ইঞ্জিনিয়ারিং ছাত্র নিখোঁজ
নিজস্ব সংবাদদাতা • খাতড়া |
কলেজে যাচ্ছেন জানিয়ে শনিবার ভোরে বাড়ি থেকে বেরিয়েছিলেন বাঁকুড়ার খাতড়ার ইঞ্জিনিয়ারিং ছাত্র নিত্যানন্দ দাস। তারপর থেকে তাঁর আর কোনও খোঁজ মিলছে না। শনিবার ওই যুবকের বাবা খাতড়া থানায় একটি নিখোঁজ ডায়েরি করেছেন। পুলিশ তদন্ত শুরু করলেও রবিবার বিকেল পর্যন্ত তাঁর খোঁজ মেলেনি। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নিত্যানন্দের বাড়ি খাতড়ার সুভাষপল্লি এলাকায়। উত্তর চব্বিশ পরগনার বেড়াচাঁপার আচার্য জগদীশচন্দ্র বসু টেকনোলজি কলেজের প্রথম বর্ষের ছাত্র তিনি। চার বোন ও এক ভাইয়ের মধ্যে নিত্যানন্দ তৃতীয়। তাঁর বাবা চিত্তরঞ্জন দাস বলেন, “কলেজে যাবে বলে ছেলে শনিবার বাড়ি থেকে বের হয়। কিন্তু দুপুর থেকে তাকে ফোন করতে গিয়ে দেখি মোবাইল ফোনের ‘সুইচ অফ’। বারবার চেষ্টা করেও ওকে ফোনে আর পাওয়া যায়নি। মেসে এবং বন্ধুদের ফোন করেছিলাম। তারা জানিয়েছে, নিত্যানন্দ সেখানে পৌঁছায়নি।” তিনি জানান, আত্মীয়দের বাড়িতে খোঁজ করেও ছেলের হদিস পাননি। শনিবার সন্ধ্যায় তিনি থানায় নিখোঁজ ডায়েরি করেন। পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, ওই যুবকের খোঁজে সর্বত্র যোগাযোগ করা হচ্ছে। তবে এখনও তাঁর হদিশ মেলেনি।
|
পাট্টা বিলি
নিজস্ব সংবাদদাতা • পুরুলিয়া |
পুরুলিয়ার ২০টি ব্লকে রবিবার ভূমিহীনদের পাট্টা দিল জেলা প্রশাসন। জেলাশাসক তন্ময় চক্রবতী জানান, ৩৮০৪ জনকে জমির পাট্টা দেওয়া হয়েছে। কাশীপুর, নিতুড়িয়া, বাঘমুণ্ডি, রঘুনাথপুর ১ ও রঘুনাথপুর ২ ব্লকে সব পাট্টাপ্রাপক উপস্থিত থেকে তাঁদের পাট্টা গ্রহণ করেন।
|
বালিভর্তি কয়েকটি গাড়ি আটকে নথি দেখে সন্দেহ হওয়ায় পুলিশকে জানালেন পুরুলিয়ার জেলা সভাধিপতি সৃষ্টিধর মাহাতো। রবিবার বোরো থানার দিঘি হাইস্কুলে একটি অনুষ্ঠানে যাওয়ার পথে বরাবাজার-মানবাজারের রাস্তায় তিনি ওই পরীক্ষা চালান। তিনি বলেন, “এই এলাকা থেকে অবৈধ ভাবে ঝাড়খণ্ড এবং অন্য এলাকায় বালি পাচার হয় বলে অভিযোগ ছিল। গাড়ির কাগজ পরীক্ষা করে বুঝলাম নথিতে যে পরিমাণ বালির উল্লেখ রয়েছে তার থেকে অনেক বেশি বালি নিয়ে যাওয়া হচ্ছে।” মানবাজার ২ ভূমি এবং ভূমি সংস্কার আধিকারিক তপন অধিকারী বলেন, “লরিগুলিকে না ধরা গেলেও ওই এলাকার নদী ঘাটের দায়িত্বে থাকা এজেন্সির হাত থেকে সমস্ত কাগজপত্র নিয়ে আসা হয়েছে।”
|
ট্রাক্টরের ধাক্কায় এক মহিলার মৃত্যু হল। মৃত বধূর নাম কল্পনা সিং সর্দার (৩৬)। বাড়ি বোরো থানার কুমারী গ্রামে। পথ দুর্ঘটনাটি ঘটেছে শনিবার বান্দোয়ান-মানবাজার রাস্তায়। রাস্তায় বাজনা বাজিয়ে একটি ক্লাবের পক্ষ থেকে বিসজর্ননের শোভাযাত্রা যাচ্ছিল একটি ট্রাক্টরে। গ্রামের মহিলারা প্রতিমার পা ধুয়ে ধূপধুনো জ্বালাচ্ছিলেন। সেই সময় পিছনে থাকা ট্রাক্টরটি গড়িয়ে সামনের ট্রাক্টরে ধাক্কা মারে। কল্পনাদেবী প্রতিমার সামনে ধুপ দিচ্ছিলেন। গাড়ির ধাক্কায় ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
|
কোতুলপুর হিতসাধন পাঠাগারের কমিউনিটি হলে সম্প্রতি একটি সাহিত্য সম্মেলন হয়ে গেল।আয়োজন করেছিল ‘অনামী’ সাহিত্য পত্রিকা। কবিতা পাঠ ও সাহিত্য নিয়ে আলোচনা হয়। |