খেলার টুকরো খবর
 
ছ’বলে ছয় ছক্কা পুলিশের
পর পর ছ’ বলে ছটি ছক্কা মেরে রেকর্ড করলেন পুলিশের অলরাউন্ডার ফকরুদ্দিন সাজ্জাদ। মাত্র ১২ বলে তিনি করেন ৪৫ রান। তাতে সাজানো ছিল সাতটি ছক্কা। শুধু ব্যাটেই নয়, বল হাতেও তিনি ১১ রানের বিনিময়ে দু’টি উইকেট পেয়েছেন। বুধবার দ্বিতীয় ডিভিশন ক্রিকেটে সাজ্জাদের ক্লাব পুলিশ অ্যাথলেটিক ১১৮ রানে হারায় ন্যাশন্যাল স্পোর্টিং ক্লাবকে। এ দিন প্রথমে ব্যাট করে পুলিশ ২৫ ওভারে ৬ উইকেটের বদলে ২১৬ রান করে। সাজ্জাদ ছাড়াও বড় রান পেয়েছেন দেবাশিস নাথ (৪৮) ও কুলদীপ সরকার (৩৬)। ন্যাশানাল স্পোটির্ংয়ের অভিজিৎ চক্রবর্তী ২৭ রানে ৩ উইকেট দখল করেন। জবাবে ব্যাট করতে নেমে ন্যাশন্যাল করে ২৫ ওভারে ৬ উইকেট হারিয়ে ৯৮ রানের বেশি তুলতে পারেনি। ন্যাশানালের হয়ে সর্বোচ্চ রান করেন আকাশ প্রসাদ (২৩)। পুলিশ দলের অধিনায়ক সুদীপ বন্দ্যোপাধ্যায় ১৭ রানে ২ উইকেট দখল করেন। দ্বিতীয় ডিভিশনের অন্য খেলায় ওয়েস্ট বর্ধমান অ্যাথলেটিক ক্লাব ৬ উইকেটে হারিয়েছে রতন স্মৃতি সঙ্ঘকে। প্রথমে ব্যাট করে রতন স্মৃতি সঙ্ঘ ৩১.৩ ওভারে ১৬২ রান করে। দলের শৌভিক বালা করেন ২৬ রান। ওয়েস্ট বর্ধমানের সাগর দে ২২ রানে ৩ উইকেট ও সচিন ওরাং ২০ রানে ৩ উইকেট দখল করেন। পরে ওয়েস্ট বর্ধমান ৩২.৫ ওভারে করে ৪ উইকেটে ১৬৬ রান করে। রতন স্মৃতি সঙ্ঘের অনিয়ন্ত্রিত বোলিং ও বাজে ফিল্ডিংয়ের জন্য ওয়েস্ট বর্ধমান তাদের ইনিংসে ৭০ রান অতিরিক্ত পায়। দলের শমিক দত্ত করেন ৪৬। ইতিমধ্যেই দ্বিতীয় ডিভিশনের সুব্রত স্মৃতি সঙ্ঘ, পারবীরহাটা নেতাজি সঙ্ঘ, বড়নীলপুর চৌরঙ্গী ক্লাব ও তেজগঞ্জ ক্রীড়া চক্র সুপার ফোরে উঠেছে।

কালনা কলেজে বার্ষিক ক্রীড়া
বুধবার থেকে কালনা শহরের অঘোরনাথ পার্ক স্টেডিয়ামে শুরু হল কালনা কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। কলেজ সূত্রে জানা গিয়েছে, এ বছর ২৫টি বিভাগে প্রায় ৫০০ জন প্রতিযোগী যোগ দিয়েছেন। এ দিন ছাত্র ও ছাত্রীদের উভয় বিভাগে দৌড়, জ্যাবলিন থ্রো, হাইজাম্প, লং জাম্প, শটপাট-সহ বেশ কিছু ইভেন্ট হয়। আজ, বৃহস্পতিবার রোড রেস, স্লো-সাইকেল-সহ বেশ কিছু ইভেন্ট রয়েছে। আগামী ২৬ ফেব্রুয়ারি দুর্গাপুর গর্ভরমেন্ট কলেজে একটি ক্রীড়া প্রতিযোগিতা হবে। সেখানে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের আওতায় থাকা সব কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার প্রথম ও দ্বিতীয় স্থানাধিকারীরা যোগ দেবেন।

প্রথম ডিভিশনে জয়ী একত্রিত
দুর্গাপুরের ডিসিসি মাঠে মহকুমা ক্রীড়া সংস্থার ক্রিকেট প্রতিযোগিতার একটি দৃশ্য। —নিজস্ব চিত্র।
মহকুমা ক্রীড়া সংস্থা আয়োজিত প্রথম ডিভিশন ক্রিকেট লিগের বুধবারের খেলায় বিজয়ী হল একত্রিত এসি। ডিসিসি মাঠে তারা ফুলবাগান এসআরসিকে ৫৩ রানে হারায়। প্রথমে ব্যাট করে একত্রিত নির্ধারিত ওভারে ২১৭ রান তোলে। আবু সুফিয়ান হোদা ৯৩ রান করেন। জবাবে ফুলবাগান ১৬৪ রানের বেশে করতে পারেনি। বিশ্বজিৎ মুসীব ৩৫ রান করেন। খেলা পরিচালনা করেন রামদেব প্রসাদ ও শ্যামসুন্দর মন্ডল।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.