|
|
|
|
পাট্টা বিলিতে অসৌজন্য, ক্ষোভ
নিজস্ব সংবাদদাতা • খড়্গপুর |
পাট্টা বিলির অনুষ্ঠানে বিরোধী দলের বিধায়করা আমন্ত্রণ না পাওয়ায় অসৌজন্যের রাজনীতির অভিযোগ উঠল পশ্চিম মেদিনীপুরে।
রবিবার জেলার একমাত্র কংগ্রেস পরিচালিত সবং পঞ্চায়েত সমিতিতে ৫৩ জনকে ‘নিজ ভূমি নিজ গৃহ’ প্রকল্পে পাট্টা দেওয়া হয়। সেই অনুষ্ঠানে ডাকা হয়েছিল পরিষদীয় সচিব তথা ডেবরার তৃণমূল বিধায়ক রাধাকান্ত মাইতিকে। কিন্তু সবংয়ের কংগ্রেস বিধায়ক মানস ভুঁইয়াকে ডাকা হয়নি। কংগ্রেসের ভূমি কর্মাধ্যক্ষ তপন হাজরা তাই মঞ্চে উঠে ক্ষোভ উগরে দেন। তপনবাবুর কথায়, “পাট্টা বিলি নতুন নয়। ইন্দিরা গাঁধীর ২০ দফা কর্মসূচিতে যুক্ত হয়েছে এই নিজ ভূমি নিজ গৃহ প্রকল্প। সেখানে বিধায়ক মানসবাবুকেই না ডাকায় আমাদের ভাল লাগেনি। একই ভাবে কেশিয়াড়ি ব্লকের ‘রবীন্দ্রভবনে’ ৪১০ জনকে পাট্টা বিলির সময় তৃণমূল বিধায়ক রাধাকান্ত মাইতি উপস্থিত থাকলেও মঞ্চে দেখা যায়নি স্থানীয় সিপিএম বিধায়ক বিরাম মাণ্ডিকে। বিরামবাবু বলেন, “আমাকে কেউ এক বারের জন্যও ওই অনুষ্ঠানের কথা জানায়নি।” মোহনপুর গ্রাম পঞ্চায়েতের পাট্টা বিলি (১১৮ জনকে) অনুষ্ঠানে পরিষদীয় সচিব তথা ঘাটালের তৃণমূল বিধায়ক শঙ্কর দলুই এলেও দেখা যায়নি সিপিআই বিধায়ক অরুণ মহাপাত্রকে। এ দিন দাঁতন-১, দাঁতন-২, নারায়ণগড় ব্লকেও পাট্টা বিলি করেছেন ঘাটালের বিধায়ক শঙ্কর দলুই। দাঁতন-১ ব্লকে ৮৮ জন, দাঁতন-২ ব্লকে ১০৮ জন ও নারায়ণগড় ব্লকে ২২৮ জনকে পাট্টা দান করা হয়। খড়্গপুর-১ ব্লকে পাট্টা বিলির অনুষ্ঠানে ছিলেন মেদিনীপুরের তৃণমূল বিধায়ক মৃগেন মাইতি। নিজের বিধানসভা কেন্দ্র ডেবরাতে পাট্টা বিলি করেছেন রাধাকান্ত মাইতি। ডেবরা ব্লকে ১২০ জন ও খড়্গপুর-১ ব্লকে ২৩২ জনকে পাট্টা দেওয়া হয়। |
|
|
|
|
|