চার বছরে বাতিল ২৬ রুট, বেহাল ডিপো
চালক ও কন্ডাক্টরের অভাবের সঙ্গে যোগ হয়েছে যন্ত্রাংশ সরবরাহের সমস্যা। আর এর জেরেই চার বছরে বাতিল হয়ে গিয়েছে ২৬টি রুটে বাস চলাচল।
এই চিত্র উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের (এনবিএসটিসি) রায়গঞ্জ ডিপোর। দূরপাল্লা ও লোকাল মিলিয়ে ২৬টি রুটে বাস চলাচল বাতিল হয়ে যাওয়ায় একদিকে যেমন নিগমের আয় কমছে, তেমনই যাত্রীরাও প্রতিদিনই দুর্ভোগে পড়ছেন। নিগমের রায়গঞ্জের ডিভিশনাল ম্যানেজার সুবীর সাহা এই বিষয়ে কোনও মন্তব্য করতে চাননি। নিগমের বোর্ড সদস্য তিলক চৌধুরী দাবি, “আর্থিক সঙ্কটের কারণে দীর্ঘদিন চাহিদা অনুযায়ী যন্ত্রাংশ কেনা সম্ভব হয়নি। পরিবহণ দফতর খুব শীঘ্রই যন্ত্রাংশের সরবরাহ স্বাভাবিক করে বিকল বাসগুলি মেরামত করে বন্ধ থাকা রুটগুলিতে বাস চালানোর সিদ্ধান্ত নিয়েছে। কর্মী নিয়োগও হবে।”
নিগম সূত্রের খবর, রায়গঞ্জ ডিপোর ৩০০ জন কর্মীর মধ্যে স্থায়ী ও চুক্তিভিত্তিক মিলিয়ে ১০২ জন চালক ও ৮১ জন কনডাক্টর। এরমধ্যে ৩৫ জন অসুস্থ। চালক ও কনডাক্টরের ৫০টি পদ দীর্ঘদিন ধরে শূন্য। ২০১১ সালের পরে নিগমে কর্মী নিয়োগ হয়নি। চার বছর আগে রায়গঞ্জ থেকে দূরপাল্লা ও লোকাল মিলিয়ে প্রতিদিন ৫২টি রুটে বাস চললেও বর্তমানে তা কমে ২৬টিতে দাঁড়িয়েছে। গত আড়াই বছরে রায়গঞ্জ ও কালিয়াগঞ্জ ডিপো থেকে দেওঘর, সুরুণ, কলকাতা, শিলিগুড়ি, ভরতপুর, নবদ্বীপ, কোচবিহার, বিষ্ণপুর, খড়্গপুর-সহ একাধিক রুটে বাস চলাচল বন্ধ। সম্প্রতি, বন্ধ হয়ে থাকা রায়গঞ্জ-মায়াপুর রুটে বাস চলছে।

বেহাল বাসের সারি এনবিএসটিসি-র রায়গঞ্জ ডিপোতে। —নিজস্ব চিত্র।
সংস্থার একাংশ অফিসার জানান, কোচবিহারের সদর দফতর থেকে রায়গঞ্জ ডিপোতে চাহিদা অনুযায়ী যন্ত্রাংশ সরবরাহ না হওয়ায় ৩০টি বাস বিকল হয়ে গিয়েছে। বর্তমানে ২৬টি রুটে ৩০টি বাস চলছে। আবার অনেক সময় বাস মেরামত, কর্মী ঘাটতিতে সেগুলিরও কয়েকটি বন্ধ থাকছে। ডিপোতে ৩০টি নতুন বাসের দরকার থাকলেও ২০১৩ সালে রাজ্য সরকার ডিপো কর্তৃপক্ষকে মাত্র দু’টি নতুন বাস বরাদ্দ করেছে। পাঁচ বছর আগে ডিপোয় দৈনিক প্রায় চার লক্ষ টাকা আয় হলেও বর্তমানে তা দাঁড়িয়েছে দু’লক্ষ।
নিগমের চালক ও তৃণমূল শ্রমিক কর্মচারী ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির নেতা কৌশিক দে জানান, বিভিন্ন ডিপোতে একেবারে বিকল হয়ে পড়া বাসগুলিকে নিলামের মাধ্যমে বিক্রির ব্যবস্থা করে নিগমকে আর্থিকভাবে স্বাবলম্বী করার প্রস্তাব দেওয়া হয়েছে। পরিবহণমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে। খুব শীঘ্রই নিগমকে ঘুড়ে দাঁড় করাতে একাধিক নতুন বাস ছাড়াও বন্ধ হয়ে থাকা বিভিন্ন বাস চালু হবে। কংগ্রেস প্রভাবিত নিগমের ওয়াকার্স ইউনিয়নের রায়গঞ্জ ডিপো সম্পাদক প্রণব বসাক বলেন, “বাম সরকারের গাফিলতি ও পরিকল্পনার অভাবের জেরে রায়গঞ্জ ডিপো রুগণ হয়ে পড়েছে।”
তবে সিপিএম প্রভাবিত নিগমের এমপ্লয়িজ ইউনিয়নের রায়গঞ্জ ডিপো সম্পাদক শান্তনু চন্দ বলেন, “কংগ্রেস ও তৃণমূল জোট গড়ে রাজ্যে ক্ষমতা দখল করলেও নিগম পরিচালনা করতে ব্যর্থ হয়েছে। সেই দায় পূর্বতন রাজ্য সরকারের ঘাড়ে চাপানোর চেষ্টা চলছে। মার্চের মধ্যে নিগমের হাল ফেরাতে পদক্ষেপ করা না হলে সংগঠনের তরফে উত্তরবঙ্গ জুড়ে আন্দোলনে করা হবে।”





First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.