কী বললেন অর্জুনকে?
রবিবার মুম্বইয়ে মোবাইলে ধরা হলে কাইফ বললেন, “সচিন পাজির ছেলেকে একবার খুব ছোট্ট দেখেছি মুম্বইয়ে টিম হোটেলে। এ বার ওকে দেখে তো আমি প্রথমে চিনতেই পারিনি। আমাদের কোচ প্রবীন আমরে চিনিয়ে দেন। ফিল্ডিং প্র্যাকটিসের সময় দেখছিলাম, অর্জুনের নীচের দিকে ঝোঁকার প্রবণতা কম। আমি ওকে বললাম নীচের দিকে ঝুঁকে শুরু করো, তা হলে উপকার পাবে। ক্যাচ নেওয়ার সময় হাত আরও ছড়াতেও বলি ওকে। ও সেগুলো করার চেষ্টা করল, দেখলাম পারছে। ফিটনেস নিয়েও দেখলাম বেশ সচেতন অর্জুন। কার ছেলে দেখতে হবে তো!”
মহম্মদ আজহারউদ্দিনের পর ভারতীয় ক্রিকেট যাঁকে এক ডাকে জাত ফিল্ডার বলে চিনত, সেই কাইফ অবশ্য নিউজিল্যান্ডে ভারতীয় দলের ফিল্ডিং নিয়ে খুব একটা খুশি নন। রবিবারও দু’-দু’বার ক্যাচ ফেলে ব্রেন্ডন ম্যাকালামকে জীবন দেয় ভারত। এই ব্যাপারে জিজ্ঞাসা করায় কাইফ বললেন, “এ দিনের খেলা আমি দেখিনি। মাঠে খেলছিলাম। ক্যাচ পড়তেই পারে। এটা ক্রিকেটের অঙ্গ। কিন্তু সহজ ক্যাচ পড়লে গায়ে লাগে। ভারতীয় দলে কয়েক জন ভাল ফিল্ডার তো আছে বটেই। কয়েকটা দুর্দান্ত ক্যাচও নিয়েছে ওরা। কিন্তু রান আটকানোর জন্যও ভাল ফিল্ডিং হওয়া দরকার। দলে আরও ক’জন ভাল ফিল্ডার থাকলে ভাল হত।” |