টুকরো খবর |
সুফিয়ানের সঙ্গে ফুটবল মাঠে তাহের
নিজস্ব সংবাদদাতা • তমলুক |
একই দলের হলেও রাজনীতির ময়দানে তাঁদের বিরোধী বলে চেনে লোকে। খেলার ময়দানে দেখা গেল এক সঙ্গে। পঞ্চায়েতের নির্বাচিত জনপ্রতিনিধি ও আধিকারিক-কর্মীদের মধ্যে সমন্বয় বাড়াতে আয়োজিত ফুটবল প্রতিযোগিতায় নন্দীগ্রামের দুই তৃণমূল নেতা আবু তাহের আর শেখ সুফিয়ান খেললেন একই দলের হয়ে। শনিবার ডগলাস ময়দানে আয়োজিত ‘সমন্বয়ী-২০১৪’ ফুটবল প্রতিযোগিতায় নন্দীগ্রাম ১ ব্লকের ১০টি পঞ্চায়েতের জনপ্রতিনিধি, সরকারি কর্মীদের নিয়ে গড়া ১০টি দল ও ব্লক প্রশাসন, পঞ্চায়েত সমিতি মিলিয়ে আরও দু’টি দল খেলে। নন্দীগ্রাম পঞ্চায়েত সমিতির ফুটবল দলের হয়ে খেলেন সুফিয়ান ও তাহের। কোয়ার্টার ফাইনালেই তাঁরা হেরে যান নন্দীগ্রাম পঞ্চায়েত দলের কাছে। তবে, অনেক দিন পরে মাঠে নেমে খেলাটা ভালই উপভোগ করেছেন দুই নেতা। শেখ সুফিয়ানের কথায়, “আমাদের মধ্যে কোনও বিরোধ নেই। বাইরে থেকে লোকে ওটা মনে করে। আমরা একই দলের সৈনিক।” খেলা হচ্ছিল নক-আউট পদ্ধতিতে। ব্লক প্রশাসনের ফুটবল দলের হয়ে খেলতে নামেন বিডিও অমর্ত্য চক্রবর্তী, যুগ্ম-বিডিও ধীমান মিত্র প্রমুখ। সেমিফাইনালে তাঁদের দল হেরে যায় কেন্দেমারি গ্রাম পঞ্চায়েতের কাছে। আর একটি সেমিফাইনালে নন্দীগ্রাম পঞ্চায়েতকে হারিয়ে জেতে দাউদপুর গ্রাম পঞ্চায়েত। এরপর কেন্দেমারি ও দাউদপুর গ্রাম পঞ্চায়েতের মধ্যে ফাইনাল খেলা হয়। ট্রাইব্রেকারেও ড্র হওয়ার পর টসে জিতে চ্যাম্পিয়ন হয় কেন্দেমারি গ্রাম পঞ্চায়েত। দু’টি দলকেই ট্রফি দেওয়া হয়। নন্দীগ্রাম -১ পঞ্চায়েত সমিতির সভাপতি আবু তাহের বলেন, “নিজেদের মধ্যে সম্পর্ক যত ভাল হবে, উন্নয়নের কাজ তত এগোবে।”
|
অঙ্গনওয়াড়ি শিশু উৎসব
নিজস্ব সংবাদদাতা • হলদিয়া |
অঙ্গনওয়াড়ি শিশু উৎসব হল হলদিয়ায়। রবিবার হলদিয়ার ২৬টি ওয়ার্ডের শিশুদের ডাকা হয়েছিল এই অনুষ্ঠানে। স্বাস্থ্যশিবির, নাচ, গান, খেলাধূলার ব্যবস্থা ছিল। বর্ষার কারণে মাঠে খেলাধূলা করা যায়নি। তবে দুর্গাচকের আইটিআই হলঘরে অনুষ্ঠান হয়। পুরপ্রধান দেবপ্রসাদ মণ্ডল জানান, ২৬০০ শিশু ও তাঁদের অভিভাবকদের ডাকা হয়েছিল। বৃষ্টির কারণে এসেছিল সাতেরোশো শিশু। সঙ্গে তাঁদের অভিভাবক। ছিলেন কাউন্সিলররাও। পুরসভার তরফে খাবার বন্দোবস্ত ছিল।
|
রজত জয়ন্তী স্কুলে
নিজস্ব সংবাদদাতা • ঘাটাল |
গৌরা-সোনামুই সাধনচন্দ্র শিশুশিক্ষা নিকেতনের রজত জয়ন্তী উৎসব শুরু হল শনিবার। উদ্বোধন করেন শিশু সাহিত্যিক ভবানীপ্রসাদ মজুমদার। স্কুলের পক্ষে গোরাচাঁদ কাপড়ি বলেন, “দু’দিনের এই অনুষ্ঠানে সেমিনার, বিজ্ঞান বিষয়ক কর্মশালা-সহ সাংস্কৃতিক অনুষ্ঠান হবে।”
|
পর্ষদে বদলি
নিজস্ব সংবাদদাতা • কাঁথি |
বদলি হচ্ছেন দিঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদের বর্তমান নির্বাহী আধিকারিক সৌমেন পাল। তিনি দক্ষিণ ২৪ পরগনার ল্যান্ড রিকিউজেশন অফিসার হিসেবে বারাসতে বদলি হচ্ছেন। নতুন আধিকারিক হচ্ছেন জলপাইগুড়ি জেলার অনগ্রসর জাতি উন্নয়ন দফতরের সুজন দত্ত।
|
বিদ্যুৎস্পৃষ্ট, মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • ঘাটাল |
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক বৃদ্ধার। ঘাটাল থানার জয়কৃষ্ণপুরে রবিবার সকালের ঘটনা। মৃতার নাম মায়া কোটাল (৬৮)। মাঠে যাওয়ার সময় শনিবার থেকে চলা বিক্ষিপ্ত ঝড়-বৃষ্টির জেরে ছিঁড়ে যাওয়া বিদ্যুতের তারে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি।
|
বার্ষিক অনুষ্ঠান
নিজস্ব সংবাদদাতা • কাঁথি |
রবিবার কাঁথি দেশপ্রাণ ব্লকের চালতিতে কাঁথি মহকুমা শিক্ষা সেলের বার্ষিক অনুষ্ঠান হল। চালতি নগেন্দ্র বিদ্যাপীঠে তৃণমূল শিক্ষাসেলের বার্ষিক অনুষ্ঠানের উদ্বোধন করেন শিশির অধিকারী। |
|