জমির পাট্টা ও খতিয়ানের নথির সঙ্গে উপভোক্তাদের নারকেল গাছের চারা বিলি করল জেলা প্রশাসন। রবিবার জেলার ১২ টি ব্লকে প্রায় তিন হাজার ভূমিহীন পরিবারের সদস্যদের মধ্যে এলাকা ভিত্তিক অনুষ্ঠান করে জমির পাট্টা ও খতিয়ান বিলি হয়। সকলের হাতেই একটি করে নারকেল গাছের চারা দেওয়া হয়। ‘নিজ ভূমি নিজ গৃহ’ প্রকল্পে পাট্টা ও খতিয়ানের সঙ্গে নারকেল গাছের চারা বিলির অভিনব উদ্যোগে খুশি উপভোক্তারাও। জেলা শাসক মোহন গাঁধী বলেন, “জমির মালিকানার সঙ্গে পরিবারগুলিকে বিকল্প আয়ে উৎসাহিত করতে উপভোক্তার হাতে চারা দেওয়া হয়।”
এ বছরে জেলায় প্রায় ৫ হাজার পরিবারকে ‘নিজ ভূমি নিজ গৃহ’ প্রকল্পে জমির পাট্টা খতিয়ান দেওয়ার লক্ষ্যমাত্রা নেওয়া হয়। এর আগে ২ হাজার পাট্টা ও খতিয়ান বিলি করা হয়। এ দিন রাজ্যের বিভিন্ন জেলার সঙ্গে কোচবিহারেও বাকিদের পাট্টা ও খতিয়ান বিলি করা হয়। জেলার ভূমি ও ভূমি সংস্কার আধিকারিক প্রফুল্ল রায় বলেন, “সদর মহকুমায় সব মিলিয়ে ওই প্রকল্পে ৪৯১টি পরিবারকে জমির পাট্টা ও খতিয়ান দেওয়া হয়েছে। এ দিন দিনহাটা ১ ও দিনহাটা ২ ব্লকেও ১৩১ ও ১৩২ জন জমির পাট্টা ও খতিয়ান পেয়েছেন।” নয়ারহাটের সফিরুদ্দিন মিঁয়া বলেন, “জমির মালিকানা না থাকায় উদ্বেগে ছিলাম। গাছ লাগাতেও উৎসাহ ছিল না। জমির কাগজের সঙ্গে নারকেল চারা পেয়ে ভাল লাগছে।” প্রশাসন সূত্রে জানা গিয়েছে, নারকেল গাছের প্রতি বাসিন্দাদের বাড়তি আগ্রহ ও ভবিষ্যতে বিকল্প আয়ের সম্ভবনার কথা মাথায় রেখেই নারকেল চারা বিলির বিষয় চূড়ান্ত হয়। কোচবিহার ১ ব্লক ছাড়াও দিনহাটা ১ ও ২ ব্লকে পাট্টা ও খতিয়ান বিলির অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের পরিষদীয় সচিব বন উন্নয়ন নিগমের চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ। তিনি এ দিন বলেন, “জমির মালিকানার স্বীকৃতি পাওয়ার পর প্রত্যেক পরিবারকে গাছ লাগাতে উৎসাহিত করা এবং বিকল্প আয়ের ব্যবস্থা করতেই এই উদ্যোগ।”
এ ছাড়াও সরকারি প্রকল্পে পাট্টা বিলি হল ইসলামপুর মহকুমার পাঁচটি ব্লকে। রবিবার দুপুরে ইসলামপুর, গোয়ালপোখর বিডিও অফিসে পাট্টা দান করেন জনশিক্ষা ও গ্রন্থাগার মন্ত্রী আবদুল করিম চৌধুরী। মহকুমার ৫টি ব্লকে ২১১৭ জনের হাতে পাট্টা দেওয়া হয়েছে। একইভাবে ভূমিহীন দুঃস্থ বাসিন্দাদের মধ্যে পাট্টা বিলি করল মালদহ চাঁচল-২ ব্লক প্রশাসন। এ দিন দুপুরে ব্লকের কমিউনিটিট হলে ব্লকের খেমপুর গ্রাম পঞ্চায়েতের কান্ডারণ এলাকার ৫৮ জনকে ৩ শতক করে জমির পাট্টা দেওয়া হয়। দক্ষিণ দিনাজপুরে ৮টি ব্লকে নিজভূমি নিজগৃহ প্রকল্পে ২০০০ ভূমিহীন মানুষের মধ্যে প্রায় ১০০ একর জমির পাট্টা বিলি হয়েছে। এ দিন বিকেল ৩টা নাগাদ বিডিও অফিসগুলি থেকে আনুষ্ঠানিক ভাবে ভূমিহীন বাসিন্দাদের মাথা পিছু ২ কাঠা করে জমির পাট্টা তুলে দেওয়া হয়েছে। |