টুকরো খবর
লক্ষ্য সমঝোতা, একা লড়তেও তৈরি পিডিএস
লোকসভা ভোটে রাজ্যে কিছু আসনে প্রার্থী দিয়ে শক্তি যাচাই করতে চায় পিডিএস। প্রাথমিক ভাবে তাদের লক্ষ্য, বাম, গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ কোনও জোটের শরিক হয়ে ভোটে প্রতিদ্বন্দ্বিতা করা। একান্ত ভাবেই তা সম্ভব না -হলে নিজেদের শক্তিতেই কিছু আসনে প্রার্থী দেবে তারা। পিডিএসের রাজ্য কমিটির সাম্প্রতিক বৈঠকে এই কৌশলই ঠিক হয়েছে। রাজ্য কমিটিতে আলোচনার পরে পিডিএসের রাজ্য সভাপতি সৈফুদ্দিন চৌধুরী বলেছেন, “বামপন্থী -সহ স্থানীয় গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ দলগুলি এবং বিশিষ্ট জনেদের ঐক্যবদ্ধ হওয়ার যে প্রয়াস শুরু হয়েছে, তার অংশীদার হিসাবে প্রার্থী দিয়ে আসন্ন নির্বাচনে লড়তে চাই। যদি তা সম্ভব না হয়, সে ক্ষেত্রে একক ভাবেই প্রার্থী দিয়ে নির্বাচনে অংশগ্রহণ করবে পিডিএস।” শারীরিক অসুস্থতার কারণে সৈফুদ্দিন নিজে অবশ্য বার আর ভোটে দাঁড়াতে পারবেন না।

আমলা বদলি
লোকসভা নির্বাচনের প্রস্তুতি হিসেবে জেলাগুলিতে তিন বছর বা তার বেশি সময় একই পদে কর্মরত শতাধিক পদস্থ আধিকারিককে বদলি করল রাজ্য সরকার। রাজ্যের কর্মী ও প্রশাসনিক সংস্কার দফতরের সচিব অজিতরঞ্জন বর্ধন জানান, বিডিও, এসডিও থেকে বিভিন্ন দফতরের আধিকারিকদের বদলি করার কথা রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে জানিয়ে দেওয়া হচ্ছে। ডিএম স্তরেও রদবদল হয়েছে। পি এন ভুটিয়ার জায়গায় উত্তর দিনাজপুরের নতুন জেলাশাসক হচ্ছেন স্মিতা পাণ্ডে। ভুটিয়াকে রাজ্য স্বরাষ্ট্র দফতরের অতিরিক্ত সচিব করা হয়েছে।

একশো দিনের কাজে মজুরি বাড়ল ১৮ টাকা
ছিল ১৫১ টাকা। হল ১৬৯। পশ্চিমবঙ্গে একশো দিনের কাজে ন্যূনতম মজুরি ১৮ টাকা বাড়ল। রাজ্যের পঞ্চায়েত জনস্বাস্থ্য কারিগরি মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় মঙ্গলবার জানান, আগামী আর্থিক বছরে একশো দিনের কাজে বর্ধিত হারে মজুরি মিলবে। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে রাজ্যের কৃষি, খাদ্য প্রক্রিয়াকরণ উদ্যান, কৃষি বিপণন দফতর এবং ইন্ডিয়ান চেম্বার অব কমার্সের যৌথ উদ্যোগে ‘এগ্রি -হর্টি -ফুড ফেস্ট ২০১৪’-এর উদ্বোধনে যান সুব্রতবাবু। তিনি বলেন, “১০০ দিনের কাজে মজুরি বাড়ানো নিয়ে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী জয়রাম রমেশ যোজনা কমিশনের ডেপুটি চেয়ারম্যান মন্টেক সিংহ অহলুওয়ালিয়ার সঙ্গে কথা হয়। ন্যূনতম মজুরি ১৭১ টাকা করার দাবি জানাই। কেন্দ্র তা ১৬৯ টাকা করেছে।”

ভূগর্ভের জল চুরিতে জেল
অনুমতি ছাড়াই শ্যালো পাম্প বা অগভীর নলকূপ বসিয়ে ভূগর্ভের জল দেদার চুরি চলছে বলে অভিযোগ করেছেন জলসম্পদ উন্নয়ন মন্ত্রী সৌমেন মহাপাত্র। মঙ্গলবার তিনি জানান, জল চুরি রুখতে আইন বদলে জরিমানা ছাড়াও জেল দেওয়ার ব্যবস্থা হচ্ছে। ২০১২ সালে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, পাঁচ অশ্বশক্তির অগভীর নলকূপের জন্য অনুমতি লাগবে না। এখন মন্ত্রী এমন অভিযোগ করছেন কেন? সৌমেনবাবু বলেন, “ত্রুটি স্বীকার করে নিচ্ছি। কারণ, অগভীর নলকূপ বসানোর পরে সেটি পাঁচ অশ্বশক্তির কি না, তা দেখার পরিকাঠামো আমার দফতরের নেই। সেই জন্য একটার জায়গায় পাঁচটা পাম্প বসিয়ে জল চুরি করা হচ্ছে।” মন্ত্রী জানান, কলকাতায় বহুতলে বৃষ্টির জল ধরে মাটিতে ‘রিচার্জ’-এর ব্যবস্থা না -রাখলে বাড়ি তৈরির অনুমতি না -দেওয়ার প্রস্তাবও মুখ্যমন্ত্রীর বিবেচনার জন্য পাঠিয়ে দেওয়া হয়েছে।

এসএসসির ফর্ম বিলিতে সঙ্কট
নবম থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষক বাছাইয়ের জন্য আরএলএসটি পরীক্ষার ফর্ম কবে মিলবে, স্কুল সার্ভিস কমিশন (এসএসসি ) মঙ্গলবারেও তা ঠিক করে উঠতে পারেনি। তবে ওই ফর্ম দেওয়া হবে এলাহাবাদ ব্যাঙ্কের ১৫০টি শাখায়। কথা জানিয়ে এসএসসি - চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্য মঙ্গলবার বলেন, “ডাকঘর টেট -এর ফর্ম বিলির কাজ ঠিকমতো করেনি। তাই গোলমাল হয়েছে।” চিফ পোস্টমাস্টার জেনারেল যশোবন্ত পণ্ডা এই অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, “হয়তো বোঝাপড়ার অভাব হচ্ছে। ৮০০টি কেন্দ্রে অল্প কয়েক দিনের মধ্যে প্রায় ছ’লক্ষ ফর্ম দেওয়া সহজ নয়। যথাসাধ্য চেষ্টা করা হয়েছে।”

পাড়ুইয়ের ধৃতেরা কলকাতায়
পাড়ুই -কাণ্ড: ভবানী ভবনে অভিযুক্তরা। মঙ্গলবার। —নিজস্ব চিত্র।
বীরভূমের পাড়ুইয়ে সাগর ঘোষ হত্যাকাণ্ডে ধৃত পাঁচ অভিযুক্তকে মঙ্গলবার সিউড়ি থেকে ভবানী ভবনে এনেছে বিশেষ তদন্তকারী দল (সিট ) তাদের নাম শেখ মুস্তফা, শেখ ইউনুস, প্রিয় মুখোপাধ্যায়, জলধর দাস জগন্নাথ দাস। ভবানী ভবনে অভিযুক্তদের টানা জেরা করা হবে। মুস্তফা তৃণমূলের সাত্তোর অঞ্চল সম্পাদক তথা পঞ্চায়েত সদস্য। নিহতের পুত্রবধূ শিবানী ঘোষ রেজিস্ট্রি ডাকে বীরভূমের তৎকালীন পুলিশ সুপারের কাছে যে -অভিযোগপত্র পাঠিয়েছিলেন, তাতে পাঁচ জনেরই নাম ছিল। সাগরবাবুকে লক্ষ করে দু’জন গুলি চালিয়েছিল বলে অভিযোগ। সিট সূত্রের খবর, ওই দু’জনের সন্ধান পেতে ধৃতদের কলকাতায় এনে জেরা করা প্রয়োজন ছিল।

ক্রেতা সুরক্ষায়
ক্রেতা সুরক্ষায় মানুষকে সচেতন করতে বাণিজ্যিক সংস্থার সাহায্য চাইলেন রাজ্যের ক্রেতা সুরক্ষা মন্ত্রী সাধন পাণ্ডে। মঙ্গলবার মার্চেন্ট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে এই আলোচনাচক্রে মন্ত্রী ছাড়াও নৃত্যশিল্পী অলকানন্দ রায় প্রমুখ হাজির ছিলেন।

ডিএ বকেয়া
রাজ্যের বিদ্যুৎকর্মীদের ১০ % ডিএ বা মহার্ঘ ভাতা বাকি। রাজ্য বিদ্যুৎ বণ্টন সংস্থা, বিদ্যুৎ উন্নয়ন নিগম অন্যান্য সরকারি বিদ্যুৎ সংস্থার প্রায় ৩০ হাজার কর্মীর জুলাই থেকে বকেয়া ডিএ পাচ্ছেন না বলে অভিযোগ। এই দেওয়ার ব্যাপারে সংস্থা -কর্তৃপক্ষের সঙ্গে কর্মী ইউনিয়নগুলির আলোচনা চলছে বলে খবর। বিদ্যুৎকর্মীদের ডিএ সংশ্লিষ্ট সংস্থা দেয়।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.