টুকরো খবর
শিক্ষক-শিক্ষাকর্মীদের কনভেনশন শহরে
বামপন্থী শিক্ষক-শিক্ষাকর্মী সংগঠনগুলোর ডাকে রবিবার এক শিক্ষা কনভেনশন হল মেদিনীপুরে। শহরের বিদ্যাসাগর হলে কনভেনশনের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন এবিটিএ’র রাজ্য সাধারণ সম্পাদক উৎপল রায়, এবিপিটিএ’র রাজ্য সভাপতি অভিজিৎ মুখোপাধ্যায়, শিক্ষা গণতন্ত্রীকরণ সংস্থার পক্ষে শ্রুতিনাথ প্রহরাজ প্রমুখ। এবিটিএ, এবিপিটিএ, শিক্ষা গণতন্ত্রীকরণ সংস্থা এবং পশ্চিমবঙ্গ কলেজ শিক্ষাকর্মী ইউনিয়নের যৌথ উদ্যোগে এই কর্মসূচির আয়োজন। এবিটিএ’র জেলা সম্পাদক অশোক ঘোষ জানান, চারশোরও বেশি শিক্ষক-শিক্ষিকা-শিক্ষাকর্মী কনভেনশনে যোগ দেন। শিক্ষাক্ষেত্রে নৈরাজ্য ও সন্ত্রাসের বিরুদ্ধে সর্বাত্মক প্রতিরোধ আন্দোলন গড়ে তোলার ডাক দেওয়া হয় এই কর্মসূচি থেকে। পাশাপাশি, শিক্ষায় বেসরকারিকরণ এবং অগণতান্ত্রিক পদক্ষেপ রোধে ব্যবস্থা নেওয়ারও দাবি জানানো হয়। অশোকবাবু বলেন, “শিক্ষাক্ষেত্রেও শাসক দল নৈরাজ্য ও সন্ত্রাস সৃষ্টি করছে। আমরা শিক্ষাক্ষেত্রে গণতান্ত্রিক ব্যবস্থাপনার পুনঃপ্রতিষ্ঠার দাবি জানিয়েছি।”

নির্মাণ কর্মীদের সংগঠন ডেবরায়
ডেবরাতে নির্মাণ কর্মীদের সংগঠন তৈরি করল তৃণমূল। রবিবার বালিচকে ব্যবসায়ী সমিতির হলে এক বৈঠক হয়। ওই বৈঠকে সংগঠনের সদস্যদের নিয়ে একটি কমিটিও গঠন হয়েছে। সভাপতি হয়েছেন নজরুল ইসলাম ও সম্পাদক শোভান আলি। ১৯ জনের কমিটিও তৈরি হয়েছে। এ দিনই ফরওয়ার্ড ব্লকের স্থানীয় নেতার সঙ্গে প্রায় ১৫০ জন আইএনটিটিইউসিতে যোগও দিয়েছেন বলে আইএনটিটিইউসি-র জেলা সাধারণ সম্পাদক শশধর পলমলের দাবি।

নতুন ভবন
মেদিনীপুর সদর ব্লকের নয়াগ্রাম মুকুল সঙ্ঘ পাঠাগারের (গ্রামীণ) নবনির্মিত ভবনের দ্বারোদ্ঘাটন হল শনিবার। এই উপলক্ষে নানা কর্মসূচির আয়োজন করা হয়েছিল। নবনির্মিত ভবনের দ্বারোদ্ঘাটন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলাশাসক (উন্নয়ন) বাসব বন্দ্যোপাধ্যায়, বিধায়ক মৃগেন মাইতি প্রমুখ। বিদ্যাসাগরের মূর্তিও উন্মোচন হয়। পাশাপাশি ছিল আলোচনা সভা, মহিলা প্রীতি ফুটবল প্রতিযোগিতা, গুনীজন সংবর্ধনা, সাংস্কৃতিক অনুষ্ঠান প্রভৃতির আয়োজন।

সহায়িকার শ্লীলতাহানি
অঙ্গনওয়াড়ি কেন্দ্রে ঢুকে সহায়িকার শ্লীলতাহানির অভিযোগ উঠল স্থানীয় এক যুবকের বিরুদ্ধে। চন্দ্রকোনা থানার ফুলবনি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে শনিবারের ঘটনা। রাতে ওই সহায়িকা অভিযুক্ত সুকুমার রায়ের বিরুদ্ধে থানায় অভিযোগ করেন। স্কুল ছুটির পর শিশু-সহ প্রসূতিরা বাড়ি চলে গেলে সুযোগ বুঝে সুকুমার ওই কর্মীর শ্লীলতাহানি করেন বলে অভিযোগ।

সঙ্গীতের আসর
ষড়জ সাংস্কৃতিক সংস্থার উদ্যোগে সারা রাত্রি ব্যাপী উচ্চাঙ্গ সঙ্গীতের আসর হল গড়বেতায়। প্রধান শিল্পী ছিলেন বিষ্ণুপুরের রামসরণ সঙ্গীত মহাবিদ্যালয়ের অধ্যক্ষ সুজিত গঙ্গোপাধ্যায়। এ ছাড়াও আরও প্রায় ৫০ জন বিশিষ্ট শিল্পী উপস্থিত ছিলেন।

স্মরণসভা
মেদিনীপুর শহরের স্পোটর্সম্যান রিক্রিয়েশন ক্লাবের উদ্যোগে প্রয়াত দুই ক্রীড়াবিদ সুভাষ সরকার এবং জাফর আলমের স্মরণ সভা হল রবিবার।

জল জমছে মোগলমারি বৌদ্ধ মহাবিহারে

—নিজস্ব চিত্র।
অকাল বর্ষণের জল জমছে মোগলমারি বৌদ্ধ মহাবিহারে। রবিবার সকাল থেকেই পশ্চিম মেদিনীপুরের দাঁতনের মনোহরপুর গ্রামের সখীসেনা ঢিবিতে মহাবিহারের উন্মুক্ত ট্রেঞ্চগুলিতে জল ঢুকতে শুরু করে। কোনও রকমে স্ট্যাকো নির্মিত এলাকা পুরনো ত্রিপল দিয়ে ঢাকা হলেও মাটি গড়িয়ে জল নামছে। ফলে চুনের মিশ্রণে তৈরি ওই মূর্তিগুলি ক্ষতির আশঙ্কা বাড়ছে। এ ছাড়াও প্রবেশদ্বার, সীমানা পাঁচিল, ভিক্ষুদের আশ্রয়স্থলেও জল দাঁড়িয়ে যাওয়ায় সমস্যা হচ্ছে। রাজ্য পুরাতত্ত্ব বিভাগের উপ-অধিকর্তা অমল রায় বলেন, “হঠাৎ বৃষ্টি নেমে যাওয়ায় আমরা সমস্যায় পড়ে গিয়েছি। স্ট্যাকোর কাজ যে অংশে রয়েছে, তা নিয়ে উদ্বেগে রয়েছি। তবে সেগুলি ঢাকা দেওয়ার চেষ্টা হচ্ছে। স্থানীয় তরুণ সেবা সঙ্ঘের কর্মকর্তা অতনু প্রধান বলেন, “বেশি বৃষ্টি চলতে থাকলে গুরুত্বপূর্ণ এই প্রত্নস্থল বাঁচানো কঠিন হবে।”

তথ্য: দেবমাল্য বাগচি


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.