বাংলা দলকে যাঁরা সন্তোষ ট্রফির মূলপর্বে তুলেছিলেন তাঁদের মধ্যে বেশ কয়েকজন বাদ পড়তে পারেন। শিলিগুড়িতে ২৭ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে টুর্নামেন্টের মূলপর্বের খেলা। তার আগে দলকে আরও শক্তিশালী করতে নতুন করে কিছু ফুটবলারকে দলে নিতে চাইছেন বাংলার কোচ শিশির ঘোষ। এ জন্য ভবানীপুর এবং কালীঘাট এম এসের বারো জন ফুটবলারকে ডাকা হয়েছে ট্রায়ালে। বাংলা কোচ বললেন, “আই লিগে দ্বিতীয় ডিভিশনে খেলে আসা বেশ কিছু ফুটবলারকে ট্রায়ালে ডেকেছি। ওরা বুধবার যোগ দেবে। ওদের মধ্যে থেকে কিছু ফুটবলার দলে নেওয়া হতে পারে।” চূড়ান্ত বাংলা দল নির্বাচিত হবে ২০ ফেব্রুয়ারি। বিশ্বজিৎ ভট্টাচার্য-শিশিরদের শিলিগুড়ি যাওয়ার কথা ২২ তারিখ।
মোট কুড়ি জন ফুটবলার যাবেন শিলিগুড়িতে। ফলে নতুন ফুটবলার নিলে গ্যাংটকে খেলে বাংলাকে মূলপর্বে তোলা দলের কিছু ফুটবলার বাদ যাবেনই। শিশির এ দিন বললেন, “আমরা যথেষ্ট শক্ত গ্রুপে পড়েছি। সে জন্য দল আরও শক্তিশালী করা দরকার।” বাংলার প্রথম খেলা উদ্বোধনের দিনেই। প্রতিপক্ষ পঞ্জাব। শিশিরের দলের পরের খেলা ১ মার্চ গোয়ার বিরুদ্ধে। বাংলা এবং রেল খেলবে ৩ মার্চ। গ্রুপ লিগের শেষ ম্যাচে বাংলা খেলবে তামিলনাড়ুর সঙ্গে। দুটো সেমিফাইনাল দেওয়া হয়েছে ৭ মার্চ। ফাইনাল ৯ মার্চ। |