যে সব ব্যক্তি ও সংগঠনের বিরুদ্ধে আর্থিক নিষেধাজ্ঞা জারি করেছে ব্রিটিশ সরকার তাদের মধ্যে অন্যতম দাউদ ইব্রাহিম। এই বিষয়ে প্রকাশিত সাম্প্রতিক তালিকায় ব্রিটেন জানিয়েছে, সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী দাউদ করাচির হোয়াইট হাউসে থাকে। ওই তালিকায় রয়েছে জয়েশ-ই-মহম্মদ ও লস্কর-ই-তইবাও।
|
ধারাবাহিক গাড়ি বিস্ফোরণের জেরে ইরাকে নিহত হলেন অন্তত ৩৩ জন। প্রশাসনিক সূত্রের খবর, বাগদাদ এবং তার বেশ কয়েকটি নিকটবর্তী এলাকায় মঙ্গলবার বিস্ফোরণ হয়। এখনও কোনও জঙ্গি গোষ্ঠী এই ঘটনার দায় স্বীকার করেনি। সোমবারও ইরাকের হিল্লা শহরে বিস্ফোরণের জেরে ২৪ জন নিহত হন। |