টুকরো খবর
জাতীয় বডি বিল্ডিংয়ে বাংলা সেরা
জাতীয় বডি বিল্ডিংয়ে বাংলা থেকে চ্যাম্পিয়ন অব চ্যাম্পিয়ন্সের সম্মান জিতলেন উত্তর ২৪ পরগণার গোপাল সাহা। ফিজিক্যালি চ্যালেঞ্জড ৬৫ কিলোর ঊর্দ্ধ বিভাগেও প্রথম হয়েছেন গোপাল। বাংলার বাকি পদকজয়ীরা হলেন জুনিয়র গ্রুপে ইন্দ্রনীল মাইতি (৬০ কিলো) প্রথম, সুমন বারুই (৬৫ কিলো) তৃতীয়, সমীরণ নন্দী (৭০ কিলো) প্রথম, শাহবাজ আলি তৃতীয়। অল মনিপুর জিমনাশিয়াম ওয়েলফেয়ার সংস্থার পরিচালনায় এই প্রতিযোগিতায় হয় ইম্ফলে। মাস্টার্সে নানা বিভাগে ছিলেন সুভাষ মজুমদার, নন্দকান্তি রায়চৌধুরী, অজিত দাস।

লর্ডসে যুবরাজও
শেন ওয়ার্নের বলে ছক্কা হাঁকাচ্ছেন সচিন তেন্ডুলকর। রাহুল দ্রাবিড়, যুবরাজ সিংহ, অ্যাডাম গিলক্রিস্ট, শিবনারায়ণ চন্দ্রপল, ড্যানিয়েল ভেত্তোরি কে নেই! স্বপ্ন নয়, ঘোর বাস্তব। লর্ডসের ২০০ বছর পূর্তির উৎসবে এমনই অসংখ্য সোনার ফ্রেমে বাঁধানো মুহূর্তের সাক্ষী থাকার সুযোগ থাকছে ৫ জুলাই। ওই দিন মেলবোর্ন ক্রিকেট ক্লাব উৎসব উপলক্ষে ওয়ান ডে ম্যাচ আয়োজন করবে লর্ডসে। লড়াই হবে সচিনের এমসিসি বনাম ওয়ার্নের অবশিষ্ট বিশ্ব একাদশের।

শ্রীলঙ্কার সমর্থন
অবশেষে আইসিসি-র পরিকাঠামোয় বদল আনার প্রস্তাবে সমর্থন জানানোর সিদ্ধান্ত নিল শ্রীলঙ্কা বোর্ড। ৮ ফেব্রুয়ারি সিঙ্গাপুরে আইসিসি-র বৈঠকে এই বিষয়ে ভোটাভুটি থেকে নিজেদের সরিয়ে নিয়েছিল তারা। সোমবার শ্রীলঙ্কা বোর্ডের এক্সিকিউটিভ কমিটি বৈঠকের পর জানায় সংশোধিত প্রস্তাবে তারা সন্তুষ্ট। এসএলসি সচিব নিশান্ত রনতুঙ্গার মতে, ‘বিগ থ্রি’কে সমর্থন করলে আখেরে শ্রীলঙ্কার ক্রিকেটেরই লাভ হবে। তাদের লাভের পরিমাণ দাঁড়াতে পারে প্রায় ৪৭-৪৮ মিলিয়ন ডলার।

অলিম্পিকে ধৃত
সমকামিতার সমর্থনে রামধনু রংঙের পোশাক পরে স্লোগান দেওয়ার অভিযোগে এক মহিলাকে আটক করা হল সোচি অলিম্পিক পার্কে। পরে জানা যায় তিনি ইতালির বাসিন্দা। নাম ভ্লাদিমির লুক্সুরিয়া। অলিম্পিক এরিনায় হকি ম্যাচ দেখতে এসেছিলেন ভ্লাদিমির। তখনই চার ব্যক্তি তাঁকে আটকান। তাঁর টিকিটও নিয়ে নেওয়া হয়। পরে তিনি বলেন, “রবিবার সন্ধ্যায় রাশিয়ার পুলিশ আমায় আটক করে এবং রামধনু পোশাক পরে সমকামীদের সমর্থনে স্লোগান দিতে নিষেধ করে।” রাশিয়ান পুলিশ অবশ্য তাঁকে আটক করার কথা অস্বীকার করেছে।

এগোলেন সোমদেব
দিল্লিতে এটিপি চ্যালেঞ্জারে দ্বিতীয় রাউন্ডে উঠলেন সোমদেব দেববর্মন। বিশ্বের ৯৬ নম্বর ভারতীয় তারকা ৬-২, ৭-৫ হারান করুণউদয় সিংহকে। তবে সোমদেব জিতলেও তাঁর দুই ডেভিস কাপ সতীর্থ য়ুকি ভামব্রি আর সাকেত মিনেনি প্রথম রাউন্ড থেকে ছিটকে গিয়েছেন। ফ্রান্সের লুকাস পোউলির কাছে ভামব্রি হারেন ৬-২, ৫-৭, ৫-৭। সাকেতকে ৬-৭ (৪), ৬-৭ (৪) হারান ইতালির থমাস ফাবিয়ানো।

ওয়াটসনের চোট
পায়ের পেশির চোটে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে বাদ যেতে পারেন শেন ওয়াটসন। বৃহস্পতিবার থেকে পোর্ট এলিজাবেথে দ্বিতীয় টেস্ট শুরু। প্রথম টেস্টে গ্রেম স্মিথদের ২৮১ রানে দুরমুশ করার পর মঙ্গলবার টিম প্র্যাকটিসে পুরোপুরি সুস্থ দেখায়নি ওয়াটসনকে। নেটে ব্যাট করলেও ফিল্ডিং প্র্যাকটিসে ছিলেন না তিনি। অস্ট্রেলীয় মিডিয়ার মতে, দ্বিতীয় টেস্টে চতুর্থ পেসারের জায়গা না নিতে পারলে ওয়াটসনকে বাদ দেওয়া হতে পারে। সে ক্ষেত্রে দলে আসতে পারেন শন মার্শ বা অ্যালেক্স ডুলান।

রাজ্য ব্যাডমিন্টনে
এ বারের রাজ্য ব্যাডমিন্টন হবে বালুরঘাট টাউন ক্লাবে। ১৯ থেকে ২২ ফেব্রুয়ারি। কৌশিক পাল, সৌরভ চট্টোপাধ্যায়, রতিকান্ত সাহা, শেষাদ্রি সান্যাল, অমৃতা মুখোপাধ্যায়-সহ রাজ্যের সব নামী খেলোয়াড়ই খেলবেন। রাজ্য ব্যাডমিন্টন সংস্থার সচিব শেখর বিশ্বাস বললেন, “জানুয়ারি মাস থেকে সারা বছর আমরা প্রতি মাসে একটি করে পুরস্কার অর্থের টুর্নামেন্ট সংগঠন করছি। জেলায় জেলায় ব্যাডমিন্টন খেলা ছড়িয়ে দিতেই এই উদ্যোগ।” এ দিন দশটি টুর্নামেন্ট কোথায় হবে তা জানিয়ে দেওয়া হয় রাজ্য সংস্থার পক্ষ থেকে। প্রত্যেকটি টুর্নামেন্টে ৫০ হাজার থেকে এক লাখ টাকা পর্যন্ত পুরস্কার অর্থ দেওয়া হবে।




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.