টুকরো খবর
লাভপুরের নির্যাতিতার কাছে এলেন বাবুলাল
লাভপুর-কাণ্ডে নির্যাতিতা তরুণীর সঙ্গে এ বার দেখা করলেন ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী বাবুলাল মারাণ্ডি। সোমবার তিনি সাত মহিলা-সহ ১১ জনের প্রতিনিধি দলকে নিয়ে সিউড়ির ওই হোমে যান। পরে ঝাড়খণ্ড বিকাশ মোর্চার সাংসদ সুবলপুর লাগোয়া চৌহাট্টার মজুমদার ডাঙায় একটি জনসভাও করেন। এ দিন বোলপুর হয়ে বেলা সাড়ে ১২টা নাগাদ বাবুলালবাবু প্রথমে সিউড়ি সার্কিট হাউসে যান। সেখানে বীরভূম আদিবাসী গাঁওতার নেতাদের সঙ্গে একপ্রস্থ আলোচনা সারেন। দুপুর পৌনে দুটো নাগাদ সদলবলে নির্যাতিতার কাছে পৌঁছন। সঙ্গে ছিলেন গাঁওতা নেতা সুনীল সোরেন ও রথীন কিস্কু। হোমের ভেতরে সাংসদ তরুণী ও তাঁরা মায়ের সঙ্গে কথা বলেন। পরে হোম থেকে বেরিয়ে সাংবাদিকদের কাছে বাবুলালবাবু দাবি করেন, “তরুণী ও তাঁর মায়ের সঙ্গে কথা বলে আমার মনে হয়েছে, সালিশীসভায় ধর্ষণের কথা বলা হয়নি। তবে, ধর্ষণ হয়ে থাকলে যারা তা করেছে, তারাই দোষী।” কিন্তু এই ঘটনাকে কেন্দ্র করে আদিবাসী সমাজকে হেয় করার চেষ্টা হচ্ছে বলেও তিনি অভিযোগ করেন। চৌহাট্টার জনসভাতেও তাঁর সুর মোটামুটি একই রকম ছিল। ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী এই ঘটনায় একটি উচ্চ পর্যায়ের তদন্তের দাবি করেছেন। জনসভায় তিনি বলেন, “কেউ অপরাধ করে থাকলে তার কঠোর শাস্তির দাবি জানাচ্ছি। তবে, দেখতে হবে কোনও ভাবেই যেন কোনও নির্দোষ ব্যক্তি শাস্তি না পান। আদিবাসী সংস্কৃতির উপরেও যেন কোনও আঘাত না আসে।” তেমনটা হলে ভবিষ্যতে তিনি কলকাতার রাস্তায় আন্দোলনে নামার হুমকিও দিয়েছেন।

ফের ভাঙন বিরোধী দলে
কংগ্রেসের পর সিপিএম। রামপুরহাট ২ পঞ্চায়েত সমিতির দুনিগ্রাম পঞ্চায়েতের বালসা সংসদের সিপিএম সদস্য রত্না বন্দ্যোপাধ্যায় সোমবার তৃণমূলে যোগ দিলেন। রত্নাদেবী বলেন, “কী করব। অন্য দলের সদস্যরা সব তৃণমূলে যোগ দিয়েছেন। এখানে আমার কিছু করার নেই। তা ছাড়া, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নমূলক কাজ দেখে তৃণমূলে যোগ দিয়েছি এবং দলের শীর্ষ নেতৃত্বকে জানিয়ে দল বদল করেছি।” অবশ্য এই দল বদলের ব্যাপারে তিনি কিছুই জানেন না বলে দাবি করেছেন সিপিএমের রামপুরহাট ২ জোনাল সম্পাদক কালাম মোল্লা। তিনি এ ব্যাপারে লোকাল নেতৃত্বের কাছে খোঁজ নেবেন জানিয়েছেন। কালাম মোল্লা বলেন, “পঞ্চায়েত নির্বাচনের সময় স্থানীয় কর্মীদের কথা শুনে রত্নাদেবীকে প্রার্থী করা হয়েছিল। তিনি দলের কোনও সদস্য নন। তা ছাড়া, ওঁদের রাজনৈতিক বোধশক্তির অভাবের জন্য এক দলে জয়ী হয়ে অন্য দলে গিয়েছেন।” অন্য দিকে, রবিবার ১৭ আসনের দুনিগ্রাম পঞ্চায়েতের কংগ্রেসের প্রধান ও উপপ্রধান-সহ ৫ জন কংগ্রেস সদস্য তৃণমূলে যোগ দিয়েছিলেন। দুনিগ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ফের কংগ্রেসে ফিরে আসেন। উপপ্রধান তথা স্থানীয় কয়েম্বা গ্রাম সংসদের সদস্য অসিত মাল দাবি করেন, “প্রধান ভুল বুঝিয়ে আমাকে তৃণমূলে যোগদান করিয়েছিল। কংগ্রেসের নির্বাচিত সদস্য হিসেবে আমি থাকতে চাই।”

সম্প্রীতি ভলিবল
সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার্থে লাভপুরের আভাডাঙা ময়ূরাক্ষী জনকল্যাণ সোসাইটির উদ্যোগে ১০ এবং ১৬ ফেব্রুয়ারি দু’দিন ভলিবল প্রতিযোগিতা হয়েছে স্থানীয় নবগ্রাম নতুনপল্লি সংলগ্ন মাঠে। এলাকার ১৬টি দল ওই প্রতিযোগিতায় যোগ দিয়েছিল। ফাইনালে লড্ডা তরুণ সঙ্ঘ ২৫/১৩, ২৫/১৯ এবং ২৪/২৬ সেটে কীর্ণাহার ভাইভাই ক্লাবকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। লড্ডা-র শ্রীকান্ত ঘোষ ম্যান অফ দ্য ম্যাচ এবং কীর্ণাহারের আকাশ চক্রবর্তী ম্যান অফ দ্য সিরিজ নির্বাচিত হন। আয়োজক সংস্থার সম্পাদক মহম্মদ লখিবুদ্দিন জানান, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার পাশাপাশি প্রত্যন্ত এলাকায় খেলার প্রতি আগ্রহ বাড়াতে এই প্রতিযোগিতার আয়োজন।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.