|
|
|
|
গোয়ায় ভারতকে হারাতে চান মামিনুল
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
কলকাতায় শিল্ড হারের জবাব গোয়ায় দিতে চাইছেন মামিনুলরা। তবে সেটা শেখ জামাল ধানমন্ডির জার্সিতে নয়। বাংলাদেশের জার্সিতে।
পরের মাসেই (৫ মার্চ) ভারত-বাংলাদেশ ফিফা ফ্রেন্ডলি ম্যাচ। এবং সেই ম্যাচকে এখন পাখির চোখ করেছেন বাংলাদেশের ফুটবলাররা। রবিবার দেশে ফেরার আগে ধানমন্ডির অধিনায়ক মামিনুল বলে গেলেন, “পরের মাসে আমাদের খেলা আছে ভারতের সঙ্গে। ওই ম্যাচটা জিতে দেশের নাম উজ্জ্বল করতে চাই।” মামিনুলদের শরীরীভাষায় প্রতিশোধের গন্ধ লেপ্টে থাকলেও, ধানমন্ডি কর্তাদের গলায় আবার অন্য সুর। ক্লাব প্রেসিডেন্ট মনজুর কাদের বলছিলেন, “মোহনবাগান, ইস্টবেঙ্গলের মতো বড় দলকে হারানো তো আর মুখের কথা নয়। ফাইনালেও আমরা ভাল খেলেছি। এই সাফল্য আমাদের দেশের ফুটবলকে উদ্বুদ্ধ করবে।”
দেশে ফেরার আগে আয়োজক আইএফএ-র প্রশংসাও ধানমন্ডি কর্তাদের মুখে। প্রসঙ্গত, ফাইনালের পরে পুরস্কার বিতরণী অনুষ্ঠান বয়কট করে নতুন বিতর্ক উস্কে দিয়েছিলেন নর্দি-এমেকারা। কিন্তু রবিবার ধানমন্ডি প্রেসিডেন্ট মনজুর কাদের বললেন, “আইএফএ আমাদের সবরকম সহায়তা করেছে। পুরস্কার বিতরণী অনুষ্ঠান বয়কট করিনি। মাঠে তখন লোক ঢুকে পড়েছিল বলে আমরা একটু দূরে দাঁড়িয়েছিলাম। পঁয়তাল্লিশ মিনিট পরে আমরা ড্রেসিংরুমে ফিরি। কোনও ভাবে একটা ভুল বার্তা গিয়েছে।” যদিও বিশ্বস্ত সূত্রে খবর, মহমেডান ম্যাচের পরে উত্তপ্ত বাক্য বিনিময় হয় ধানমন্ডি কোচ এবং কর্তাদের মধ্যে-। পরিস্থিতি এমন জায়গায় গড়ায় যে জল্পনা শুরু হয় তাদের কোচ ইস্তফা দিয়ে দেবেন। যদিও এ দিন ধানমন্ডির কোচ জোসেফ আফুসি কর্তাদের পাশে বসেই সাংবাদিক সম্মেলন করেন। কর্তারাও এ ব্যাপারে কোনও মন্তব্য করতে চাননি। |
|
|
|
|
|