রাস্তায় সপ্তম শ্রেণির এক ছাত্রীর শ্লীলতাহানির পর তাকে অপহরণের চেষ্টার অভিযোগে দুই যুবককে গ্রেফতার করল পুলিশ। বৃহস্পতিবার রাত ১০টা নাগাদ হিঙ্গলগঞ্জ থানার অদূরেই ঘটনা ঘটে। স্থানীয় একটি ক্লাবের ছেলেরা ওই দুই যুবককে ধরে মারধর করে পুলিশের হাতে তুলে দেয়। পুলিশ জানায়, ওই ছাত্রীর পক্ষ থেকে শুক্রবার লিখিত অভিযোগ দায়ের হয়েছে ওই দু’জন-সহ কয়েক জনের বিরুদ্ধে। দু’জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের নাম সুজিত মণ্ডল এবং সমীরণ ঘোষাল। দু’জনেরই বাড়ি স্বরূপকাটি গ্রামে।
পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, ওই সন্ধ্যায় হিঙ্গলগঞ্জ স্কুলমাঠে বাবা-মা’র সঙ্গে জলসা দেখতে এসেছিল পুরনো ভান্ডারখালির বাসিন্দা ওই ছাত্রী। অনুষ্ঠান চলাকালীন সমীরণ-সহ কয়েক জন তার বন্ধুদের নিয়ে ওই ছাত্রীকে উত্ত্যক্ত করতে থাকে বলে অভিযোগ। ছাত্রী বাবাকে সে কথা জানায়। মেয়েকে নিয়ে বাবা-মা মোটরভ্যানে করে কাছেই এক আত্মীয়ের বাড়িতে রওনা দেন। সমীরণেরাও আর একটি মোটরভ্যানে তাঁদের পিছু নেয়। হিঙ্গলগঞ্জ থানার কাছে ছাত্রীদের ভ্যানটি আটকায় সমীরণরা শুরু হয় মেয়েটিকে নিয়ে টানাহ্যাঁচড়া। মেয়েটির জামাকাপড় ছিঁড়ে দেওয়া হয়। তার ওড়নাও কেড়ে নেওয়া হয়। তাকে নিজেদের ভ্যানে তুলে পালানোর চেষ্টা করে ওই যুবকেরা। এ সব দেখে মেয়েটির বাবা-মা চিৎকার শুরু করলে ওই ক্লাবের ছেলেরা ছুটে আসে। বেগতিক দেখে সমীরণের কয়েক জন সঙ্গী পালায়। সমীরণ ও ভ্যানচালক সুজিত ধরা পড়ে।
শনিবার ধৃতদের বসিরহাটের এসিজেএম আদালতে হাজির করানো হয়। সমীরণদের পক্ষের আইনজীবী সুপ্রিয় মণ্ডল বলেন, “আসল দোষীদের ছেড়ে আমার মক্কেলদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দায়ের হয়েছে।” এসডিপিও অভিজিৎ বন্দ্যোপাধ্যায় জানান, ধৃতদের শনাক্তকরণের (টি আই প্যারেড) ব্যবস্থা করানো হচ্ছে। বাকি অভিযুক্তদের খোঁজে তল্লাশি চলছে। |