একটি স্বেচ্ছাসেবী সংস্থার পরিচালনায় রবিবার হয়ে গেল সাহিত্য সভা। অনুষ্ঠানটি হয় কেতুগ্রামের কান্দরা গ্রামে। উপস্থিত ছিলেন ১০টি জেলার মোট ৪৩টি পত্রিকার সদস্যরা। বিশিষ্টদের মধ্যে উপস্থিত ছিলেন কবি কৃষ্ণা বসু ও বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষক-শিক্ষিকারা। উপস্থিত পত্রিকা সম্পাদকদের এ দিন ‘পত্রিকা সম্পাদনা সম্মান’ ও কবিদের ‘জ্ঞানদাস কবি সম্মান’ দেওয়া হয়।
|
পথ দুর্ঘটনায় মৃতু্যু হল এক মহিলার। দুর্ঘটনাটি ঘটেছে রবিবার সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ বর্ধমান-কালনা রোডের এগ্রিকালচার ফার্মের কাছে। বর্ধমানের শালবাগানের বাসিন্দা পেশায় শিক্ষক মিহির কুমার মণ্ডল, স্ত্রী ইন্দ্রাণী মণ্ডলকে (৩২) মোটরবাইকের পিছনে বসিয়ে আসছিলেন। বৃষ্টির কারণে রাস্তা পিচ্ছিল থাকায় স্ত্রী গাড়ি থেকে পড়ে গিয়ে মারা গিয়েছেন বলে পুলিশকে জানিয়েছেন মিহিরবাবু।
|
তালা ভেঙে চুরি হয়ে গেল বর্ধমানের সুকান্তনগরে। রবিবার বেণু মণ্ডল নামে এক স্থানীয় বাসিন্দা সপরিবারে বিয়েবাড়ি গিয়েছিলেন। আচমকা পড়শিদের ফোনে জানতে পারেন বাড়ির দরজা ভাঙা, আলমারিও ভাঙা। তাঁর অভিযোগ, আলমারি থেকে বেশ কয়েক ভরি সোনার গয়না খোওয়া গিয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। তবে এখনও কেউ গ্রেফতার হয়নি।
|
পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক বৃদ্ধের। পুলিশ জানিয়েছে, মৃতের নাম সমীর বসু (৬২ )। তিনি বর্ধমানের অফিসার্স কলোনির বাসিন্দা ছিলেন। রবিবার দুর্ঘটনাটি ঘটেছে বর্ধমানের পালশিটের কাছে। এ দিন বিকেল ৩টে নাগাদ করুণাময়ী -বর্ধমান রুটের একটি বাস অন্য একটি ট্রাককে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। মৃত্যু হয় সমীরবাবুর। আহত হন ২৫ জন বাসযাত্রী।
|
এক যুবকের মৃতদেহ উদ্ধার হল রবিবার সকালে। পুলিশের জানিয়েছে, মৃতের নাম লক্ষ্মণ দত্ত (২৮)। মৃতের বাড়ি স্থানীয় ধাঁধলসা গ্রামে। রবিবার সকালে ধাঁধলসা ও বেনীনগর গ্রামের মাঝে আমোদপুর-কাটোয়া ব্রডগেজ লাইনের পাশ থেকে দেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, প্রণয়ঘটিত সম্পর্কের জেরেই খুন করা হয়েছে ওই ব্যক্তিকে। |