টুকরো খবর
গভীর রাতে লরি আটকে ছিনতাই
গভীর রাতে বন্দুক দেখিয়ে লরি থামিয়ে নগদ টাকা-সহ বেশ কয়েকটি মোবাইল ফোন নিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা। শুক্রবার রাত ২টো নাগাদ ঘটনাটি ঘটেছে এন্টালি থানার পামারবাজারে ডি সি দে রোডে। এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। পুলিশের কাছে লরিটির চালক নবীন সিংহ অভিযোগ করেছেন, ওই রাতে তিনটি লরিতে ড্রাইভার এবং খালাসি-সহ তাঁরা ৯ জন বীরভূম থেকে পাথরকুচি নিয়ে আসছিলেন। পামারবাজারের পুরসভার অফিসের সামনে দিয়ে যাওয়ার সময়ে আচমকা ১০-১২ জন সশস্ত্র দুষ্কৃতী লরিগুলি আটকায়। নবীনবাবু পুলিশকে আরও জানিয়েছেন, দুষ্কৃতীরা লরি থেকে নামিয়ে তাঁদের মারধর করে। মারের চোটে জখম হন নবীন-সহ মহেন্দ্র সিংহ নামে এক জন খালাসি। এর পরে তাঁদের কাছে থাকা দু’টি ঘড়ি, বেশ কয়েকটি মোবাইল ফোন এবং নগদ কয়েক হাজার টাকা লুঠ করে চম্পট দেয় দুষ্কৃতীরা। শনিবার বিকেলে লরিটির চালক এন্টালি থানায় অভিযোগ দায়ের করেন। পুলিশ জানিয়েছে, ওই এলাকাটি অত্যন্ত জনবহুল এবং সেখানে সব সময়ে পুলিশি টহল থাকে। তা সত্ত্বেও কী ভাবে এমন ঘটনা ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে। ওই এলাকার দোকানদারদেরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রয়োজনে দুষ্কৃতীদের স্কেচ আঁকিয়ে তল্লাশি চালানো হতে পারে বলে জানিয়েছে পুলিশ।

ধৃত চালক জেলে
রানিকুঠিতে যাত্রীকে মারধর এবং মাথা ফাটিয়ে দেওয়ার ঘটনায় ধৃত অটোচালকের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ হল। বাঁশদ্রোণীর বাসিন্দা ওই অটোচালক সাগর কর্মকারকে রবিবার আলিপুর আদালতে তোলা হয়। পুলিশ সূত্রের খবর, শনিবার টালিগঞ্জ স্টেশন থেকে রানিকুঠির অটোয় উঠেছিলেন বেসরকারি সংস্থার কর্মী অমল মজুমদার। অটোয় তিনি ছাড়া আরও দুই মহিলা যাত্রী ছিলেন। গন্তব্যে পৌঁছে খুচরো দেওয়া নিয়ে অটোচালক সাগরের সঙ্গে বচসা বাধে তাঁর। অভিযোগ, কথা-কাটাকাটি চলাকালীন আচমকাই সাগর ধাক্কা মেরে অমলবাবুকে রাস্তায় ফেলে দেন। ওই ব্যক্তি উঠে দাঁড়িয়ে প্রতিবাদ করলে ঘুষি চালান সাগর। তাতেই মাথা ফাটে অমলবাবুর। ততক্ষণে ভয় পেয়ে অটো থেকে নেমে পড়েছেন সহযাত্রী দুই মহিলা। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এর পরেই পথচারীরা অটোচালককে ধরে ফেলেন রাস্তার ধারের পুলিশ কিয়স্কে নিয়ে যান। খবর পাঠানো হয় রিজেন্ট পার্ক থানায়। পুলিশ সেখানে পৌঁছে অমলবাবুকে এম আর বাঙুর হাসপাতালে নিয়ে যায়। সেখানে তাঁর মাথায় তিনটি সেলাই করা হয়। পরে ওই যাত্রীর লিখিত অভিযোগের ভিত্তিতে সাগরকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছে পুলিশ।

পুরনো খবর:

দুর্ঘটনায় মৃত ২
লরিতে ধাক্কা মেরে মৃত্যু হল দুই মোটরসাইকেল আরোহীর। শনিবার রাত দশটা নাগাদ ঘটনাটি ঘটেছে এজেসি বসু রোডে। পুলিশ জানিয়েছে, মৃত আরমান আলি (৩০) এবং মহম্মদ কলিমুদ্দিন (৪৭) হাওড়া শিবপুরের বাসিন্দা। পুলিশ সূত্রের খবর, আরমান ও কলিমুদ্দিন মোটরবাইকে পার্ক সার্কাসের দিকে যাচ্ছিলেন। এজেসি বসু রোড উড়ালপুল দিয়ে যাওয়ার সময়ে বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে আচমকাই একটি লরির পিছনে ধাক্কা মারে। দু’জনেই ছিটকে পড়েন। পুলিশ জানায়, কারও মাথাতেই হেলমেট ছিল না। গুরুতর আহত অবস্থায় তাঁদের হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন।

ছাত্র নিখোঁজ
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের এক ছাত্রের খোঁজ মিলছে না। পুলিশ জানায়, বছর বাইশের ওই ছাত্রের নাম সুরজিৎ সিংহ। বাড়ি চেতলা এলাকায়। রবিবার বিকেলে তিনি টিউটরের কাছে গিয়েছিলেন। সেখানে পড়ে বেরোনোর পর থেকে তাঁর আর খোঁজ পাওয়া যায়নি। তাঁর মোবাইল ফোনও বন্ধ। রাতে ওই যুবকের পরিবার চেতলা থানায় নিখোঁজ-ডায়েরি করে।

অস্ত্র-সহ গ্রেফতার
অস্ত্র-সহ এক যুবক গ্রেফতার হল। শনিবার, তিলজলার জি জে খান রোড থেকে। ধৃতের নাম সাব্বির ওরফে ছোটন। পুলিশ জানায়, ধৃতের কাছ থেকে একটি পিস্তল এবং এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
 
 
 


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.