‘রেল আন্ডারপাস’-এর শিলান্যাস করলেন রেল দফতরের প্রতিমন্ত্রী অধীর চৌধুরী। ওই উপলক্ষে রবিবার খাগড়াঘাট রোড স্টেশনে এক অনুষ্ঠানেরও আয়োজন করে পূর্ব রেল দফতর। রেল দফতর সূত্রে জানা গিয়েছে, পূর্ব রেলের হাওড়া ডিভিশনের কাটোয়া-আজিমগঞ্জ শাখায় খাগড়াঘাট রোড স্টেশন ও জীবন্তি হল্ট স্টেশনের মধ্যে শিয়ালমারা রেলগেটে দিয়ে কান্দি-বহরমপুরগামী বিভিন্ন যানবাহনের যাতায়াতের সুবিধার জন্য প্রায় ৫ কোটি টাকা ব্যয়ে ওই ‘রেল আন্ডারপাস’ নির্মিত হবে।
বৃষ্টি উপেক্ষা করে রেলের ওই অনুষ্ঠানে এ দিন হাজির ছিলেন এলাকার কয়েক হাজার মানুষ। ওই শিলান্যাস অনুষ্ঠানে রেলওয়ে বোর্ডের সদস্য সুবোধকান্ত জৈন বলেন, “গত রেল বাজেটে রেল আন্ডারপাসের কোনও উল্লেখ ছিল না। ফলে অর্থ বরাদ্দও হয়নি। কিন্তু এলাকার মানুষের স্বার্থে কেন্দ্রীয় অর্থমন্ত্রক ও পরিকল্পনা কমিটির (প্ল্যানিং কমিশন) কাছ থেকে ওই রেল আন্ডারপাসের অনুমোদন আদায় করেছেন অধীর চৌধুরী।”
|
পূর্ব রেলের ওই শাখায় প্রতিদিন ২১ জোড়া ট্রেন চলাচল করে। ফলে শিয়ালমারাতে বার বার রেলগেট বন্ধ করার কারণে ব্যাপক যানজট তৈরি হয়। মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালগামী অ্যাম্বুলেন্সও দাঁড়িয়ে থাকতে বাধ্য হয়। সেই কারণে এলাকার মানুষের দীর্ঘ দিনের দাবি ছিল
রেল আন্ডারপাসের।
অধীর চৌধুরী বলেন, “রেলের উন্নয়ন করতে গেলেই জমি জটিলতা তৈরি হচ্ছে। বিশেষ করে রেল ওভার ব্রিজ নির্মাণের ক্ষেত্রে রাজ্য সরকারের অসহযোগিতাও রয়েছে। নসিপুর রেল ব্রিজ মাত্র সাত একর জমির জন্য চালু হচ্ছে না। চাকরি দেওয়ার আশ্বাস দিলেও এলাকার তৃণমূলের নেতারা জমি মালিকদের উস্কানি দিচ্ছে। একই ভাবে পঞ্চাননতলা ও চুঁয়াপুর রেলগেটের উপরে রেল ওভার ব্রিজ রাজ্য সরকারের অসহযোগিতা বন্ধ হয়ে গেল। মেট্রো থেকে ইস্ট-ওয়েস্ট করিডর নির্মাণের কাজেও রাজ্য সরকারের সহযোগিতা পাচ্ছি না।” |