উদ্বোধনে আইন পরিষদীয় সচিব তথা বিধায়ক বিপ্লব মিত্র। রবিবার দুপুরে মহকুমা হাসপাতালে তোলা নিজস্ব চিত্র।
শিশু ও নবজাতক অন্তর্বিভাগ, প্রসূতি ও স্ত্রী বিভাগ থেকে ডায়ালিসিস এবং সিটিস্ক্যান ইউনিট সহ ৯টি বিভাগের উদ্বোধন হল গঙ্গারামপুর মহকুমা হাসপাতালে। রবিবার দুপুরে ওই বিভাগ এবং পরিষেবা কেন্দ্রের উদ্বোধন করেন আইন পরিষদীয় সচিব তথা বিধায়ক বিপ্লব মিত্র। এ দিন মহকুমা হাসপাতালের সুপার সুদীপ দাস বলেন, “প্রায় ৩ কোটি টাকা ব্যয় করে পরিকাঠামো তৈরি হয়েছে।” |
জেলার গঙ্গারামপুর মহকুমার ৪টি ব্লক গঙ্গারামপুর, হরিরামপুর, বংশী হারি ও কুশমন্ডি ছাড়াও কুমারগঞ্জ এবং তপন ব্লকের একাংশ এলাকার বাসিন্দাদের ওই মহকুমা হাসপাতালের উপর নির্ভরশীল। হাসপাতালের প্রসূতি ওয়ার্ডের ৫৬টি শয্যায় গড়পরতা শতাধিক রোগী থাকেন। এত দিন শিশু ওয়ার্ডের নির্দিষ্ট ২৫টি শয্যায় অন্তত ৫০ শিশুকে গাদাগাদি করে রাখতে হত বলে হাসপাতাল সূত্রে জানানো হয়েছে। তাই এ দিন ৪০ শয্যার শিশু অন্তর্বিভাগ, এ ছাড়া ১৫ শয্যার সিক নিওনেটাল কেয়ার ইউনিট, ৮০ শয্যার প্রসূতি ও স্ত্রী বিভাগের সঙ্গে ৫ শয্যার ডায়ালিসিস এবং সিটি স্ক্যান ইউনিট-এর উদ্বোধন করা হয়েছে। হাসপাতাল চত্বরে ক্লোজড সার্কিট টিভিও বসানো হচ্ছে। জেলাশাসক তাপস চৌধুরী বলেছেন, “সকলকে সরকারি হাসপাতালে উপর নির্ভর করে থাকতে হয়। সে কথা মাথায় রেখে সেখানে দ্রুত পরিকাঠামো উন্নয়নের কাজ চলছে।” পরিষদীয় সচিব বিপ্লববাবু এই দিন বলেছেন, “সাধারণ বাসিন্দাদের কাছে চিকিৎসা পরিষেবা পৌঁছে দিতে এই উদ্যোগ।” |