টুকরো খবর
নির্দলের প্রচারে মোর্চা
লোকসভা ভোটে দার্জিলিং আসনে নির্দল প্রার্থী হিসেবে জিততে সব রাজনৈতিক দলের কাছে সাহায্যের আর্জি জানালেন সিকিম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য মহেন্দ্র পি লামা। সোমবার শিলিগুড়িতে গোর্খা জনমুক্তি মোর্চার সদস্য পি অর্জুনকে সঙ্গে নিয়ে সাংবাদিক বৈঠক করে এ কথা জানান মহেন্দ্রবাবু। আগামী মঙ্গলবার বাঘা যতীন পার্কে একটি জনসভার ডাক দিয়েছে দার্জিলিং ডুয়ার্স ইউনাইটেড ডেভেলপমেন্ট ফাউন্ডেশন সংস্থা। এই সংস্থাই লোকসভা ভোটে মহেন্দ্রবাবুর হয়ে প্রচারের দায়িত্ব রয়েছে। আলাদা রাজ্যের দাবি সংস্থার অন্যতম হাতিয়ার হলেও গোর্খাল্যান্ড আন্দোলনকে তাঁরা সমর্থন করছেন না বলেও জানান।

স্কুল পরিদর্শককে আর্জি
শিলিগুড়িতে পঞ্চম শ্রেণিতে ভর্তির সমস্যা মেটাতে স্কুল পরিদর্শকের হস্তক্ষেপ দাবি করল বিভিন্ন শিক্ষক সংগঠনগুলি-ও। সোমবার অভিভাবকদের অনেকেই তাঁদের ছেলেমেদের ভর্তি করাতে না পেরে স্কুল পরিদর্শকের দফতরে গিয়ে ক্ষোভের কথা জানিয়েছেন। স্কুল পরিদর্শক (মাধ্যমিক) সঞ্জীব কুমার ঘোষ বলেন, “কাজে বাইরে রয়েছি। ২০ ফেব্রুয়ারি শিলিগুড়িতে ফিরে সমস্যা খতিয়ে দেখে ব্যবস্থা নেব।” পশ্চিমবঙ্গ শিক্ষক সমিতির সম্পাদক সুজিত দাস জানান, গত বছর স্কুল পরিদর্শকের দফতর থেকে ব্যবস্থা নেওয়া হয়েছিল। এ বছরও তা নেওয়া দরকার। নিখিলবঙ্গ শিক্ষক সমিতির জেলা সম্পাদক তমাল চন্দ বলেন, “স্কুল পরিদর্শক এখনও ব্যবস্থা নেননি কেন বুঝতে পারছি না।”

শিলিগুড়িতে মহিলাকে খুনে গ্রেফতার দুই
শিলিগুড়ির ইস্টার্ন বাইপাস সংলগ্ন ফকদইবাড়িতে রিনা ঘোষ নামে এক মহিলাকে গুলি করে হত্যার মামলায় দুজনকে গ্রেফতার করল পুলিশ। সোমবার স্বপন বর্মন ও বিকাশ বর্মন নামে ওই দুই ব্যক্তিকে তাদের বাড়ি থেকেই গ্রেফতার করে পুলিশ। ধৃতদের বাড়ি শিলিগুড়ির প্রধাননগরের চম্পাসারিতে। সোমবার জলপাইগুড়ি আদালতে পেশ করলে তাদের ১২ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। পুলিশের ধারণা এই খুনের সঙ্গে আরও অনেকে যুক্ত আছে। শিলিগুড়ি পুলিশের এডিসি (পূর্ব) কে সাভারি রাজকুমার বলেন, “তদন্তের সূত্র ধরেই স্বপনকে ধরা হয়েছে। তাকে ১৪ দিনের পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। আশা করি ওকে জেরা করেই গোটা চক্রটাকে ধরা সম্ভব হবে।” মৃত মহিলা একাধিক অবৈধ ব্যবসার সঙ্গে জড়িত থাকার পাশাপাশি জমি লেনদেনের সঙ্গে জড়িয়ে পড়েছিলেন। ধৃত স্বপন জমি কেনা বেচা এবং বিকাশ মুদির দোকান চালায় বলে জানা গিয়েছে।

রেলযাত্রীদের দাবি
আলিপুরদুয়ার জংশন স্টেশনে সংরক্ষিত টিকিট কাউন্টার বিকালে বন্ধ রাখায় ক্ষুদ্ধ বাসিন্দারা। অভিযোগ, একটি কাউন্টার খোলা থাকায় ভিড় বেশি হয়। তাতে টিকিট কাটতে প্রচুর সময় লেগে যায়। উত্তরপূর্ব সীমান্ত রেলের আলিপুরদুয়ার ডিভিশনের ডিআরএম বীরেন্দ্র কুমার জানান, সকাল আটটা থেকে দুটি কাউন্টার খোলা থাকে। বিকেলের চাপ কম থাকায় একটি কাউন্টার খোলা রাখা হচ্ছে। প্রদেশ কংগ্রেস সাধারণ সম্পাদক বিশ্বরঞ্জন সরকার বলেন, “বিষয়টি রেলের উচ্চ কর্তৃপক্ষকে জানানো হয়েছে।”

পরীক্ষামূলক স্ট্রবেরি চাষ
উত্তর দিনাজপুরের জেলার কৃষি বিজ্ঞান কেন্দ্রের সহায়তায় জেলায় এই প্রথম পরীক্ষামূলক স্ট্রবেরি চাষ হচ্ছে ইসলামপুরে। অলিগঞ্জে এক চাষির জমিতে। কেন্দ্রের কো-অর্ডিনেটার বিকাশ রায় বলেন, “আশা করি চাষে সাফল্য মিলবে। সে ক্ষেত্রে এই স্ট্রবেরি চাষে উৎসাহ দেওয়া হবে। পেশায় কৃষক রামপ্রসাদ দাস মূলত সব্জি চাষ করেন। এ বছর তিনি প্রথম ২ ডেসিমেল জমিতে স্ট্রবেরি চাষ করেছেন। তিনি বলেন, “নতুন ধরনের চাষ করার ইচ্ছে অনেক দিনের। বাজার দামও ভাল পাব বলে মনে হচ্ছে। জমিতে মাটির ঢিবি করে প্লাস্টিক ঘিরে চাষ করছি। ফল আশাও শুরু হয়েছে।”

বিমার আওতায়
মালবাজার মহকুমা হাসপাতালকে রাষ্ট্রীয় স্বাস্থ্য বিমা যোজনার আওতাভুক্ত করা হল। সোমবার এক অনুষ্ঠানে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক জগন্নাথ সরকার ঘোষণা করেন, পরিবার পিছু বছরে ৩০ হাজার টাকা আয় ও স্বাস্থ্য বিমার কার্ড যাদের আছে তাঁরা মালবাজার হাসপাতালে বিমার সুবিধা নিতে পারবেন।

বাড়ি বাড়ি জল
মালবাজারে চালু হল বাড়ি বাড়ি পানীয় জল প্রকল্প। সোমবার বিকালে প্রকল্পটির সূচনা করা হয়। ১০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সুলেখা ঘোষ এবং বিরোধী দলনেতা রাম দাস এর উদ্বোধন করেন। চেয়ারম্যান স্বপন সাহা জানান, ৫ হাজার টাকায় সংযোগ দেওয়া হচ্ছে। বাড়ি পিছু সকাল এবং বিকালে হাজার লিটার জল দেওয়া হবে।





First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.