|
|
|
|
মর্যাদার যুদ্ধে করিম যেন ‘ক্ষিদ্দা’
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
করিম বেঞ্চারিফার নিখুঁত স্ট্র্যাটেজি বনাম ডেরেক পেরেরার অভ্রান্ত গেম রিডিং।
ক্রিস্টোফারের জেদ বনাম অভিজ্ঞ ডুডুর মরিয়া সংকল্প।
ছটফটে কাতসুমি বনাম চতুর ড্যারেল ডাফি।
এর সঙ্গেই থাকছে লিগ তালিকার ওপরের দিকে ওঠার হাতছানি।
রবিবার মোহনবাগান বনাম সালগাওকর ম্যাচের আগে মজুত উত্তেজনার প্রচুর মশলা। তবে সব কিছুকে ছাপিয়ে যাচ্ছে সালগাওকর বনাম মোহনবাগান মর্যাদার লড়াই!
২০১২-র প্রায় মাঝ-মরসুমে মোহনবাগানের প্রস্তাব পেয়ে করিম সালগাওকর ছেড়ে চলে এসেছিলেন। তার পর থেকেই সালগাওকর কর্তাদের সঙ্গে সবুজ-মেরুন কোচের সম্পর্কটা আদায়-কাঁচকলায়। স্বভাবতই মাঠের বাইরে অন্য একটা লড়াই-ও থাকছে করিমের। সালগাওকর কর্তাদের সঙ্গে সম্মানের লড়াই।
সে জন্যই বোধহয় এ দিন অনুশীলনে ‘কোনি’-র ক্ষিদ্দা’র ঢঙেই ইচে-কাতসুমি-রাম মালিকদের তাতিয়েছেন মরক্কান কোচ। বলেছেন, “ফাইট বয়েজ, ফাইট...। ম্যাচটা তোমাদের জিততেই হবে।” গোয়ায় করিমের সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে বলে দিলেন, “সালগাওকরের বিরুদ্ধে তিন পয়েন্ট নিয়ে ফিরতে পারলে লিগ তালিকায় ভাল জায়গায় পৌঁছে যাব। ছেলেরাও জয়ে ফিরতে মুখিয়ে আছে।”
ওডাফা নেই। তবু ডুডু-ড্যারেল ডাফির আক্রমণ থামাতে করিমের পাল্টা বাজি ক্রিস্টোফার-কাতসুমিকে দিয়ে আক্রমণের ঝড় তোলা। সঙ্গে ডুডুকে আটকানোর জন্য থাকছে করিমের গোপন স্ট্র্যাটেজি। “ডুডু খুব ভাল ফুটবলার। ওর কথা তো মাথায় রাখতেই হবে,” বলছিলেন কোচ।
এই মরসুমে করিমের বিরুদ্ধে এখনও জয় নেই ডেরেকের। আই লিগে ওডাফাদের কাছে হেরেছে সালগাওকর। আর ফেড কাপে ড্র করেছে। মর্যাদার যুদ্ধে এখনও পর্যন্ত এগিয়ে বাগান কোচই। তবে এ বার গোয়ার মাঠে হিসেবটা উল্টে দিতে চান ডেরেক। বললেন, “মোহনবাগান ভাল টিম। তবে আমার দলও প্রস্তুত।”
কলকাতা লিগ, ফেড কাপ হাতছাড়া হওয়ার পর আইএফএ শিল্ডেও গ্রুপ লিগ থেকে ছিটকে গেছেন কাতসুমি-ডেনসনরা। টিম নিয়ে নানা সমালোচনা তো রয়েছেই। সঙ্গে ওডাফা-করিমকে ঘিরে চলছে নানা বিতর্ক। এই পরিস্থিতি থেকে মুক্তি পেতে জয়ে ফেরাই একমাত্র হাতিয়ার ডেনসনদের। কিন্তু ওকোলি ওডাফার অভাব কি পূরণ করতে পারবেন কাতসুমি, ক্রিস্টোফাররা?
সালগাওকরের বিরুদ্ধে মাঠে নামার চব্বিশ ঘণ্টা আগে ক্রিস্টোফার বলে দিলেন, “ওডাফার না থাকাটা নিঃসন্দেহে ক্ষতি। তবে কেউ যদি ভাবে আমরা ব্যাকফুটে আছি, তবে ভুল করবে। তিন পয়েন্ট ছাড়া এখন কিছু ভাবছি না।”
এ দিকে, গোয়ায় করিম যখন সালগাওকর বধের স্ট্র্যাটেজি সাজাচ্ছেন, তখন কলকাতায় বসে ওডাফা চোট সারিয়ে পুরো ফিট হয়ে ওঠার জন্য লড়াই করছেন। ডার্বির আগে মাঠে ফেরাই তাঁর একমাত্র লক্ষ্য। করিমও সেটাই চাইছেন।
এখন দেখার, ওডাফাকে বাদ দিয়ে গোয়ার ক্লাবের বিরুদ্ধে টিম-করিম ঘুরে দাঁড়াতে পারে কি না!
|
রবিবারে আই লিগ
মোহনবাগান বনাম সালগাওকর (ভাস্কো, বিকেল ৫-০০) |
|
|
|
|
|