বুবকার বিশ্বরেকর্ডও ভেঙে গেল
পোলভল্টে কিংবদন্তি সের্গেই বুবকা-র ২০ বছরের পুরনো বিশ্বরেকর্ড ভেঙে দিলেন রেনোঁ লাভিয়েনি। যে ঐতিহাসিক ঘটনা নিজের শহরের স্টেডিয়ামে বসে গত রাতে দেখলেন স্বয়ং বুবকা। সাতাশ বছরের ফরাসি পোলভল্টারকে ভিভিআইপি গ্যালারি থেকে হাততালি দিয়ে অভিনন্দন জানানোই শুধু নয়। কিছুক্ষণের মধ্যেই টুইটারে বুবকা লেখেন, ‘রেনোঁ-র জন্য দারুণ আনন্দ হচ্ছে। আরও আনন্দ পেয়েছি আমার বিশ্বরেকর্ডটা আমার শহরেই ভাঙতে দেখে। ব্র্যাভো রেনোঁ!’
উনিশশো চুরানব্বইয়ের ৩১ জুলাই ইতালির সেসত্রিয়ে-তে বুবকার ৬.১৪ মিটারের নজিরকে দু’হাজার চোদ্দোর ১৫ ফেব্রুয়ারি ইউক্রেনের ডনেস্কে রেনোঁ ৬.১৬ মিটার (২০ ফুট ২.৫ ইঞ্চি) লাফিয়ে অতিক্রম করলেও সেটা অবশ্য ইন্ডোর মিটে গড়া বিশ্বরেকর্ড। আন্তর্জাতিক অ্যামেচার অ্যাথলেটিক্স ফেডারেশনের (আইএএএফ) পরিসংখ্যানে অবশ্য আউটডোর-ইন্ডোর মিলিয়ে পুরুষদের পোলভল্টে এখন থেকে এটাই বিশ্বরেকর্ডের মর্যাদা পাবে।
কিংবদন্তিকে টপকানোর নায়ক
নাম: রেনোঁ লেভিয়েনি
দেশ: ফ্রান্স
বয়স: ২৭
উচ্চতা: ১.৭৬ মিটার
ওজন: ৬৯ কেজি

সাফল্য: ২০১২ লন্ডন অলিম্পিকে সোনাজয়ী।
আইএএএফ ডায়মন্ড লিগে টানা চার বারের (২০১০-১৩) সেরা।
পরিবার: ভাই ভ্যালেন্টিন লেভিয়েনি-ও পোলভল্টার
বুবকা তাঁর অবিস্মরণীয় কেরিয়ারে প্রথমে সাবেক সোভিয়েত ইউনিয়ন এবং পরে ইউক্রেনের হয়ে ৩৫ বার পোলভল্টে বিশ্বরেকর্ড ভেঙেছিলেন। অ্যাথলেটিক্স বিশ্বে তিনিই প্রথম পোলভল্টার, ৬ মিটারের বাধা অতিক্রম করেছিলেন। ঊনত্রিশ বছর আগে, ১৯৮৫-তে। তার পর থেকে এখন পর্যন্ত পোলভল্টের ‘সিক্স মিটার ক্লাব’-এ আরও ১৭ জন সদস্য হয়েছেন। যাঁদের অন্যতম রেনোঁ ২০১২ লন্ডন অলিম্পিকে পোলভল্টে সোনাজয়ী-ও।
পোলভল্ট হল অ্যাথলেটিক্সের অন্যতম জনপ্রিয় ট্র্যাক অ্যান্ড ফিল্ড ইভেন্ট। এই লাফে পূর্ব নির্দিষ্ট উচ্চতায় রাখা ‘বার’ অতিক্রম করতে অ্যাথলিট একটি লম্বা, নমনীয় পোল-এর সাহায্য নেন। এবং সেটা হাতে নিয়েই দৌড়ে এসে লাফান। আধুনিক অ্যাথলেটিক্সে এই ‘পোল’ ফাইবারগ্লাস বা কার্বনফাইবারের তৈরি, অতি হাল্কা। অলম্পিকে সরকারি ভাবে পদক ইভেন্ট যথাক্রমে ১৮৯৬ (পুরুষ) ও ২০০০ (মেয়ে) সাল থেকে। বুবকার কুড়ি বছরের পুরনো বিশ্বরেকর্ড ভেঙে যাওয়ায় অ্যাথলেটিক্স মহলে আলোচনা চলছে এখনও না ভাঙা বিশ্বরেকর্ডগুলো নিয়ে।
বহু পুরনো বিশ্বরেকর্ড যা এখনও অটুট
• হাইজাম্পে কিউবার জেভিয়ার সোতোমেয়ারের ২.৪৫ মিটার। ২১ বছর (২৭ জুলাই, ১৯৯৩ থেকে)
• লংজাম্পে যুক্তরাষ্ট্রের মাইক পাওয়েলের ৮.৯৫ মিটার। ২৩ বছর (৩০ অগস্ট, ১৯৯১ থেকে)
• ৪০০ মিটার হার্ডলসে যুক্তরাষ্ট্রের কেভিন ইয়ংয়ের ৪৬.৭৮ সেকেন্ড। ২২ বছর (৬ অগস্ট, ১৯৯২ থেকে)
• মেয়েদের সবচেয়ে পুরনো ৮০০ মিটারে তৎকালীন চেকোশ্লোভাকিয়ার জার্মিলা ক্র্যাটচভিলোভা-র ১ মিনিট ৫৩.২৮ সেকেন্ড। ৩১ বছর (২৬ জুলাই ১৯৮৩ থেকে)




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.