ফুসফুসের চিকিৎসায়
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
দূষণ-সহ নানা কারণে বিশ্ব জুড়ে ফুসফুসের জটিল অসুখ নীরব ঘাতকের ভূমিকা নিচ্ছে। এর আধুনিকতম চিকিৎসা নিয়ে চিকিৎসকদের মধ্যে সচেতনতা প্রসারে কলকাতায় এক আলোচনাচক্রের আয়োজন করেছিল ‘অ্যাসোসিয়েশন অব চেস্ট ফিজিশিয়ান্স (পশ্চিমবঙ্গ)’। ছিলেন রাজ্যের ৩০০ জন বক্ষরোগ বিশেষজ্ঞ-সহ দেশ-বিদেশের চিকিৎসকেরা। বক্ষরোগ বিশেষজ্ঞ সুমিত রায় তপাদার জানান, অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়ায় রোগীর ঘুমের মধ্যে শ্বাস বন্ধ হয়ে মৃত্যু হতে পারে। মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্ট যক্ষ্মা রোগী কোনও ওষুধেই সাড়া দেন না। তখন চিকিৎসকেরা কী করবেন, তা নিয়ে আলোচনা হয়। ফুসফুস ক্যানসারের নতুন দিক, নিউমোনিয়ার প্রতিষেধক নিউমোকক্কাস টিকার প্রসারে কী ভাবে অগ্রাধিকার দেওয়া উচিত শারীরিক ভাবে দুর্বল রোগীকে আলোচনা হয় সে সব নিয়েও। অ্যাসোসিয়েশনের তরফে সম্পাদক অরুণাভ দত্তচৌধুরী বলেন, “রোগীর সমস্যা দূর করতে দ্রুত ও সঠিক পন্থা গ্রহণে চিকিৎসকদের সহায়তা করবে এই সম্মেলন।”
|
চক্ষু শিবির
নিজস্ব সংবাদদাতা • ঘাটাল |
চন্দ্রকোনার হৈমন্তপুর বিবেকানন্দ উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে নিখরচায় চক্ষু পরীক্ষা শিবির অনুষ্ঠিত হল শনিবার। কলকাতার এক বেসরকারি সংস্থা স্কুলে এসে শতাধিক সাধারণ মানুষ-সহ পড়ুয়াদের চক্ষু পরীক্ষা করেন। ওষুধও দেওয়া হয়। প্রধান শিক্ষক শেখ মনিরুল ইসলাম জানান, স্কুলের পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে ওই অনুষ্ঠান। |