টুকরো খবর
মামলা প্রত্যাহারের আবেদন সরকারের
নন্দীগ্রামে জমিরক্ষা আন্দোলন পর্বে তৃণমূল নেতা-কর্মী ও ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির আন্দোলনকারীদের নামে দায়ের হওয়া একশোটি মামলা প্রত্যাহারের জন্য হলদিয়া মহকুমা আদালতে আবেদন জানালো রাজ্য সরকার। সোমবার হলদিয়া মহকুমা আদালতের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দেবকুমার সুকুলের এজলাসে সরকারি আইনজীবী তারাগতি ঘটক এবিষয়ে প্রয়োজনীয় নথি পেশ করেন। হলদিয়া আদালত সূত্রে খবর, মামলাসমূহ নথিভুক্ত করার প্রক্রিয়া শুরু হয়েছে। আগামী ৬ মার্চ ও ১৫ মার্চ ওই মামলাগুলি শুনানির দিন ধার্য হয়েছে। তবে সরকারি আইনজীবী ওই মামলা সংক্রান্ত বিষয়ে কোনও মন্তব্য করতে চাননি। নন্দীগ্রাম ১ পঞ্চায়েত সমিতির সভাপতি আবু তাহের বলেন, “কোন কোন মামলা প্রত্যাহারের জন্য আবেদন করা হয়েছে, সেবিষয়ে আমার কিছু জানা নেই।” প্রসঙ্গত, রাজ্যে তৃণমূল ক্ষমতায় আসার পর জমিরক্ষা আন্দোলন পর্বে ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির নেতা-সমর্থকদের বিরুদ্ধে দায়ের হওয়া মামলা প্রত্যাহারের প্রতিশ্রুতি দিয়েছিল। সম্প্রতি সিবিআই নন্দীগ্রামে ২০০৭ সালের ১৪ মার্চের ঘটনায় ১৬৬ জন ভুমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির সমর্থকরদের দায়ী করে হলদিয়া মহকুমা আদালতে চার্জশিট জমা দেয়। এতে অস্বস্তিতে পড়ে তৃণমূল নেতৃত্ব। ৩১ জানুয়ারি রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় নবান্নে নন্দীগ্রাম আন্দোলন পর্বে দায়ের হওয়া ৩০৩টি মামলা প্রত্যাহার করে নেওয়ার কথা জানানোর পরে রাজ্য সরকার মামলা প্রত্যাহারের প্রক্রিয়া শুরু করে।

অনুপস্থিত কুণাল
সারদা-কাণ্ডে ধৃত তৃণমূল সাংসদ কুণাল ঘোষকে সোমবার অসুস্থতার জন্য বারুইপুর মহকুমা আদালতে হাজির করা গেল না। ৫ দিনের পুলিশি হেফাজতে ছিলেন তিনি। এ মাসে বিধাননগর এসিজেএম আদালতে একটি মামলার শুনানির পরেই অনশন শুরু করেন তিনি। অসুস্থ হয়ে জেল হাসপাতালে ভর্তি হন। ফের রবিবার অসুস্থ হন। রাতে তাঁকে দমদম সেন্ট্রাল জেলে নিয়ে যাওয়া হয়। কুণালের আইনজীবী সৌমিত্র অধিকারী জানান, সোমবার জেলের পাঠানো রিপোর্টে জানানো হয় কুণাল অসুস্থ, তাই তাঁকে আনা যায়নি।

দরবার মিঠুনের
স্বল্প পুঁজির প্রযোজকদের শু্যটিং স্পটে ছাড় দেওয়ার জন্য মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ করলেন রাজ্যসভায় সদ্যনির্বাচিত তৃণমূল সাংসদ মিঠুন চক্রবর্তী। বিধানসভায় এসে সোমবার মুখ্যমন্ত্রীর ঘরে তাঁর সঙ্গে কথা বলেছেন মিঠুন। পরে তিনি বলেন, “রাজ্য সরকারের অধীনে থাকা শু্যটিং স্পটগুলিতে ছোট ছোট প্রযোজকেরা যাতে ছাড় পান, সে ব্যাপারে দিদিকে অনুরোধ করেছি। দিদি অর্থমন্ত্রীর সঙ্গে কথা বলে কিছু একটা ব্যবস্থা করবেন বলে আমি নিশ্চিত।”

ফের শীত
রাতেই বৃষ্টি থেমে গিয়েছিল। সোমবার সকাল শুরু হয়েছিল মেঘলা আকাশ দিয়ে। তবে বেলা বাড়তেই মেঘ উধাও। ঝকঝকে আকাশে দিনভর ঝলমল করল সূর্য। আর তার সঙ্গী হয়ে দক্ষিণবঙ্গের পরিমণ্ডলে ঢুকতে শুরু করল ঠান্ডা উত্তুরে বাতাস। উপগ্রহ চিত্র জানাচ্ছে, বিহার-ঝাড়খণ্ডের উপরে থাকা ঘূর্ণাবর্তটি দুর্বল হয়ে পড়েছে। ফলে উত্তর ভারত থেকে বয়ে আসা হিমশীতল হাওয়ার পথ খুলে গিয়েছে, যার জেরে বিকেলের পরে বেড়েছে শীতের কামড়। আগামী দু’দিনে পারদে আরও পতনের পূর্বাভাস দিয়েছেন আবহবিদেরা।

বদলি-ছাড়পত্রে বাড়তি সময়
সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলে শিক্ষক-শিক্ষিকাদের সাধারণ বদলির জন্য ছাড়পত্র নেওয়ার সময়সীমা ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে। স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)-এর চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্য সোমবার এ কথা জানান। যদিও স্কুল-কর্তৃপক্ষের কাছ থেকে বদলির ছাড়পত্র পাওয়ার ক্ষেত্রে শিক্ষকদের সমস্যা এখনও মেটেনি। সুবীরেশবাবু বলেন, “অনেক শিক্ষক-শিক্ষিকা অভিযোগ করেছেন, স্কুল-কর্তৃপক্ষ তাঁদের সাধারণ বদলির জন্য ছাড়পত্র দিচ্ছেন না। সেই জন্যই ছাড়পত্র নেওয়ার সময়সীমা বাড়ানো হয়েছে। আর বৈধ প্রার্থীদের বদলির ছাড়পত্র কেন দেওয়া হচ্ছে না, স্কুলশিক্ষা দফতরকে তা খতিয়ে দেখতে বলা হয়েছে।”

ছোট বক্তৃতা
বাজেট বক্তৃতা শুরুর পর মিনিট ১৫ পেরিয়েছিল। হঠাৎই বিরোধীদের হইচইয়ে বক্তৃতা চাপা পড়ে যায়। হাল ধরেন মুখ্যমন্ত্রী। অর্থমন্ত্রীকে থামিয়ে বলেন, সময় বাঁচাতে বক্তৃতার নির্বাচিত অংশ পড়ছেন অমিতবাবু। তিনিও রেলমন্ত্রী থাকার সময় একই ভাবে বাজেট পেশ করতেন। বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্রও মুখ্যমন্ত্রীর সঙ্গে একমত হন। যদিও বাজেট বক্তৃতায় নেই, এমন অনেক কথাই বলছেন অমিতবাবু।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.