যুবনেতা খুনের প্রতিবাদে অবরোধ
নিজস্ব সংবাদদাতা • মগরা |
মগরার যুব কংগ্রেস নেতা অভিজিৎ রহমানকে পিটিয়ে মারার ঘটনায় অভিযুক্তদের ধরার দাবিতে শনিবার ফের অবরোধে সামিল হলেন গ্রামবাসীরা। এ দিন সকাল ৯টা নাগাদ কয়েকশো গ্রামবাসী একই সঙ্গে ডানলপ-কাটোয়া রেলগেট এবং জি টি রোডের সংযোগস্থলে অবরোধ শুরু করেন। ফলে, ব্যান্ডেল-কাটোয়া শাখায় ট্রেন চলাচল এবং সড়কপথে যান চলাচল বন্ধ হয়ে যায়। দুর্ভোগে পড়েন বহু মানুষ। বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে আসে। বেলা সাড়ে ১২টা নাগাদ রেল অবরোধ তুলে নেওয়া হয়। পুলিশ অবিলম্বে দোষীদের গ্রেফতারের আশ্বাস দিলে দুপুর ৩টে নাগাদ সড়ক অবরোধ ওঠে। গত বৃহস্পতিবার সেলুনে চুল কাটা নিয়ে বচসা এবং তার জেরে গণপ্রহারে ছোট খেঁজুরিয়া গ্রামের ওই কংগ্রেস নেতা মারা যান। তৃণমূলের উপর ঘটনার দায় চাপিয়ে কংগ্রেস আন্দোলনে নামে। চুঁচুড়া-মগরা পঞ্চায়েত সমিতির সভাপতি তৃণমূলের দেবব্রত বিশ্বাস, ওই দলেরই কর্মী প্রভাস মণ্ডল (সেলুনে যাঁর সঙ্গে অভিজিতের বচসা বেঁধেছিল)-সহ সাত জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করেন নিহতের দাদা ইন্দ্রজিৎ রহমান। ঘটনার পরে দু’দিন কেটে গেলেও শনিবার বিকেল পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি। নিহতের দাদার অভিযোগ, “দেবব্রত বিশ্বাসের নেতৃত্বে তৃণমূলের একদল গুন্ডা ভাইকে পিটিয়ে মারে। পুলিশ ইচ্ছে করে অভিযুক্তদের ধরছে না।” অভিযোগ মানেননি দেবব্রতবাবু। তাঁর দাবি, “সাজানো অভিযোগ। ওই যুবক অস্ত্র-সহ হামলা করায় জনতা ওকে ধরে ফেলে। এখন এটা নিয়ে সস্তা রাজনীতি করছে কংগ্রেস।” পুলিশ সুপার সুনীল চৌধুরী জানান, দু’পক্ষই থানায় অভিযোগ করেছে। অভিযুক্তদের ধরতে তল্লাশি চলছে।
|
|
শ্রীরামপুরে একটি সুইমিংপুল উদ্বোধনে এসে নেমে পড়লেন
সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। শনিবার তোলা নিজস্ব চিত্র। |
|
মিলল সোনার বাট
নিজস্ব সংবাদদাতা • বনগাঁ |
এ বার বনগাঁর জয়ন্তীপুর সীমান্ত থেকে এক কেজি ওজনের একটি সোনার বাট-সহ এক পাচারকারীকে আটক করলেন বিএসএফের ৪০ নম্বর ব্যাটালিয়নের জওয়ানরা। বিএসএফ জানায়, শনিবার সকালে আটক ওই ব্যক্তির নাম আজহারউদ্দিন শেখ। বাড়ি পেট্রাপোল সীমান্তে। সেখান থেকে বনগাঁর দিকে সে মোটরবাইকে যাচ্ছিল। তখনই আটক করা হয়। সোনার বাটটি সুইজারল্যান্ডে তৈরি বলে বিএসএফ কর্তাদের অনুমান। বিএসএফের ডিআইজি (কলকাতা সেক্টর) আই ডি শর্মা বলেন, “উদ্ধার হওয়া সোনার বাটের ওজন এক কেজি। দাম ৩০ লক্ষ ৪০ হাজার টাকা। সোনার বিস্কুট ও বাট পাচার বন্ধ করতে বিশেষ অভিযান চলছে। এই নিয়ে তিন মাসে ১৪৭টি সোনার বিস্কুট এবং একটি বাট উদ্ধার হল।”
|
|
তিন বছরেও মেলেনি রাজীব দাস-হত্যার বিচার।
তারই প্রতিবাদে মিছিল। শনিবার বারাসতে। ছবি: সুদীপ ঘোষ। |
|
স্কুলে দুষ্কৃতী-তাণ্ডব
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
চার-চারটি কোল্যাপসিবল গেট ভেঙে ঢুকে তাণ্ডব চালাল একদল দুষ্কৃতী। শনিবার, আন্দুল রোডের থানামাখুয়া মডেল হাইস্কুলে। পুলিশ জানায়, জিনিস ভাঙচুরের সঙ্গে দুষ্কৃতীরা চুরি করে নিয়ে গিয়েছে ট্রফি ও ল্যাবরেটরির জিনিস। পুলিশের ধারণা, স্কুলের সঙ্গে যুক্ত কারও বিরুদ্ধে আক্রোশ মেটাতে সম্ভবত এই হামলা। পুলিশ জানায়, স্কুলে রাতপাহারার ব্যবস্থা নেই। চতুর্থ শ্রেণির এক কর্মী স্কুলে থাকেন। তিনি প্রথম গেট ভাঙা দেখে খবর দেন।
|
দু’টি পৃথক দুর্ঘটনায় উত্তর ২৪ পরগনায় দুই মোটরবাইক আরোহীর মৃত্যু হল। আহত হন তিন জন। শুক্রবার বিকেলে হাসনাবাদ রেলগেটের কাছে টাকি রোডে মৃত্যু হয় বসিরহাটের গোয়ালপোতা গ্রামের বাসিন্দা রাজু দাস (২০)। শনিবার হাড়োয়ার মাজমপুর মোড়ের কাছে মোটরবাইকের সঙ্গে ট্যাঙ্কারের সংঘর্ষে শাসনের চোলপুর গ্রামের বাসিন্দা সরিফুল ইসলাম মণ্ডলের (২০) মৃত্যু হয়। |