাতার বাসিন্দা এক ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ। বুধবার ধৃত জয়প্রকাশ দাসকে দুর্গাপুর আদালতে হাজির করানো হলে বিচারক সাত দিন পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দেন। পুলিশ তাঁর দুই সঙ্গীর খোঁজে তল্লাশি শুরু করেছে। পুলিশের দাবি, জেরায় ধৃত জানিয়েছেন রাজারহাটে তাঁদের একটি কনসালটেন্সি এজেন্সি আছে এবং টাকা দিলেই তাঁরা বিভিন্ন সংস্থায় চাকরি করে দেবেন। এর জন্য তাঁরা ইন্টারনেটে বিজ্ঞাপনও দেন। পুলিশ জানায়, টাকা দিলেই দুর্গাপুর ইস্পাত কারখানায় চাকরি হয়ে যাবে, এমন একটি বিজ্ঞাপন দেখে অন্ধ্রপ্রদেশের তিন ইঞ্জিনিয়ারিং ছাত্র জয়প্রকাশের সঙ্গে যোগাযোগ করেন। তাঁদের কাছ থেকে ধৃত চার লক্ষ টাকা করে দাবি করেন। সেই মতো যুবকেরা ৮০ হাজার টাকা দেন। কিন্তু টাকা দেওয়ার পরে জয়প্রকাশের গতিবিধির উপর সন্দেহ হয় ওই তিন যুবকের। তখন তাঁরা পুলিশের সঙ্গে যোগাযোগ করে। কমিশনারেট পুলিশের এক কর্তা জানিয়েছেন, এই খবর পাওয়ার পরই তাঁরা এই দলটিকে ধরার জন্য ফাঁদ পাতে। আরও টাকা দেওয়ার নাম করে জয়প্রকাশকে দুর্গাপুরে ডাকা হয়। সেই কথা মতো রবিবার জয়প্রকাশ তার আরও দুই সঙ্গীকে নিয়ে দুর্গাপুর মেনগেটের কাছে আসেন। সেই সময় পুলিশ জয়প্রকাশকে ধরে ফেললেও বাকি দু’জন গা ঢাকা দেয়। পুলিশ জানিয়েছে, ধৃতের কাছ থেকে প্রচুর এটিএম কার্ড, ক্রেডিট কার্ড উদ্ধার করা হয়েছে। কিছু টাকাও পাওয়া গিয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে একদিন পুলিশি হেফাজতে রাখা হয়েছিল।

পরিবহণ কর্মীদের বিক্ষোভ দুর্গাপুরে
জমায়েত। —নিজস্ব চিত্র।
৩০ দফা দাবিতে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার দুর্গাপুর কার্যালয়ে বিক্ষোভ দেখালেন আইএনটিটিইউসি অনুমোদিত সাউথ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের সদস্যরা। তাঁদের দাবি, অবসরপ্রাপ্ত কর্মীদের আবাসন ছাড়ার বিষয়ে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। গাড়ির যন্ত্রাংশ না থাকায় গাড়ি সময় মতো বের করা হচ্ছে না। বিক্রি কমে যাচ্ছে। শুধু তাই নয়, গ্যারাজে কর্মী থাকলেও বাইরে থেকে ইঞ্জিনের কাজ করানো হচ্ছে। অথচ গাড়িগুলি ঠিক মতো চলছে না বলে তাঁদের দাবি।

কর্মী-বিক্ষোভ
৩০ দফা দাবিতে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার দুর্গাপুর কার্যালয়ে বিক্ষোভ দেখালেন আইএনটিটিইউসি অনুমোদিত সাউথ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের সদস্যরা। তাঁদের দাবি, অবসরপ্রাপ্ত কর্মীদের আবাসন ছাড়ার বিষয়ে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। গাড়ির যন্ত্রাংশ না থাকায় গাড়ি সময় মতো বের করা হচ্ছে না। বিক্রি কমে যাচ্ছে। শুধু তাই নয়, গ্যারাজে কর্মী থাকলেও বাইরে থেকে ইঞ্জিনের কাজ করানো হচ্ছে। অথচ গাড়িগুলি ঠিকমতো চলছে না।

কোথায় কী

কাঁকসা

মাটি উৎসব। বিরুডিহা। দুপুর ২টো।

বর্ধমান

২১ তম বিজ্ঞান ও প্রযুক্তি কংগ্রেস। গোলাপবাগ। সকাল ১০টা।

আট বারের বিজয়ী কাউন্সিলর সমীর রায়কে নাগরিক সংবর্ধনা।
পাকার্স রোড মোড়। উদ্যোগ: নাগরিক মঞ্চ। বিকেল ৫টা।

দুর্গাপুর

হস্তশিল্প মেলা। গাঁধী ময়দান। সকাল ১১টা। উদ্যোগ: নর্থ ইস্টার্ণ
হ্যান্ডিক্রাফ্টস অ্যান্ড হ্যান্ডলুমস ডেভলপমেন্ট কর্পোরেশন লিমিটেড।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.