টুকরো খবর
শ্লীলতাহানির অভিযোগে ধৃত অটোচালক
নাবালিকার শ্লীলতাহানির অভিযোগে এক অটোচালককে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার দুপুরে ঘটনাটি ঘটেছে ফুলবাগানের ভিআইপি বাজারের কাছে। ধৃত সুনন্দ নন্দন ওরফে তারক ফুলবাগানেরই বাসিন্দা। পুলিশ জানিয়েছে, মানিকতলা মেন রোড থেকে এক মহিলা মেয়েকে নিয়ে অটোয় ওঠেন। পুলিশকে মহিলা জানান, অটোচালক তাঁর প্রতিবেশী। ফুলবাগানের একটু আগে তিনি একটি দরকারে অটো থেকে নেমে যান এবং তারককে তাঁর মেয়েকে বাড়িতে পৌঁছে দিতে বলেন। পুলিশ জানায়, ভিআইপি বাজারের কাছে অটো দাঁড় করিয়ে তারক ওই মেয়েটির সঙ্গে অশালীন আচরণ করে। মেয়েটির চিৎকারেই ঘটনাটি স্থানীয়দের নজরে আসে। তাঁরাই তারককে পুলিশে দেন।

শুরু খাল সংস্কার
বাগুইআটি থানার জগৎপুর থেকে শুরু হল বাগজোলা খাল সংস্কারের কাজ। সোমবার সন্ধ্যায় এর উদ্বোধন করেন সেচমন্ত্রী রাজীব বন্দ্যোপাধায়। ছিলেন বিধায়ক পূর্ণেন্দু বসু, নিউ টাউনের বিধায়ক সব্যসাচী দত্ত, তৃণমূলের নেতা-নেত্রীরা। সেচমন্ত্রী জানান, ২৭ কিমি দীর্ঘ পুরো খালটিই সংস্কার করা হচ্ছে। খালের পাড় বরাবর রাস্তাও সারানো হবে। মন্ত্রী আরও জানান, খালের উপরে থাকবে পাঁচটি নতুন সেতু। ২০১৫ সালের মধ্যে কাজ শেষ হবে বলে দাবি করেছেন মন্ত্রী।

দুষ্কৃতী গ্রেফতার
এন্টালির পামারবাজারে ট্রাক থামিয়ে চালক ও খালাসিদের থেকে কয়েক হাজার টাকা, মোবাইল ও ঘড়ি লুঠের ঘটনায় সোমবার এক দুষ্কৃতী গ্রেফতার হল। যুগ্ম কমিশনার (অপরাধ দমন) পল্লবকান্তি ঘোষ জানান, ধৃতের নাম মহম্মদ রহিম। তার কাছে ৩টি মোবাইল মিলেছে। ধৃতকে জেরায় আরও কিছু দুষ্কৃতীর হদিস মিলেছে।

রক্তচন্দন-সহ ধৃত
রক্তচন্দন-সহ ধরা পড়লেন তিন চিনা যুবক। ধৃতদের নাম চেন মিলং, চেন জিগে এবং চেন ঝিজে। রবিবার তাঁরা কুনমিং যাওয়ার জন্য উড়ান ধরতে এসেছিলেন। তল্লাশিতে তাঁদের ব্যাগে ৩০ কেজি করে রক্তচন্দন উদ্ধার হয়। সোমবার আদালত ধৃতদের ১৪ দিনের জেল হেফাজত দিয়েছে।

সশ্রম কারাদণ্ড
দেড় কিলো চরস পাচারের চেষ্টার অপরাধে এক দুষ্কৃতীকে ১৪ বছর সশ্রম কারাদণ্ড দিল আলিপুর আদালত। সোমবার অতিরিক্ত জেলা জজ সুপ্রতিম ভট্টাচার্য ওই নির্দেশ দেন। পুলিশ জানায়, শেখ রাজু নামে ওই দুষ্কৃতী ২০১১-র ১৫ নভেম্বর পিকনিক গার্ডেন থেকে ওই চরস পাচারের চেষ্টা করে।

ব্যবসায়ী খুন
বরাহনগরের আলমবাজারে সোমবার রাতে এক আলু ব্যবসায়ীকে গুলি করে খুন করা হয়েছে। পুলিশ জানায়, নিহতের নাম সুনীল সাউ (৩৫)। বাড়ির লোকেরা পুলিশকে জানান, রাতে একটি ফোন পেয়ে তিনি বেরিয়ে যান। আলমবাজার মোড়ের কাছে কয়েক জন দুষ্কৃতী তাঁকে গুলি করে পালিয়ে যায়।

টক্করের ফল
—নিজস্ব চিত্র।
সল্টলেকের সুকান্তনগরে রেষারেষি করে দৌড়তে গিয়ে কলকাতা স্টেশন-গড়িয়া রুটের একটি বাস উল্টে ১৬ জন জখম হয়েছেন। পুলিশ জানায়, সোমবার রাতে ওই বাসটি টক্কর দিচ্ছিল নবদিগন্ত-তারাতলা রুটের একটি বাসকে। দ্বিতীয় বাসটি আচমকা দাঁড়িয়ে পড়ায় অন্য বাসটি তাতে ধাক্কা মেরে উল্টে যায়। এক জনের অবস্থা আশঙ্কাজনক।
 
 
 


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.