|
|
|
|
দুর্ঘটনায় মৃত্যু তৃণমূল নেতার
নিজস্ব সংবাদদাতা • তমলুক ও হলদিয়া |
সন্ধ্যার অনুষ্ঠানেই সঞ্চালকের প্রাণবন্ত ভূমিকায় দেখা গিয়েছিল তাঁকে। রাতে খবর এল সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে মহিষাদল পঞ্চায়েত সমিতির কর্মাধক্ষ্য তথা তৃণমূল নেতা সোমনাথ মাইতির (৬৯)। শনিবার রাতে হলদিয়া-মেচেদা সড়ক ধরে বাড়ি ফেরার পথে মহিষাদল থানার মাশুড়িয়ার কাছে একটি গাড়ির সঙ্গে ধাক্কা লেগে গুরুতর আহত হন তিনি। স্থানীয় বাসিন্দারা গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে মহিষাদলের বাসুলিয়া গ্রামীণ হাসপাতালে ভর্তি করেন। পরে তমলুক জেলা হাসপাতালে ভর্তি করা হয়। রাতে সেখানেই মৃত্যু হয় তাঁর। আদতে মুগবেড়িয়ার গড়হরিপুর গ্রামের বাসিন্দা সোমনাথবাবু পড়াশোনা ও কর্মসূত্রে মহিষাদলের গড়কমলপুরের
|
সোমনাথ মাইতি।
—নিজস্ব চিত্র। |
বাসিন্দা হয়ে গিয়েছিলেন। স্থানীয় গয়েশ্বরী বালিকা বিদ্যালয়ের রসায়নবিদ্যার প্রাক্তন শিক্ষক সোমনাথবাবু গড়কমলপুর পঞ্চায়েতের প্রধান পদে ছিলেন দু’দফায়। মহিষাদল পঞ্চায়েত সমিতির বন ও ভূমি সংস্কার দফতরের কর্মাধক্ষ্য ছাড়াও তৃণমূলের মহিষাদল ব্লক সভাপতির পদে ছিলেন তিনি। শনিবার সন্ধ্যায় মহিষাদলের লক্ষ্যা-২ গ্রাম পঞ্চায়েত এলাকার কালিকাকুণ্ডু গ্রামে একটি শিশু উদ্যানের উদ্বোধনী অনুষ্ঠানে গিয়েছিলেন সোমনাথবাবু। মহিষাদল পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি তিলক চক্রবর্তী জানান, ওই অনুষ্ঠান শেষে বাবুপুরে এসে সোমনাথবাবুর সঙ্গে চা খেয়েছিলেন তিনি। দলের আরও অনেক নেতা-কর্মী ছিলেন। গল্পগুজব করার পর এক সঙ্গে গাড়িতে যাওয়ার জন্য সোমনাথবাবুকে ডাকাডাকিও করেছিলেন তিলকবাবু। কিন্তু সোমনাথবাবু তাঁদের জানান, কাছে বালক সঙ্ঘের একটি পুরস্কার বিতরণ অনুষ্ঠানে যাবেন। নিজের মোটর সাইকেলেই বাড়ি ফিরবেন। তিলকবাবু বলেন, “রাত ৯টা নাগাদ একটি অচেনা নম্বর থেকে ফোন আসে দুর্ঘটনার খবর জানিয়ে।”
রবিবার তমলুক জেলা হাসপাতালে এসে তাঁর প্রতি শ্রদ্ধা জানান জলসম্পদ মন্ত্রী সৌমেন মহাপাত্র-সহ জেলার তৃণমূল নেতৃত্ব। বাড়ি গিয়ে তাঁর স্ত্রী-পুত্রকে সান্ত্বনা দেন স্থানীয় বিধায়ক তথা রাজ্যের পরিবেশমন্ত্রী সুদর্শন ঘোষ দস্তিদার। মহিষাদলে দলীয় কার্যালয়ে শেষ শ্রদ্ধা জানানোর পরে তমলুকের সাংসদ শুভেন্দু অধিকারী বলেন, “অত্যন্ত জনপ্রিয় ছিলেন সোমনাথবাবু। আমাদের দলের একজন দক্ষ সংগঠক ছিলেন। তাঁর মৃত্যুতে দলের অপূরণীয় ক্ষতি হল।” জেলা পরিষদের কৃষি কর্মাধ্যক্ষ বুদ্ধদেব ভৌমিক জানান, তাঁর মৃত্যুর জেরে মহিষাদল পঞ্চায়েত সমিতির অফিস প্রাঙ্গণে রবিবার পাট্টা বিলির অনুষ্ঠান স্থগিত করা হয়েছে। মহিষাদল ব্লক অফিসে কয়েকজনের হাতে পাট্টা তুলে দেওয়া হয় শুধু। রবিবারই ছিল মহিষাদলের সতীপ্রসাদ কাপের ফাইনাল। শোকের আবহে খেলা বাতিল হয়েছে। |
|
|
|
|
|