ব্যবসায়ীদের নতুন কমিটি
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
বৃহত্তর শিলিগুড়ি খুচরো ব্যবসায়ী সমিতির নতুন কমিটি তৈরি হল। রবিবার শিলিগুড়ি কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে সমিতির ত্রিবার্ষিক জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়। এ দিন ৭১ জনের কমিটি তৈরি করা হয়। এর মধ্যে থেকেই পরবর্তীতে পদ নির্বাচন করা হবে বলে এ দিন কমিটির বর্তমান সম্পাদক পরিমল মিত্র জানিয়েছেন। সম্মেলনে উপস্থিত ছিলেন শিলিগুড়ির মেয়র গঙ্গোত্রী দত্ত, পুরসভার বিরোধী দলনেতা নুরুল ইসলাম, ব্যবসায়ীদের সংগঠন ফোসিন-এর সম্পাদক বিশ্বজিৎ দাস প্রমুখ। এ দিন মেয়রকে সামনে পেয়ে পুরসভার বিভিন্ন সিদ্ধান্তের বিরোধিতা করেন খুচরো ব্যবসায়ীরা। ট্রেড লাইসেন্সের বর্ধিত মূল্য হ্রাস, রেলের জমি থেকে উচ্ছেদ হওয়া হকারদের পুনর্বাসন, ফুড লাইসেন্সের নয়া নীতি পুনর্বিবেচনার দাবি করা হয় সমিতির পক্ষ থেকে। ব্যবসায়ীদের দাবিকে সমর্থন করেন ফোসিনের সম্পাদক বিশ্বজিৎবাবু ও পুরসভার বিরোধী দলনেতা। মেয়র সমস্ত দাবি শুনে ব্যবসায়ীদের আশ্বাস দেন সমস্ত দাবি পুনর্বিবেচনা করা হবে। তিনি বলেন, “খুচরো ব্যবসায়ীদের স্বার্থ বিরোধী কোনও কাজ করা হবে না।” জানানো হয়, কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে পুরসভার আয়-ব্যয়ের সমতা বজায় রাখার জন্যই। তবু বৃহত্তর স্বার্থের কথা মাথায় রেখে সিদ্ধান্ত বিবেচনা করা যেতে পারে বলে মেয়র জানান। শিলিগুড়ি পুরসভা ও সংলগ্ন এলাকার অধীনে মোট ৭২টি বাজার রয়েছে। তার প্রতিটি থেকে এক বা একাধিক সদস্য নিয়ে এ দিন কমিটি তৈরি করা হয়েছে। পরিমলবাবু বলেন, “এ দিন দেড় হাজার সদস্য সম্মেলনে যোগ দিয়েছিলেন। প্রত্যেকেই চান পুরসভা ব্যবসায়ীদের স্বার্থের কথা মাথায় রাখুক।” পাশাপাশি, শিলিগুড়ি শহর যে ভাবে বাড়ছে, সে ভাবে ফুটপাথ বাড়ছে না। ফলে ক্ষুদ্র ব্যবসায়ীদের ব্যবসার জায়গার প্রচণ্ড অভাব হচ্ছে। এই দিকটাতেও নজর রাখার অনুরোধ পুরসভাকে জানানো হয়েছে। |