রাস্তা সারানোর দাবিতে অবরোধ
রাস্তা দ্রুত সারানোর দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালেন স্থানীয় বাসিন্দারা। মঙ্গলবার এগরা দিঘা মোড় থেকে কুদি পর্যন্ত অর্ধেক সংস্কার হওয়া রাস্তার দ্রুত সারানোর দাবিতে এ দিন দুপুর থেকে অবরোধে বসেন স্থানীয় বাসিন্দারা। তবে এ দিন প্রথম নয়, এর আগে গত ১০ ও ১২ ফেব্রুয়ারিও একই দাবিতে রাস্তা অবরোধ করা হয়েছিল। দ্রুত রাস্তার সংস্কারের আশ্বাস দেওয়া হলে অবরোধ উঠে গিয়েছিল। কিন্তু তার পরও একটুও কাজ এগোয়নি। তাই মঙ্গলবার দুপুর থেকে ফের অবরোধ শুরু করেন স্থানীয় বাসিন্দারা। এ দিনও পুলিশ সেই অবরোধ তুলে তুলে দেয়।
চলছে বিক্ষোভ।—নিজস্ব চিত্র।
এলাকার বাসিন্দাদের অভিযোগ, রাস্তার কাজ অর্ধেক হওয়ায় পাথর টুকরো ছিটকে জখম হচ্ছেন অনেকেই। ধুলোয় পথ চলা দায়। এলাকার বাসিন্দা রামচন্দ্র পণ্ডা বলেন, “গত কয়েক দিন ধরে পুলিশ-ই দায়িত্ব নিয়েছিল রাস্তার ব্যাপারে। আজ তারাই জোর করে আমাদের হঠিয়ে দিল।” এগরা পুরসভার চেয়ারম্যান স্বপন নায়েক বলেন, “স্থানীয় বাসিন্দাদের অভিযোগ সত্য। পুরসভাকে এ বিষয়ে জানানো হলেও পূর্ত জফতর এই বিষয়ে উদাসীন।” এগরা থানার ওসি মোহন রায় বলেন, “রাস্তা আটকে না রেখে পূর্ত দফতর ও মহকুমাশাসকের কাছে অভিযোগ করলেই ভাল হয়।” এগরার মহকুমাশাসক অসীম বিশ্বাস বলেন, “পূর্ত দফতরকে রাস্তাটির ব্যাপারে ব্যবস্থা নিতে বলব।” তমলুক হাইওয়ে ডিভিশনের এগজিকিউটিভ ইঞ্জিনিয়র শঙ্করনারায়ণ সাহা বলেন, “২০১২ সালে ওই রাস্তাটির কাজের জন্য প্রথমে এক ঠিকাদারকে দায়িত্ব দেওয়া হয়েছিল। তিনি কাজ না করায় ২০১৩ সালে অন্য একজনকে দায়িত্ব দেওয়া হয়। তারপরও কাজে কেন দেরি হচ্ছে সে বিষয়ে তাঁকে সতর্ক করেছি” রাস্তাটির দায়িত্বপ্রাপ্ত ঠিকাদার বাইনো পরিদা বলেন, “চিপসের দাম বেড়ে যাওয়ায় কাজের অসুবিধা হয়েছিল। আগামীকাল থেকে কাজ শুরু করে রাস্তাটির কাজ শেষ করে দেব।”


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.