তুষারপাত শুরু হয়েছিল শীতের শুরু থেকেই। কিন্তু দক্ষিণ কোরিয়ার গেওনজু শহরের মানুয়া ওশান রিসর্টের ছাদ থেকে সরানো হয়নি বরফ। ক্রমশ জমতে থাকা বরফের চাপে একটা সময় ভেঙে পড়ল ওই রিসর্টের ছাদ। তখন সেখানে চলছিল বুসান বিশ্ববিদ্যালয়ের নতুন পড়ুয়াদের কলেজ জীবনে স্বাগত জানানোর অনুষ্ঠান। সোমবার রাতের ওই বিপর্যয়ের জেরে মারা গেলেন উপস্থিত পড়ুয়াদের মধ্যে ১০ জন। আহত শতাধিক। দু’জনের অবস্থা আশঙ্কাজনক। |
মানুয়া ওশান রিসর্টের ভেঙে পড়েছে ছাদ। মঙ্গলবার। ছবি: রয়টার্স। |
উলসান শহরের মর্গের বাইরে মাথায় হাত দিয়ে বসেছিলেন কিম পান-সু। জানালেন, মাত্র দু’দিন কলেজ গিয়েছিল একমাত্র মেয়ে কিম জিন-সল। কলেজের অনুষ্ঠানেও যায় বন্ধুদের সঙ্গেই। দুর্ঘটনার খবর শুনেই ফোন করেন মেয়ের মোবাইলে। জবাব না পেয়ে ফোন করেন মেয়ের কয়েক জন বন্ধুকে। অবশেষে এক জন ফোন ধরে জানায়, রিসর্ট থেকে বেরোতে পারেনি কিম জিন-সল। তবে ভালই আছে সে। বার কয়েক ফোন করার পরেও একই উত্তর শুনে আর বাড়িতে বসে থাকতে পারেননি তিনি। রিসর্ট চত্বরে যখন ঢুকলেন তখনই মাইকে ঘোষণা করা হচ্ছিল মৃত পড়ুয়াদের নাম। উদ্ধারকারীদের সারা রাতের চেষ্টায় ধ্বংসস্তূপ থেকে বের করে আনা গিয়েছে দেহগুলি। মৃত দশ জনের নামের তালিকার মাঝামাঝি শুনতে পেলেন রয়েছে মেয়ের নামও। তার পর থেকেই অপেক্ষা করছেন। মেয়েকে বাড়ি নিয়ে যাবেন বলে ঠায় বসে রয়েছেন মর্গের বাইরে।
বুসান বিশ্ববিদ্যালয় সূত্রের খবর, সোমবারের ওই নবীনবরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অন্তত ৫৬০ জন পড়ুয়া। মূল মঞ্চের ঠিক উপরের অংশটি ভেঙে পড়েছিল। ফাটলের শব্দ পেয়ে দরজার কাছে থাকা পড়ুয়ারা বেরোতে পারলেও মঞ্চের কাছে ছিল তারা বেরোতে
পারেনি। একই কথা জানান বেঁচে যাওয়া প্রত্যক্ষদর্শীরাও। তদন্তের নির্দেশ দিয়েছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট। |