|
|
|
|
বৃষ্টিতে ছন্দ হারাল দিঘার সমুদ্র উৎসব
নিজস্ব সংবাদদাতা • কাঁথি |
অসময়ের বৃষ্টিতে ছন্দ হারাল দিঘা সমুদ্র উৎসবের তৃতীয় তথা শেষ দিন।
রবিবার সকাল থেকে একটানা ঝিরঝিরে বৃষ্টির দরুন এ দিনের কর্মসূচির কিছু পরিবর্তন হয়। যেমন, সকালে প্রায় ৩০০ শিশু নিয়ে যে ‘বসে আঁকো’ প্রতিযোগিতা হওয়ার কথা ছিল তা বিকালে মৎস্য দফতরের অতিথিশালায় সরিয়ে নিয়ে যাওয়া হয়। এমনিতেই সামনে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পরীক্ষা থাকায় সমুদ্র উৎসবে পযর্টকদের ভিড় নিয়ে সংশয়ে ছিলেন উদ্যোক্তারা। অবস্থা দেখে হোটেল মালিকরাও সমুদ্র উৎসবে পর্যটকদের ভিড় বাড়াতে ৫০ শতাংশ ছাড় ঘোষণা করেছিলেন। তাতে কিছুটা ফল মিললেও শেষ দিনের অকাল বৃষ্টিতে মাথায় হাত সকলের। |
সৈকতে তিরন্দাজি প্রতিযোগিতা।—নিজস্ব চিত্র। |
অথচ, শুক্রবার সন্ধ্যায় সাংসদ শুভেন্দু অধিকারী সমুদ্র উৎসবের উদ্বোধনের পর শনিবার উৎসবের দ্বিতীয় দিনে দিনভর বিচ ম্যারাথন, তিরন্দাজি, কুস্তি, জুডো, খো-খো, ভলিবল, কবাডি প্রতিযোগিতা হয় ভাল ভাবেই। তিরন্দাজি দেখতে পর্যটকদের পাশাপাশি ভিড় জমান স্থানীয়রাও। শনিবার রাজ্য পরিবেশ দফতরের পক্ষ থেকে সুসংহত তট পরিচালন ব্যবস্থা প্রকল্পে সৈকত পরিচ্ছন্নতা নিয়ে সৈকতে রণপা নৃত্যের মাধ্যমে সচেতনতামূলক প্রচার চালানো হয়। সন্ধ্যায় পুলিশ হলিডে মাঠে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। দিঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদের অন্যতম সদস্য ও জেলা মৎস্য কর্মাধ্যক্ষ দেবব্রত দাস বলেন, ‘‘গত দু’বারের তুলনায় এ বারই সবচেয়ে বেশি ভিড় হয়েছে।”
রবিবার সন্ধ্যায় সমাপ্তি অনুষ্ঠানে ছিলেন ঊষা উত্থূপ। মাথায় ছাতা নিয়ে হাজার দু’য়েক শ্রোতা ভিড় জমান গান শুনতে। তবে, সমুদ্রবক্ষে আতসবাতি প্রদর্শনীটি আবহাওয়ার কারণে বাদ দিতে হয় উদ্যোক্তাদের। |
|
|
|
|
|