|
|
|
|
ফুটবল মাঠে গুন্ডামি |
নবি দুষছেন প্রশাসনকে
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
আবার বোমা। আবার সেই যুবভারতী।
ফুটবল মাঠে বোমা কিংবা ইট-পাটকেলের আঘাতে আক্রান্ত হওয়ার ঘটনা যেন রোজকারের ব্যাপার হয়ে উঠেছে! বড় ম্যাচে উত্তেজনা মানেই কি ফুটবলার বা দর্শকদের নিরাপত্তার কোনও নিশ্চয়তা নেই? শনিবারের আইএফএ শিল্ড ফাইনালে বোমার আঘাতে চিত্রসাংবাদিকের আহত হওয়ার ঘটনা নতুন করে প্রশ্ন তুলে দিল ফুটবল মাঠের নিরাপত্তা নিয়ে।
শিল্ড ফাইনালে বোমার আঘাতে চিত্রসাংবাদিক স্বপন মহাপাত্র জখম হয়ে হাসপাতালে ভর্তি। জখম কোনও ফুটবলারও হতে পারতেন! আবার একটা ‘রহিম নবি’ হতে পারত! গত মরসুমে আই লিগের বড় ম্যাচে গ্যালারি থেকে উড়ে আসা ইটের আঘাতে একটা সময় অভিমানে যিনি খেলা ছেড়ে দেওয়ার কথাও ভেবেছিলেন। এখন প্রশ্ন, কী ভাবে এ সব ঘটনায় রাশ টানা যায়? আইএফএ সচিব উৎপল গঙ্গোপাধ্যায় বললেন, “সমর্থকদের মধ্যে সচেতনতা বাড়াতে হবে। যাঁরা মাঠে খেলা দেখতে আসছেন, তাঁরাই এই সব বন্ধ করতে পারবেন। স্টেডিয়ামে হাজার নিরাপত্তা থাকলেও, সব সময় পরীক্ষা করে ঢোকানো সম্ভব হয় না। এক সঙ্গে ৫০ হাজার লোক ঢুকলে যা হয়! আমি তিন প্রধানের সঙ্গেই এ নিয়ে আলোচনায় বসব।” |
শনিবারের যুবভারতী। |
উৎপলবাবু সমর্থকদের সচেতন হওয়ার পরামর্শ দিলেও, নবি কিন্তু পুলিশ প্রশাসনকেই গোটা ঘটনার জন্য দায়ী করছেন। তাঁর যুক্তি, “শুধু সমর্থকদের দোষ দিয়ে লাভ নেই। স্টেডিয়ামে দর্শকদের পরীক্ষা করে ঢোকানোর দায়িত্ব পুলিশের। তাঁদের চোখ এড়িয়ে যদি কোনও লোক বোমা, ইট-পাটকেল নিয়ে ঢুকে পড়ে, সেটা পুলিশেরই ব্যর্থতা। ফুটবল মাঠে এ সব ঘটনা হতে থাকলে, একটা সময় আসবে কেউ আর মাঠে খেলা দেখতে যাবে না। আজকে যদি ওই চিত্রসাংবাদিকের কিছু উনিশ-বিশ হয়ে যায়, আইএফএ কি তাঁর দায়িত্ব নেবে? তা ছাড়া কোনও ফুটবলারও জখম হতে পারত আবার!”
নবি পুলিশ প্রশাসনের দিকে আঙুল তুললেও, রাজ্যের ক্রীড়ামন্ত্রী মদন মিত্রের গলায় আবার অন্য সুর। তাঁর যুক্তি, “গ্যালারির যে অংশ থেকে বোমা পড়েছিল, সেটা আমরা ম্যাচ শেষ হওয়া পর্যন্ত কড়া নজরদারিতে রেখেছিলাম। ওই সময় আমরা কোনও কড়া প্রশাসনিক ব্যবস্থা নিলে, পরিস্থিতি আরও খারাপ হতে পারত।” কিন্তু পুলিশের চোখ এড়িয়ে বোমা স্টেডিয়ামে ঢুকল কী ভাবে? ক্রীড়ামন্ত্রীর কথায়, “ম্যাচটা সন্ধেবেলা শুরু হয়েছিল বলে অনেকে অন্ধকারের সুযোগ নিয়ে ঢুকে পড়েছিল। আগামী দিনে এই সব বড় ম্যাচে আমরা আরও সতর্ক থাকব।”
ক্রীড়ামন্ত্রী স্টেডিয়াম থেকে বোমাবাজির বিষয়টাকে একেবারে নির্মূল করার আশ্বাস দিতে না পারলেও, আক্রান্ত চিত্রসাংবাদিকের পাশে দাঁড়াচ্ছেন। রবিবার রাতে মদনবাবু বললেন, “রাজ্য সরকার ওই চিত্রসাংবাদিকের সব চিকিৎসার খরচ বহন করবে। তবে খুশির খবর হল, ওঁর অবস্থা এখন স্থিতিশীল।” |
|
|
|
|
|