টুকরো খবর
বিজয় হাজারেতে তারুণ্যে ভরসা
বিজয় হাজারে ট্রফির আঞ্চলিক পর্বের জন্য গড়া বাংলা দলে অভিজ্ঞতা ও তারুণ্য মেশানোর চেষ্টা করলেন নির্বাচকরা। দলে যেমন লক্ষ্মীরতন শুক্ল, ঋদ্ধিমান সাহা, মনোজ তিওয়ারি, অশোক দিন্দা, সৌরাশিস লাহিড়ী, শ্রীবৎস গোস্বামী, দেবব্রত দাসের মতো সিনিয়ররা রয়েছেন, তেমনই আমির গনি, সুদীপ চট্টোপাধ্যায়, সায়নশেখর মন্ডল, জয়জিৎ বসু, ইরেশ সাক্সেনা, বীর প্রতাপ সিংহ, বিবেক সিংহ, বি অমিত, প্রীতম চক্রবর্তীরাও রয়েছেন। বাংলা প্রথম ম্যাচ খেলতে নামছে ২৭ ফেব্রুয়ারি ওড়িশার বিরুদ্ধে। দ্বিতীয় ম্যাচ ঝাড়খন্ডের বিরুদ্ধে, ৩ মার্চ। এই দু’টি ম্যাচের পর নির্বাচকরা প্রয়োজন হলে দলে পরিবর্তন করতে পারেন। নির্বাচকদের প্রধান দীপ দাশগুপ্ত জানালেন, “কয়েক জন ক্রিকেটারকে আমরা চার দিনের ক্রিকেটের জন্যই চিহ্নিত করেছি। তারা এই দলে নেই। ওয়ান ডে-তে তরুণরা ভাল করবে, এই আশা নিয়েই দল করেছি আমরা।” টুর্নামেন্টের মূলপর্ব ১১ মার্চ থেকে কলকাতায়।

চিনে ওম প্রকাশের সোনা
এশিয়ান ইন্ডোর অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে শটপাটে সোনা জিতলেন ভারতের ওম প্রকাশ সিংহ কারহানা। চিনের হাংঝৌ-তে রবিবার ওম প্রকাশ ১৯.০৭ মিটার স্কোর করেন। প্রতিযোগিতায় ভারতের এ বারের একমাত্র পদক জয় এটাই। শটপাটে আউটডোরে জাতীয় রেকর্ড (২০.৬৯ মিটার) রয়েছে ওম প্রকাশের। এর আগে ২০০৮ সালে দোহায় এই প্রতিযোগিতাতেই রুপো জিতেছিলেন তিনি। দু’বছর আগে একই জায়গায় এই চ্যাম্পিয়নশিপে ভারত একটিই পদক জিতেছিল (লং জাম্পার কুমারভেল প্রেমকুমারের ব্রোঞ্জ)।

ফের সুব্রত টিডি ইউনাইটেডের
প্রায় দু’বছর পরে ফের ময়দানে আবির্ভাব সুব্রত ভট্টাচার্যের। তবে এ বার আর মোহনবাগানের দায়িত্বে নয়। তাঁর পুরনো ক্লাব ইউনাইটেড স্পোর্টসের টেকনিক্যাল ডিরেক্টর হয়ে। সোমবার সেন্ট্রাল পার্কে প্রথম প্র্যাকটিসে নামার চব্বিশ ঘণ্টা আগে সুব্রত বললেন, “বেলো-লালকমলরা যদি অর্থ না নিয়ে খেলতে পারে, তা হলে আমি পারব না কেন? বাংলার ফুটবলের স্বার্থে এই চ্যালেঞ্জটা নিলাম।”

ইস্টবেঙ্গলের সংবিধান সংশোধন
আপাৎকালীন বার্ষিক সাধারণ সভা ডেকে ক্লাব সংবিধান সংশোধন করতে চলেছে ইস্টবেঙ্গল। রবিবার ক্লাব তাঁবুতে ডাকা এই বৈঠকে আগামী দিনে নির্বাচন প্রক্রিয়া স্বচ্ছ রাখার ওপরেই জোর দেওয়া হয়। সেখানেই সিদ্ধান্ত হয়, অতীতে বিচারপতি অনিল সেন এবং গত বার নির্বাচন-পরিচালক জেনারেল শঙ্কর রায়চৌধুরী ভোট পর্ব স্বচ্ছ রাখতে যে সব নির্দেশ কার্যকর করেছিলেন তা এ বার অন্তর্ভুক্ত হতে চলেছে ক্লাব সংবিধানের ৩৮ ধারায়।

ড্র করল পুণে-স্পোর্টিং
পুণে এফসি -স্পোর্টিং ক্লুব দ্য গোয়া ড্র করে সুবিধে করে দিল বেঙ্গালুরু এফসি-র। রবিবার পুণেতে ১-১ ড্র করে আই লিগ তালিকার দুই(স্পোর্টিং) এবং তিন (পুণে) নম্বরে থাকা টিম। ১৫ ম্যাচে স্পোর্টিংয়ের পয়েন্ট যখন ২৮, তখন সমসংখ্যক ম্যাচ খেলে বেঙ্গালুরু ত্রিশ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে। আর মাইক স্নোয়ির দলের পয়েন্ট ১৫ ম্যাচে ২৫। গোয়ার ক্লাবকে বিরতির আগেই এগিয়ে দিয়েছিলেন বিভান। দ্বিতীয়ার্ধে গোল শোধ করেন পুণের হাওকিপ।




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.