লা লিগায় রেকর্ড মেসির
ম্যান সিটির জন্য তৈরি বার্সেলোনা
দিন তিনেকের মধ্যেই যে ম্যাঞ্চেস্টারে ঘূর্ণিঝড় আছড়ে পড়ছে আভাসটা শনিবার রাতেই পরিষ্কার করে দিল বার্সেলোনা।
ন্যু কাম্পে ৬-০ রায়ো ভালেকানোকে উড়িয়ে। ভ্যালেন্সিয়ার কাছে ঘরের মাঠে হারের (২-৩) আড়াই সপ্তাহের মধ্যেই কাতালানদের বিধ্বংসী ফর্মের মধ্যমণি লিও মেসি। জোড়া গোল করে এ দিনই বার্সেলোনার রাজপুত্র ভেঙে দিলেন লা লিগায় তৃতীয় সর্বোচ্চ গোলদাতা হিসেবে আলফ্রেড দি’স্তেফানোর রেকর্ড (২২৭)। রিয়াল মাদ্রিদের আর এক কিংবদন্তি রাউলের সঙ্গে মেসি এই তালিকায় এখন তৃতীয় স্থানে (২২৮)। শীর্ষে অ্যাথলেটিক বিলবাও মহাতারকা টেলমো জারা (২৫১)।
মঙ্গলবার বার্সার চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোয় লড়াই ম্যাঞ্চেস্টার সিটির ঘরের মাঠ এতিহাদে। শনিবারই আবার যাঁরা এফএ কাপে ২-০ চেলসিকে হারিয়ে স্প্যানিশ সুপারক্লাবের বিরুদ্ধে ম্যাচে গোলাগুলি ছোড়ার ইঙ্গিত দিয়ে রেখেছে। তাতেও জেরার্ডো মার্টিনোর টিমের কপালে ভাঁজ ফেলার কোনও কারণ দেখছেন না বার্সেলোনার সমর্থকরা। টিমের দুরন্ত ছন্দ দেখে।
শুধু মেসিরই জোড়া গোলই নয় (৩৬, ৬৮)। আদ্রিয়ানো (২), পেদ্রো (৫৬), সাঞ্চেজ (৫৩) আর মাসখানেক পর মাঠে নেমে নেইমার (৮৯) যে ভাবে ভালেকানোকে স্রেফ আছড়ে ফেলেছে সেই আক্রমণের ঢেউ ম্যাঞ্চেস্টারেও উঠবে এ ব্যাপারে বার্সা সমর্থকরা প্রায় নিশ্চিত। গ্যারি লিনেকারের মতো প্রাক্তন বার্সেলোনা স্ট্রাইকার আবার বলে দিয়েছেন, “ম্যান সিটি আর বার্সা যে ভাবে খেলছে এখন তাতে দু’পর্বে ১১-১২ গোল হবে বলে মনে হচ্ছে।”
তাও আবার এ দিন সিটি ম্যাচের কথা ভেবে জাভি, মাসচেরানো আর ইয়র্দি আলবাকে নামাননি মার্টিনো। মেসিকেও পুরো সময় মাঠে রাখেননি।
ম্যাচের পর মার্টিনো বলেন, “সম্ভবত এই ম্যাচটাই এ মরসুমের সেরা। আমাদের আক্রমণে তীব্রতা, বিপক্ষকে চাপে রাখা, পাসিং সব দিক থেকেই। এ দিনের মতো পারফরম্যান্স ধরে রাখতে পারলে সেটা প্রায় নিখুঁত হবে।” আবার ম্যানুয়েল পেলেগ্রিনিদের চাপে রাখতেই হয়তো ‘ম্যান সিটি কখনও বার্সেলোনা হতে পারবে না’ জাতীয় মিসাইলও ছুড়ে রেখেছেন দানি আলভেস। “ম্যান সিটিতে ভাল প্লেয়ার রয়েছে। কিন্তু বার্সেলোনার আছে ইতিহাস আর ক্লাস। জানি, সিটির বিরুদ্ধে ম্যাচ কঠিন হবে। কিন্তু মেসিকে যতই আটকানোর চেষ্টা করা হোক। এক এক সময় ও অপ্রতিরোধ্য। ফিরে আসার পর মেসিকে দেখে মনেই হচ্ছে না ও বেশ কিছু দিন বাইরে ছিল,” বলে দেন বার্সার রাইট ব্যাক। যে দিন তাঁর ক্লাব লা লিগার পয়েন্ট তালিকায় শীর্ষে উঠে এল। আটলেটিকো মাদ্রিদ একই দিনে ৩-০ ভায়াদোলিদকে হারিয়ে সমান পয়েন্টে থাকলেও গোল পার্থক্যে এগিয়ে মেসিরা। এতিহাদ স্টেডিয়ামে স্প্যানিশ বুটের বিদ্যুৎ আছড়ে পড়ার আগে তাই বার্সা শিবিরে একটাই কথা ঘোরাফেরা করছে, মরসুমের সম্ভবত সবচেয়ে বড় ম্যাচে নামতে সেরা ফর্মে থাকা মেসিরা তৈরি।
দি’স্তেফানোকে ছাপিয়ে
• স্প্যানিশ ফুটবলে সর্বোচ্চ গোলদাতা (সব টুর্নামেন্ট মিলিয়ে)
৩৩৭-লিওনেল মেসি
৩৩৫-টেলমো জারা
• লা লিগায় সর্বোচ্চ গোলদাতা
২৫১-টেলমো জারা
২৩৪-হুগো সাঞ্চেজ
২২৮-মেসি, রাউল
• লা লিগায় বিদেশি সর্বোচ্চ গোলদাতা
২৩৪-হুগো সাঞ্চেজ
২২৮-লিও মেসি
২২৭-আলফ্রেড দি’স্তেফানো
• বার্সেলোনার সর্বকালের সর্বোচ্চ গোলদাতা
৩৬৯-পাওলিনো আলকান্টারা
৩৬৩-লিও মেসি




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.